পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ88 স্থায় পাওনা সেই টাকা তাহাকে দিলে তাহার দ্বারা অনেক বিদ্যালয় স্থাপন করা ও চালান যায়। তাহাতে কয়েক হাজার বেকার লোকের কাজ হইতে পারে। পাটণ্ডষ্কের টাকা ভারত গবন্মেণ্ট না দিলে আর একটা উপায় আছে। সামান্য সামান্য যুদ্ধে গবন্মেণ্ট বিশ-পচিশত্রিশ-চল্লিশ কোটি টাকা খরচ করেন। বঙ্গের শিক্ষার জন্য ঐ পরিমাণ টাকা ধার করিলেও ভাহা পরে শোধ হইয়া যাইবে । এইরূপ একটা বৃহৎ মূলধনের আয় হইতে অনেক বিদ্যালয় খোলা ও চালান যাইতে পারে । তাহাতে অনেক হাজার লোকের কাজ হইতে পারে । এই সকল বিদ্যালয়ে সাধারণ লেখাপড়া ছাড়া ছাত্রছাত্রীদিগকে রোজগারের কাজ কিছু শিখান চাই । তাহার যাহাতে নূনকল্পে নিজেদের ভাত-তরকারী, নিজেদের কাপড় উৎপন্ন করিতে পারে, তাহার ব্যবস্থা হইলে ভাল হয়। নিজেদের ডালভাত তরকারী নিজের উৎপন্ন করিতে পারা কম শিক্ষা নয় । அக்_. ব্যবসাবাণিজ্য ও শিল্পের কথা সম্প্রতি “বঙ্গবাণী” ও “আনন্দবাজার পত্রিকা"য় ঐযুক্ত যোগেশচন্দ্র মুখোপাধ্যায় বঙ্গের অন্তর্বাণিজ্যে বাঙালীর স্থান প্রভৃতি বিষয়ে যে-সব প্রবন্ধ লিখিয়াছেন, তাহার প্রতি সমাজহিতৈষী লোকদের দৃষ্টি পড়া উচিত। বাঙালী কৰ্শ্বকার, স্বত্রধর, চৰ্ম্মকার প্রভৃতি কারিগরদিগের অবনতি, ক্ষয় ও লয় নিবারণ একাস্ত আবশ্যক । সমস্ত ব্যবসাবাণিজ্য ও পণ্যশিল্প বাহিরের লোকদের হাতে চলিয়া গেলে তাহা সাতিশয় দুঃখ ও দুৰ্গতির কারণ হইবে । ৭ই শ্রাবণের “সঞ্জীবনী’তে নোয়াখালীর শিল্প ও বৰ্দ্ধমানের শিল্প সম্বন্ধে যাহা লেখা হইয়াছে, তাহা হইতে ঐ দুই জেলার অনেক তথ্য জানা যায়। প্রত্যেক জেলা প্রবাসী-ভাদে, ১৩৩৮ | [ ৩১শ ভাগ, ১ম খণ্ড সম্বন্ধে বিশেষজ্ঞদিগের দ্বারা এইরূপ প্রবন্ধ লিখিত হওয়া উচিত। পাটের দর উঠিতেছে না কেন ? এবৎসর গত বৎসরের অৰ্দ্ধেক জমীতে পাটের চাষ হওয়া সত্ত্বেও পাটের দর বাড়িতেছে না । তাহার কারণ, চাষীরা এত গরীব, যে, উচ্চ দরের প্রত্যাশায় তাহার মাল অবিক্রীত রাখিতে পারে না ; অন্য দিকে পাটের ক্রেতার ধনী এবং, আগে হইতে পাট অনেক কিনিয়া রাখায়, অপেক্ষা করিতে পারে । এ অবস্থায় পাট-উৎপাদকদের সভা (Jute Growers’ Association ) পাট-বিক্রয় সমিতিগুলি পুনৰ্ব্বার স্থাপন ও পরিচালনের যে প্রস্তাব গবন্মেণ্টের নিকট পাঠাইয়াছেন, তাই সমীচীন মনে করি। তাই। করিবার জন্য বাংলা সরকারের টাকা না থাকিলে, ভারত সরকারের টাকা দেওয়া উচিত। ভারভ সরকার এ পধ্যস্ত বাংলা হইতে পাট-শুস্ক স্থানকল্পে চল্লিশ কোটি টাকা পাষ্ট্রয় , থাকিবেন। পাট-বিক্রয় সমিতিগুলি আপাততঃ কৃষকদিগকে বৰ্ত্তমান দরে আগাম টাকা দিতে পারে, এবং পরে দর চড়িলে বিক্রার টাকা হক্টতে ঐ আগাম টাকা ফেরত পাছতে পারে। পাট-উৎপাদকদিগের সভা, ঋণগ্রস্ত কৃষকদিগের নিকট হইতে আপাতত: নিদিষ্ট কালের জন্য উত্তমণদের দ্বারা ঋণ আদায় আইন দ্বারা স্থগিত রাখার যে প্রস্তাব করিয়াছেন, তাহাও বিবেচনার যোগ্য । বিজ্ঞাপনদাতাদের প্রতি কাৰ্বিক মাসের প্রবাসী আশ্বিন মাসের তৃতীয় সপ্তাহের শেষের দিকে বাহির হইবে। অতএব নূতন বিজ্ঞাপনের কপি ১২ই আশ্বিনের মধ্যে আমাদের আফিসে পাঠাইয়া দিলে বাধিত হইব । বিজ্ঞাপন-কাৰ্য্যাধ্যক্ষ