ዓ• প্রবাসী-বৈশাখ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড অবস্থা হইয়া দাড়াইয়াছে । জাতীয় চরিত্রের দোষগুলি আলোচনা করিতে ৰুরিতে আমাদের ভিতর সেই দোযগুলি জন্মিয়াছে । জন্ম হটতে শিশুর কানে এই মন্ত্ৰ দিয়া আমরা তাহার নিজের উপর এবং স্বজাতির উপর বিশ্বাস, শ্রদ্ধা নষ্ট করিয়া ফেলিয়াছি । ইহার ফলে এই দাড়াইয়াছে যে, সঙ্ঘবন্ধ হইয়া কোনো পড় কাজ বাঙালী করিতে পারিতেছে না । পুৰ্ব্বে ব্যবসা সীমাবদ্ধ ছিল গ্রামে এবং তাহার পাচ-দশ মাইল মধ্যে, তারপর প্রদেশে, প্রদেশ ছাড়াইয়া সমস্ত দেশে, এখন দেশের সীমা ছাড়াইয়া সমস্ত মহাদেশে ইহা পরিব্যাপ্ত হইয়াছে । পুথিবীর অন্যান্ত দেশের সহিত আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ হইয়াছে। নূতন নূতন আবিষ্কারে সময় এবং দূরত্ব অন্তৰ্হিত হইয়াছে। টেলিগ্রাফ, টেলিফোন, দ্রুতগামী জাহাজ, এরোপ্লেন ইত্যাদিতে এক দেশ হইতে অন্ত দেশে মালসম্ভার সস্তায় এবং ক্ষিপ্রগতিতে লইয়৷ যাইতেছে । আজ ভারতের তুলা, গম ইত্যাদির দর নিরূপণ হইতেছে ম্যাঞ্চেষ্টার এবং লিভারপুলের দামের উপর। যদি মিশর এবং আমেরিকায় প্রচুর তুলা উৎপন্ন হয় তাহা হইলে ভারতবর্ষের তুলার দামও সেই অনুপাতে কম-বেশী হয়। মোট কথা এই যে, ক্ষেত্ৰজাত এবং খনিজ পদার্থের মূল্য পৃথিবীর সব স্থানেই প্রায় একপ্রকার, কেন-না—পাউগু-প্রতি ধরিলে মালের ভাড়া এত কম যে, কোনো স্থানের দর বেশী হইলে সহজেই অন্ত দেশ হইতে মাল আমদানি করা शाग्न । यश्न बाक्जा-बालिँछा वास्त्रसंोडिक झ्हेब्राहक्क তখন ঘরোয়া ব্যবসায়ে প্রতিযোগিতা করা কষ্টসাধ্য । ইহার দুইটি প্রধান কারণ, প্রথমতঃ, আজকাল ব্যবসায়ে এত বেশী টাকার প্রয়োজন হয় যে, অত টাৰা একজনের নিকট প্রায়ই থাকে না, থাকিলেও তাহারা সব টাকা এক ব্যবসায়ে ফেলা যুক্তিকর মনে করেন না। দ্বিতীয়ত, এই সব কাজে নিজের অভিজ্ঞতা ছাড়া অনেক অভিজ্ঞ नारकब्र जशबडांब अtब्रायन श्छ। eांबई cमथ बांद्र যে, ব্যবসা-বুদ্ধি উত্তরাধিকারী সুত্রে অবতরণ করে না। ’ অনেকে গোমস্ত দিয়া সে ক্রাট সংশোধন করিতে চেষ্ট৷ করেন, কিন্তু যে-পৰ্য্যন্ত না লে লাভ-লোকসানের অংশী হয়, সে-পৰ্য্যস্ত তাহার নিকট হইতে উপযুক্ত কাজ পাওয়া शांच्च न । uहेछछहे चांछकांण ८शैथंaषांलौटङ जशरष्ठ বড় বড় শিল্প এবং বাণিজ্য পরিচালিত হইতেছে। বাংলা দেশে এইরূপ কোম্পানীর অভাব নাই। কিন্তু অধিকাংশ স্থলেই উপযুক্ত মূলধনের অভাবে, দক্ষ পরিচালকের অভাবে, এবং সৰ্ব্বোপরি ব্যাঙ্কের সাহায্যের অভাবে তাহারা যথেষ্ট উন্নতি লাভ করিতে পারিতেছে না । ইহার ফলে বিদেশী এবং অবাঙালীর সহিত প্রতিযোগিতায় বাঙালী ব্যবসাক্ষেত্রে দাড়াইতে পারিতেছে না। বড় বাঙালী ব্যবসায়ী, বিদেশী এবং অবাঙালী ব্যাঙ্কের সাহায্য পাইয়া থাকেন, কিন্তু যাহার ছোট ব্যবসায়ী উহাদের দাড়াইবার স্থান নাই। অথচ দেশে শিল্প ও বাণিজ্যের উন্নতি ন হইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারময়। প্রত্যেক দেশেই বেশীর ভাগ লোক শিল্প ও বাণিজ্য দ্বারা প্রতিপালিত হয়, সরকারী চাকুরি কিংবা আইন এবং চিকিৎসা ব্যবসা দ্বারা অধিকসংখ্যক লোক প্রতিপালিত হয় না। ইংরেজী শিক্ষার দিন হইতে বঙ্গদেশে সরকারী চাকুরির উপর এত বেশী ঝোক দেওয়া হইয়াছে যে, আমাদের ছেলেদের জীবনের প্রধান ব্রত হইয়া দাড়ায় সরকারী চাকুরি লাভ করা। সরকারী চাকুরিতে নির্দিষ্ট-সংখ্যক লোকই প্রতিপালিত হইতে পারে, তাহাতে দেশের অল্প-সমস্যা মিটিতে পারে না । এই যে আজকাল ভদ্রলোকদের বেকার-সমস্ত লইয়া কল্পনা-জল্পনা চলিতেছে তাহার সমাধান কি করিয়া হইতে পারে ? কেহ কেহ বলিতেছেন, ভদ্রলোকেরা यप्ति जांत्रण थांब्र१ क८ब्रन, डांश श्रण ७३ जमश धिष्ठिा যাইবে । কিন্তু তাহা কি সম্ভব ? বাংলা দেশের লোক ংখ্যার অনুপাতে বিন্জাৰাদি জমির পরিমাণ বেশী नरश् । याशब्रा कोष करब उांशप्नबू छबिब्र चाब्रडन এত ক্ষুদ্র যে, ভদ্বারা তাহাদের জীবিকানিৰ্ব্বাহ হয় না। এইস্থলে ভদ্রলোকেরা যাইয়া কি করিবে ? স্বন্দরবনের भङ छ्हे ७क, शांटन चधि चांबांन कब्रिञ्च छांवबांग कब्रां যাইতে পারে, কিন্তু তাঁহাতে কতজন ভজলোকের সংস্থান হইতে পারে ? এই বিষয়টি ভাৰিয়া দেখিবার ●थ८ब्रांछन । चांदबानब्र · बनवउँौं इहेब Back to the
পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।