পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ബ്ജകബ്. . . .-, -, তিনি পূৰ্ব্বপুরুষদের অনুসরণ করিতেন। সিটি কলেজেই তিনি প্রায় চল্লিশ বৎসর গণিতের অধ্যাপক ছিলেন । তাহার প্রণীত বীজগণিতের বহি পড়িয়া বিস্তর ছাত্র বীজগণিত শিথিয়াছে। পাশ্চাত্য ও ভারতীয় জ্যোতিষ বিজ্ঞানে তাহার গভীর ও বিস্তৃত জ্ঞান ছিল । গণিতের অধ্যাপনাতে র্তাহার খুব যশ ছিল । তিনি ছাত্রদের প্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন । ماہ۔۔مس۔ امیہ۔ -.*مہ .می. অধ্যাপক খুদা বখশ, পরলোকগত অধ্যাপক খুদা বখশ ব্যারিষ্টার এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ছিলেন । তিনি উত্তম ইংরেজী লিখিতে পারিতেন । কতকগুলি পুস্তকের লেখক ও অন্তবাদক রূপে র্তাহার প্রভূত পণ্ডিত্যের খ্যাতি আছে । তিনি রসিক এবং মিষ্টালাপা ছিলেন । তাহার স্বভাবে উৎকট সাম্প্রদায়িকতা ছিল না । ভারতীয় অধিকাংশ মুসলমানের সম্বন্ধে তিনি এই মৰ্ম্মের কথা লিপিয়াছিলেন, “আমরা হিন্দুদেরই মত ভারতীয়, আরব মোগল পারসীক আফগান তুর্ক নহি ; আমরা ইসলাম ধৰ্ম্ম গ্রহণ করিয়াছি, এই য। প্রভেদ ।” তাহার পিতা বাকপুরের বিখ্যাত বুদ বখশ লাইব্রেরীর সংস্থাপক । তাহার সাহাধ্যে ঐতিহাসিকদের গবেষণব BBB DDDBBS BBB BBBBB BB BBBCCSBBB S পণ্ডিত মোক্ষদাচরণ সমাধ্যায়া পুরলোকগত পণ্ডিত্ত মোক্ষদাচরণ সামাধ্যায়ী একদিকে যেমন বেদ দি শাস্ত্রে পণ্ডিত ছিলেন. অন্যদিকে তেমনি স্বদেশের স্বাধীনতাকামী ছিলেন । তিনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের যুগের মাস্থ্য ; তাহার রাজনৈতিক মত্ত ও অনেকট। উপাধ্যায়ের মত ছিল যাহার রাজনৈতিক কারণে একবারও জেলে যান নাই, পলিটিক্সের ম্যাঢ়ি ফুলেশ্যন পাসও তাহারা করেন নাই। এ হিসাবে, অন্ত অনেক লোকের মত, সামাধ্যায়ী মহাশয়কে পলিটিক্সের গ্র্যাড্রয়েট বল। যাইতে পারিত । বাঙালী মহিলার জাম্যান বৃত্তি প্রাপ্তি শ্রাবণের প্রবাসী’তে ৫৭৫ পৃষ্ঠায় লিখিয়াছিলাম, জামেনীর বিদ্বৎপরিষদের ভারতীয় বিদ্যোৎসাহক প্রতিষ্ঠান India Institute of Die Deutsche Akademie) ভারতীয়দের জগু যে কুড়িটি বৃত্তি অঙ্গীকার করিয়াছিলেন, তাহার মধ্যে দশটি দশ জন বাঙালী বিদ্যার্থী مbچ-سے 38 বিবিধ প্রসঙ্গ-কলিকাতায় বক্তৃতার রিপোর্ট ‘C) এবং একটি এক জন বাঙালী বিদ্যার্থিী পাইয়াছেন। ইনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডাক্তারী এম-বি পরীক্ষায় উত্তীর্ণ কুমারী মৈত্ৰেয়ী বস্থ । ইনি এখন . কুমারী মৈত্রেরী বঙ্গ চিত্তরঞ্জন সেবাসদনে কাজ করেন এবং শীঘ্ৰ জামেনী যাইবেন । সেখানে মুনিক বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় উচ্চতর শিক্ষা লাভ করিবেন এবং গবেষণা করিবেন । কলিকাতায় বক্তৃতার রিপোর্ট কলিকাতায় বাংলা দৈনিক ও ইংরেজী দেশী দৈনিক কাগজগুলিতে বক্তৃতার রিপোট যেরূপ বাহির হয়, তাহার প্রশংসা করা যায় না । প্রসিদ্ধ বক্তাদের এ বিষয়ে কোন দুঃখ আছে কি ন জানি না ; না থাকিতেও পারে । হয়ত তাহাদের বক্তৃতা রিপোর্টাররা যত্বপূর্বক লিখিয়া থাকেন। আমাকেও আজকাল মধ্যে মধ্যে বক্তৃত। করিতে হয়। এই বক্তৃতাগুলার বিন্দুমাত্রও মূল্য ন। থাকিতে পারে । তাহা হইলে, সেগুলার কোন রিপোর্ট বাহির না হইলে সেরূপ কোন দুঃখের কারণ হয় না,