পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথযাত্রী ফেরে ঘরে, বুঝি রাজি আসে ছড়ায়ে উন্মুক্ত কেশ অনস্ত আকাশে, অরণ্যের মৰ্ম্ম প’রে সেই কেশছায় পড়ে উতল হিল্লোল তরঙ্গে তরঙ্গে লাগে দোল সে ক্ষুব্ধ তরঙ্গকোলে মুদিত নয়নে দোলে মুণালিনী ক্ষীণ, স্বপ্নময় তার-জ্যোতি রবি দীপ্তিহীন । আনন্দে অপার বেপথ পল্লবে নামে ঘন অন্ধকার, অরণ্য পৰ্ব্বতময় আধারে রচিত হয় নবমুগ্ধ মায়া । নীল অম্বুরাশি কোলে ঘন ঘোর হয়ে দোলে মায়াময় ঘন বনচ্ছায়া । নাহি মেলে তল, সে আঁধারে আশ্রময় ব্যথিত হৃদয়ে রয় দুথিনী কমল । তবু থাকে আশা তবু আলোকের লাগি পরম পিপাসা হুকোমল ব্যথাময় মুগ্ধ হৃদিতল নিমেষে করিয়া দেয় স্বগন্ধ উতল, সে মুগন্ধ মধুময় পল্লবে পল্লবে রয় 8 جیسے د?چ ঐমৈত্রেয়ী দেবী আঁধারের নেশা করে দূর আশাভর বিরহের ব্যথায় মধুর। সিক্ত নদীতটপাশে জাকুল হইয়া আসে নিশীথের হাওয়া । সে বাতাসে হিমময় কমলের মনে হয় দিনের আলোতে তারে কাছে যাবে পাওয়া । সে রাত প্রভাত হয় না জানি কখন স্বরভিত কুস্কমের আলোকিত বন । কমলের চিত্ত হ’তে উদ্বেলিত স্বথ সে অরুণরাগে হয় প্রকাশ-উন্মুখ । হৃদয়ের গাথায় গাথায় এই উচ্ছসিত রাগে তবু কোন দ্বন্দ্ব লাগে উন্মোচিত নয়নের পাতায় পাতায় । - নিশীথেরি ছায়ার সমান এ আলো বিছান হয় রবি বহু দূরে রয় মাঝে তারি অালোকের তপ্ত ব্যবধান করে ছল ছল সে নব রবির করে দোলে কি পাতার পরে দুখিনী কমল । , দিনের আলোতে আর নাছি ব্লয় আশা, . চরম বিরহে জাগে পরম পিপাসা।