१३ প্রাণী—বৈশাখ, ১৩৩৮ t৩১শ ভাগ, ১ম খণ্ড যে, এই ব্যান্ধে ফেল হইবার তাহার পরিপার্শ্বিক ঘটনায় বাঙালীর চরিত্রে যে কালিম লিপ্ত হইয়াছে তাহা কোনকালে মুছিবার নয়। যদি তাহাই হয় তবে বাঙালীর নাম এ দেশ হইতে লুপ্ত হইবে। তাহাতে ছুঃখ করিবার কিছুই নাই। কিন্তু আমি মনে করি না যে, বাঙালীর এখনও এতদূর অধঃপতন ঘটিয়াছে। আজও বাঙালী রাজনৈতিক ক্ষেত্রে অসম সাহস ও চরিত্রবলের পরিচয় দিতেছে । চাই আমাদের শিক্ষা-পদ্ধতির পরিবর্তন, চাই আমাদের লক্ষ্য স্থির করা। এই যে শত সহস্র যুবক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করিতেছে তাহাতে কি তাহারা জীৰিক উপার্জন করিতে সমর্থ হইতেছে ? আল্পসংখ্যক ছাত্র ছাড়িয়া দিলে, বেশীর ভাগই শিক্ষার উদ্দেশে শিক্ষা করে না । শুধু আমাদের দেশে নয়, সব দেশেই এই অবস্থা । তাহারা পরীক্ষায় পাস করিয়া কি করিবে, কোথায় ধাইবে স্থির করিতে পারে না, যেখানে যায় সেখানেই প্রবেশ অবরুদ্ধ । ইহাতে মন দমিয়া যায়, নিজের উপর বিশ্বাস হারায় এবং স্বাধীন জীবিকা উপার্জনের অধ্যবসায় ও দৃঢ়তার হ্রাস হয়। এমনি করিয়াই কি কালস্রোতে দেশের ভবিষ্যৎ ভাসিয়া যাইবে ? বাঙালী কি নিজের দোষে পৃথিবী হইতে তাহার নাম লুপ্ত করিয়া দিবে ? স্বদেশী আন্দোলনের সময় হইতে ধরিলেও আমরা আজ কত পশ্চাতে পড়িয়া রহিয়াছি । মায়ের দেওয়া মোটা কাপড় পরিল বাঙালী, লাভ করিল বোম্বাই এবং আমেদাবাদের মিলের মালিকেরা ! স্বদেশীর জন্ত স্বাৰ্থত্যাগ বাঙালী যত করিয়াছে, তত অল্প কেহ করিয়াছে কি ? অথচ সেই অনুপাতে বাঙালীর শিল্প, ব্যবসায় কোথায় ? যতদিন পৰ্য্যন্ত বাঙালীর মুখ্য অভাব ব্যাঙ্ক-প্রতিষ্ঠা না হইবে ততদিন পৰ্য্যন্ত আমাদের উন্নতির আশা নাই । ভারতের প্রত্যেক প্রদেশে বড় বড় দেশীয় ব্যাঙ্ক গঠিত হইয়াছে, এখানে কেন হইতেছে না ? প্রতিষ্ঠাবান এবং উপযুক্ত বাঙালী ব্যবসায়ীর অভাব নাই এবং ব্যাঙ্কিং বিষয়ে অভিজ্ঞ লোকেরও অভাৰ নাই । ईशब्रा भिजिष्ठ इहेब कि जडङः ७क िबफ़ बाक न*न করিতে পারেন না 7 ব্যক্তিগতভাবে নিজেদের ঐশ্বৰ্য্য তাহারা সংগ্ৰহ করিতে পারেন, কিন্তু তাছাতে দেশের ৰি উপকার হইৰে ? ৰে দেশের শতকরা পচানব্বই জন অর্থহীন, সেই দেশের ভবিষ্যৎ অন্ধকারময়। ছিদ্রান্বেষণ । অনেক হইয়াছে, আমাদের দোষের তালিকায় দেশ ছাইয়া গিয়াছে, এখন সময় আসিয়াছে আমাদের আত্মমর্য্যাদা cदां५ छांगंtझेदांग्न । वाॉ८कब्र अफ़्लङांब्र छछ शांश <थ८ब्रायन তাহা কর, উন্নত চরিত্র, প্রতিষ্ঠাবান, অর্থশালী লোকের বিশ্বাসভাজন, এইরূপ লোক বাছিয়া ব্যাঙ্কের ডিরেক্টর কর, ব্যাঙ্কের কাৰ্য্যে কুশল, অভিজ্ঞ ও চরিত্রবান বক্তিদিগের উপর পরিচালনার ভার দাও, তাহা হইলে দেখিবে যে একটি স্বধৃঢ় ও আদর্শস্থানীয় ব্যাঙ্ক গঠিত হইবে। এইরূপ একটি ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হইলে আরও ব্যাঙ্ক প্রতিষ্ঠা লাভ করিবে । ব্যাঙ্কের প্রতিষ্ঠার সঙ্গে ব্যবসা ও বাণিজ্যের উন্নতি হইবে। যাহারা রাস্তা খুজিয়া পাইতেছে না তাহার রাস্তা পাইবে, বাংলার ঐ আবার ফিরিয়া আসিবে। রাজনীতিক্ষেত্রে যে আলোচনা চলিতেছে তাহার ফলে আশা করা যায় যে, অচিরে আমাদের হাতে শাসনক্ষমতা অনেকটা আসিবে, তখন ব্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িবে । সেই সময়ের জন্ত এখন হইতে প্রস্তুত হওয়া প্রয়োজন । রাজনীতিতে লোকের পেট ভরিবে না, দেশের প্রত্যেক নর-নারীর যাহাতে উদরাক্সের সংস্থান হয় তাহাই করিতে হুইবে । ব্যবসা ও বাণিজ্যের উন্নতি ছাড়া কিছুতেই তাহা হুইবে না। আজ জাতি যখন জীবন-মরণের সন্ধিস্থলে আসিয়া দাড়াইয়াছে তখন সকলেই এই বিষয়ে চিন্তা করুন, শুধু চিন্তা করিলে চলিবে না, রাস্ত নিদর্শন করুন। বাঙালী মরিতে বসিয়াছে, তিল তিল করিয়া তাহার জীবনীশক্তি ক্ষয় হইতেছে, তাহাকে বাচাইতে হইবে । আমাদের डिङब्र चांचावित्रांन जांशाहेटङ इहेष्व । बूवाहेष्ठ इहेटव ষে, সব বাঙালী প্রতারক বা চোর নহে। আমাদের धcथा बाबनाcचक८ख बैंiरुiब्रां 6थडिछे लाख कब्रिञ्चां८छ्न डीशविभएकcनङ्ख् अश्न कब्रिप्ङ रहेटव । चगाधू जबर चयाबगान्नैौ ८णाएकच्च श८छ श्रृद्रि। चाबच्चा चाउँौव्र भांनणञ्चय शब्राहेबांश् ि॥ थांब चांबब्रा फे८*किङ । তাহারা ৰলিতে পারেন—ৰেশ ত আমরা ছপয়ল করিয়া
পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।