পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ール・ প্রবাসী—ভাদে, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড AMMMMAMSMA SAMH SASS SSSSSeeeSeeSAAAA SAAAAAA AAAASAAAAS AAAMM MAAA AAAA AAAA AAAAS দ্বারা লিখিও । প্রতি পুষ্ঠার চারিদিকে সোনালি ও অন্তান্ত বিবিধ বর্ণের পুষ্পলতা চিৰিত। ইহার পার্থে যে আর এক দফা চিত্র ছিল ভাহা নষ্ট না হইলে উহা যে কত মনোরম দেখাইত তাহা এক্ষণে অনুমান পুথির অস্ত একখানি চিত্র কর। ভিন্ন উপায় নাই । এই বিচিত্র গ্রস্থের প্রতিলিপিকারের নাম সুলতান আলি । তিনি সে-সময়ের পারস্তের একজন জগৎপ্রসিদ্ধ লিপিকার বলিয়৷ খ্যাত ছিলেন । চিত্রগুলি কাহার দ্বার অঙ্কিত তাহার কোন উল্লেখ নাই। খুব সম্ভব সমসাময়িক কোন প্রসিদ্ধ চিত্রকরের দ্বারা উহা চিত্রিত। স্বর্ণ ও অন্তান্ত যে-সকল উপাদানে উহা রঞ্জিত করা হইয়াছে তাহা যেরূপ মূল্যবান তাহাতে উহা কোন নরপতির জঙ্ক প্রস্তুত হইয়াছিল বলিয়াই অকুমিত হয়। খুব সম্ভব পারস্তের স্বপ্রসিদ্ধ শিল্পরসজ্ঞ সুলতান হোসেন বাইকুরার জন্ত উহ প্রস্তুত হইয়াছিল। তিনি ১৪৫৭ হইতে 、 ১৫০৬ খৃষ্টাফ পৰ্য্যস্ত রাজত্ব করিয়াছিলেন । এই স্বলতান হোসেন তৎকালে পারস্তে নবধারায় গ্রন্থলিপন,চিত্রণ ও বাধাই প্রভৃতির উৎকর্ষের প্রবর্তৃক বলিয়া প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন । তাহার সময়ের বাধাই প্রভূতির মনোহারিস্তু আজিও অতুলনীয়। এক কথায় বইখানি তৎকালীন পারস্তোর গ্রন্থ পারিপাট্যের একটি উজ্জল নমুনা ।

f পুথিখানিতে পাচখানি চিত্র আছে । এই চিএগুলি যদি ও স্বপ্রসিদ্ধ চিত্রকর বিজাদ বা তাহার খ্যাতনাম। শিল্প শেকুজাদা মহম্মদের চিত্রের তুলনা ইৗন, তাঙ্গ 影 হইলেও ইহু! এরূপ কোন চিত্রকরের দ্বার। অঙ্কিত যাহার শিক্ষা বিজাদের চিত্রশালায় । পুথিখানির শিল্পচাতুধ্যের কথা ছাড়িয়া দিলেও ইহার মূলান্তর্গত আবশ্যকতাও কম নহে । ওমার খায়াম সম্বন্ধীয় ধে-সকল গ্রন্থ প্রকাশিত হইয়াছে তন্মধ্যে অধ্যাপক আথার কুষ্টেন্‌সনের সম্পাদিত গ্রন্থখানি প্রামাণ্য । তিনি কবির ১২১৩-টি রূবাক্ট সম্বলিত একটি সংস্করণ প্রকাশিত করিয়াছেন, তন্মধ্যে বে ১২১টিকে সম্ভবত: আসল বলিয়া নির্দেশ করিয়াছেন, এই পুথিতে লিখিত ২০৬টির মধ্যে ৭৪টি উক্ত গ্রন্থের নিদিষ্ট তালিকাস্তগত । স্বতরাং সকল দিক দিয়াই দেখা যাইতেছে ওমর খায়েমের রূবায়েতের এই পুথিখানি আতি মূল্যবান।