ci প্রবাসী-বৈশাখ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম se সিঙ্গুর, সবুজ, নীল, হলুদ এই কয় রং বেশ চলে। (৩) কাঠের ‘হাত’ । হাতার স্কায় ইহার ভিতর ব্ৰঞ্চ পাউডার রঙের সঙ্গে মিশাইয়া দিলে বেশ চাকচিক্য গৰ্ত্ত থাকিবে না, সম্মুখের দিকটা সমান থাকিবে। দেয়। সবুজের সঙ্গে ব্ৰঞ্চ পাউডার বেশ মিলে । ভৰক পাস্তাণ্ড গালার সঙ্গে মিশান চলে, মিশাইবার প্রথা রঙের মত এক প্রকারই । রং মিশান হইলে ছোট টুকরা 7777, 767 ಆ# ফুট পরিমিত বাশের কাঠির ডঃNয় ল/গঙ্গেয় ব্লfখ) হয় । ( ৪ ) চওড়া ফলাওয়ালা ভোতা ছুরি । পরিভাষায় কারিগরের ইহাকে বলিয়া থাকে “চেয়ার” । গালার কাজের যন্ত্রপাতি ( ৫ ) চিমটা । ( ৬ ) মাটিগালার টোপ-ওয়ালা হাণ্ডেল । টোপ গোলাকুতি, কিন্তু উপরের দিকট। চেপ্টা । খেলনা, পেপারওয়েট ইত্যাদি প্রস্তুত করিতে এই গালার কাজে যে-সব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তাহা নিতান্ত সামান্য—সহজেই তাহা সংগ্রহ করা যাক্টতে পারে । নিয়ে তাহার পরিচয় দেওয়া গেল । ( ১ ) আগুন । “করার জোড়া কাঠি" জিনিষটির খুব প্রয়োজন । খেলনা প্রভূতি যখন ইহার চেপ্টা দিকে লাগাইয়া উত্তাপ দেওয়া হয়, তখন অনেক সময় মাটিগালার টোপটি গলিয়া যায় ; কিন্তু অনেক ব্যবহারে ক্রমশঃ শক্ত হয় ভাল কায্যোপযোগী হইতে অন্তত তিন বৎসর ব্যবহারের প্রয়োজন । কারিগরের পরিবারে এই যন্ত্রটি বংশানুক্রমে চলিতে থাকে। পরিভাষায় এই যন্ত্রের নাম ‘কবার আগুন জালিবার জন্য মাটির ইড়ি । ৩ খান বঁাশের টুকরা মাঝখানে বাধিয়া, তার ভিতর হাড়ি জোড়া কাটি’ । রাথিতে হইবে । আগুনের জন্ত শালগাছের কয়লা ব্যবহার করা প্রয়োজন । ফু দিয়া আগুন ধরাষ্টবার জন্ত গালার কাজের বিধি একটি বাশের চোঙা । ভাল গালার কাজ করিতে হুইলে বহু অভ্যাসের ( ২ । দুই-তিন ফুট লম্বা চৌকোণা কাঠ । প্রয়োজন। ভাল কারিগরের সঙ্গে কাজ করিলে 리-문F- - 壹旁房 ŽZŽ; E_SJ--_ • -- *e- T 5 j e eনং—ভেণত বা ’চেয়ার'
পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।