পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՏ օ ہے یے. ..ھ ماہہ ۔ یہی یتیم --سیق" উত্তরেরট বিষ্ণুর, মাঝের বড়ো মন্দিরট শিবের, আর দক্ষিণেরট ব্রহ্মরি। এই তিনটী মন্দিরের সামনে এই তিন দেবতার তিন বাহনের মন্দিরের ভগ্নাবশেষ বিদ্যমান-বিষ্ণুর সামনে গরুড়ের, শিবের সামনে শিবের বৃষ নন্দীর, আর ব্ৰহ্মার সামনে হংসের ; আর এ ছাড প্রাকারের ভিতবে চাতালের উত্তবে আর দক্ষিণে দুট ছোটো ছোটে মন্দিরের ভগ্নাবশেষ আছে, এ ছুটী কোন দেবতার তা এখন আর বলা যায় না । এই তো হ’ল প্রাকারের ভিতরকার কথা—ভিতরে এই আটটী মন্দির ছিল ।—শিবের বিরাট মন্দিরটাই হ’চ্ছে কেন্দ্রস্থানীয়। প্রাকারের বাইরে ভিন সাব আর চার সার ক’রে চারিদিকে ছোটো ছোটো মন্দির ছিল, এগুলি এখন প্রায় সবষ্ট ভেঙে-চুরে গিয়েছে ; প্রাকাবের বাইরের মন্দিরের সংখ্যা ছিল দেড় শ’র উপর । সমস্ত ধামটীর পশ্চিম দিকে Kali Opak ‘কালি ওপাকৃ’ ব’লে একটা ছোটে পাহাড়ে' নদী এ কে বেঁকে গিয়েছে । যবদ্বীপে ব্রাহ্মণ্য ধৰ্ম্মের এই অতি অপূৰ্ব্ব শিল্পসম্পদে প্রবাসী—ভাদে, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড অতুলনীয় পীঠস্থান দেখে বিস্থিত হ’য়ে যেতে হয় । আমাদের মোটর মন্দিরের সামনে রাস্তার এসে দাড়াল, আমর। ছোটো একটা দেয়াল পেরিয়ে, বাইরের প্রাকার দিয়ে ঢুকে, তিন সার ছোটো মন্দির গুলির ভগ্ন প্রস্তরস্তপের মধ্য দিয়ে ভিতরের প্রাকার পেরিয়ে, বড়ো তিনট মন্দিরের চাতালে এসে উপস্থিত হ’লুম। মাঝখানে শিবের বিরাট মন্দির দেখে একেবারে যেন অভিভূত হ’য়ে গেলুম। প্রাচীরের মধ্যেকার মন্দিরগুলির মাথার চড়েt ভেঙে গিয়েছে, চাতালের মধ্যে এদিকে ওদিকে সব বড়ো বড়ো পাথরের চাবড় পড়ে আছে । ডচ সরকাবের প্রত্ন-বিভাগ এই মন্দিরগুলির যতদূর সম্ভব জীৰ্ণোদ্ধারের চেষ্টা ক’রছেন । বড়ে বডে কপি-কল রয়েছে ; তাতে ক’রে মাটি থকে পাথর তুলে নিয়ে ঘথ-সম্ভব যথাস্থানে বসিয়ে দেওয়া হ’চ্ছে ; এই সকল পাথরের গা কেটে কেটে চিত্র উৎকীর্ণ থাকায় এই রকম সাজানে কাজটি কতকটা সহজ হ’য়েছে। পাশুটে রঙের পাথরের ভগ্ন স্তুপময় এই স্থানটি দেখে কিন্তু মনটি বড়ই উদাস হ’য়ে গেল । প্রাস্বানান শিবের মন্দিরের পাশ্বযুগ ও বিষ্ণুর মন্দির