পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ কিন্তু পাশে মেয়েটি একটু শব্দ করিয়া উঠিতেই আবার ঘুম ভাঙিয়া গেল। বাতাস দিবে বলিয়া হাত বাড়াইল । পাখার বদলে কাহারও হাতের মত কি যেন তার হাতে ঠেকিল । কনক তাড়াতাড়ি হাত বাড়াইয়া লণ্ঠনটি উজ্জল করিয়া দিল । দেখিল একটি লোক মেয়েটির গলা হইতে হারছড়া লইবার চেষ্টা করিতেছে। \লোকটির হাতখানা শক্ত করিয়া ধরিয়া “চোর’ বলিয়া कौस्क्लब করিতে গিয়াই কনক থামিয়া গেল। আলোতে পরিচিত মুখখান দেখিয়া চমকিয়া উঠিল। চাপাকণ্ঠে প্রশ্ন করিল, “তুমি –তুমিই চুরি করতে এসেচ ?” লোকটিও চিনিতে পারিল । তার মুখখানি ফ্যাকাশে হইয়া গেল। লোকটি জোর করিয়া আপনাকে মুক্ত করিবার চেষ্টা করিল। কনক লোকটির হাতখানা ধরিয়া বারাণ্ডায় লইয়া গেল। বলিল, “তোমার একটু লজ্জা হয় না ? ছিঃ ছিঃ ! তোমায় আমি পুলিসে ধরিয়ে দোবো!” লোকটি স্বামিত্বের দোহাই দিয়া বলিল, “আমাকে পুলিলে দেবে ? আমি না তোমার স্বামী ?” কনক কষ্টকণ্ঠে জবাব দিল, “স্বামীই বটে, কিন্তু আঞ্জ ত স্বামী হয়ে আসনি! চোর হয়ে এসেছ ! চোরকে আমি স্বামী ব’লে ভাবতেও পারিনে ! আমি তোমায় ঘৃণা করি ” 蠍 এত কথায়ও লোকটির মুখে কোন ভাবের পরিবর্তন হইল না । হয়ত কনকের কোনো কথাই তার অন্তরকে বিদ্ধ করিল না । কনক বিন্ধই করিতে চায় । বলিল, “দাড়াও -আমি চেচাই, সবাই তোমায় মেরে হাড় গুড়িয়ে দিকৃ, আমি আজ তাই দেখব ।” • লোকটির অসহ বোধ হইল। কাপড়ের নীচে হইতে একটি ঝকঝকে ছোরা বাহির করিয়া কনককে ভয় দেখাইয়া বলিল, “লীগ গির ছাড়,--নইলে ভাল হবে না - 繆 কনক , বলিল, “না, কিছুতেই না, আমি ছাড়ব না। তুমি আমাকে খুন ক’রে ফেলে,—তাই আমি ...] বেঁচে থেকে আমার কোনার শান্তি নেই।” প্রবাসী—বৈশাখ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড ८लांकठिं कन८कब्र झांड छ्हें८ड निद्दछन्त्र झांडथॉनि ছিনাইয়া লইয়া দীর্ঘ প্রাচীর টপকাইয়া পলাইয়া গেল । কনক কতক্ষণ সেখানে দাড়াইয়া থাকিয়া তার স্বামীর পলায়ন-কৌশলই দেখিল । তারপর টলিতে টলিতে ঘরের দিকে ফিরিয়া গেল । আসিয়া দেখিল তার পাশেই যে মেয়েটি গুইয়া ছিল সে দরজার কাছে দাড়াইয়া আছে। কনককে দেখিয়াই মেয়েটি প্রশ্ন করিল, ‘কে এসেছিল মাসীম৷ ” উত্তর দিতে গিয়া কনক থতমত খাইয়া গেল । ঠিক করিয়া গুছাইয়া উত্তর দিতে পারিল না। বলিল, “কই ? ন-কেউ নয়। চল শুইগে।” বলিয়া মেয়েটিকে এক রকম টানিয়া লইয়া বিছানায় শুইয়া পড়িল । মেয়েটি চুপ করিয়াই থাকিল। তার কাছে সবই যেন রহস্য বোধ হইল । পরের দিন সকালে উঠিয়৷ মেয়েটি সকলকে বলিয়৷ দিল,—কে যেন শেযরাতে আসিয়াছিল, কনক অনেকক্ষণ তাহার কাছে দাড়াইয়া ছিল। কি যেন কথাবাৰ্ত্তাও হুইয়াছে । সকলেই কনককে নানাপ্রকার প্রশ্ন করিল। কনক বলিল, “কি যে বল তোমরা তার ঠিক নেই। একটা শব্দ শুনে রাতে একবার বাইরে গিয়েছিলাম, দেখলাম ८कखे नग्न ” g কিন্তু কাহারও বিশ্বাস হইল না। কথাটা অবিলম্বে রাষ্ট্র হইয়া পড়িল । - কনকের সাক্ষাতে আসাক্ষাতে তাহার চরিত্র সম্বন্ধে নানারূপ সমালোচনা চলিতে থাকিল। ব্যাপারটা অত্যন্ত হীন রূপ ধারণ করিল। বাড়িতে মস্ত কোলাহলের স্বষ্টি হইল । শেষে সমস্তই বরপক্ষের কানে গিয়া পৌছিল। তাহারা এই মায়ের মেয়ে লইতে কিছুতেই রাজী, इझेल नां । | তাহাজের ছেলে লইয়া তাহারা দেশে ফিরিয়া গেল । কনক মুহমান হইয়া পড়িল। এরূণ যে হইবে, তাহ স্বপ্নেও সে কল্পনা করে নাই । ... দুঃখ রাখিবার যেন স্থান