পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্য ] 6कांश्ण। ছেলেকে বলিল—এই হল ডোমার ঠাকুরদাদার গঁ, খোকা, ঠাকুরদাদার নামটা মনে আছে তো—বল তো বাবা কি ? কাজল হাসিয়া বলিল—শ্ৰীহরিহর রায়, আহ, তা কি আর মনে আছে ? অপু বলিল, ঐ নয় বাবা, ঈশ্বর বলতে হয়, শিখিয়ে দিলাম যে সেদিন – রাণুদির সঙ্গে দেখা হইল পরদিন বৈফালে । সাক্ষাতের পূর্ব ইতিহাসটা কৌতুকপূর্ণ, কথাটা রাণীর মুখেই শুনিল । রাণী অপু আলিবার কথা শোনে নাই,নদীর ঘাট হইতে বৈকালে ফিরিতেছে, বাশবনের পথে কাজল দাড়াইয়। আছে, সে এক গ্রামে বেড়াইতে বাহির হইয়াছে। রাণী প্রথমটা থভমত খাইয়া গেল—অনেককাল আগেকার একট। ছবি অস্পষ্ট মনে পড়িল—ছেলেবেলায় ওই ঘাটের ধারের জঙ্গলে ভরা ভিটাটাতে হরিকাকার বাস করিত, কোথায় যেন তাহারা উঠিয়া গিয়াছিল তারপরে । তাদের বাড়ীর সেই অপু না ?--ছেলে বেলার সেই অপু : পরক্ষণেই সামলাইয়ু লইয়। সে কাছে গিয়া ছেলেটির মুখের দিকে চাহিল-অপুও বটে, নাও বটে। ধে বয়সে সে গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছিল তার সে সময়ের চেহারাধান রাণীর মনে অঁfক। আছে কখনও ভুলিবে ন—সেই বয়স, অনেকটা সেই চেহারা অবিকল । রাণী বলিল—তুমি কাদের বাড়ী এসেছ থোকা ? কাজল বলিল-গাজুলীদের বাড়ী— রাণী ভাবিল গাঙ্গুলীরা বড়লোক, কলিকাতা হইতে কেহ কুটুম্ব আসিয়া থাকিবে, তাদেরই ছেলে । কিন্তু মামুষের মতও মানুষ হয় ? বুকের ভিতরটা ছাৎ কঞ্চিয়। উঠিয়াছিল একেবারে । গাজুলীবাড়ীর বড় মেয়ের নাম করিয়া বলিল—তুমি বুঝি কাছুপিসির নাতি ? কাজল লাজুক চোখে চাহিয়া বলিল-কাছপিসি কে জানিনে তো ? আমার ঠাকুরদাদার এই গায়ে বাড়ী ছিল— র্তার নাম vহরিহর রায়-আমার নাম শ্ৰীঅমিতাভ রায় । यिन्बtछ e चांमएमा ब्रांशैौब्र भ्रश्न भिग्ना क५। याश्ब्रि এপরাজিত । হইল না অনেকক্ষণ, সঙ্গে সঙ্গে একটা অজানা ভয়ওঁ হইল । রুদ্ধনিঃশ্বাসে বলিল তোমার বাবা-খোকা -- ; কাজল বলিল -বাবার সঙ্গেই তে কাল এলাম । গাজুলীবাড়ীতে এসে উঠলাম রাত্রে। বাবা ওদের বাইরের ঘরে বসে গল্প করচে, মেলা লোক দেখা করতে এস্নেচে কি না, তাই । রাণী দুই হাতের তেলোর মধ্যে কাজলের সুন্দর মুখখানা লইয়া আদরের স্বরে বালল-খোকন, খোকন, ঠিক বাবার মত দেখতে—চোখ দুটি তে। অবিকল ! তোমার বাবাকে এ পাড়ায় ডেকে নিয়ে এস খোকন । বগ গে রাণুপিলি ডাক্‌চে। সন্ধ্যার আগেই ছেলের হাত ধরিয়া অপু রাণীদের বাড়ী ঢুকিয়া বলিল –কোথায় গেলে রাখুদি, চিনতে পার .--রাণী ঘরের ভিতর হইতে ছুটিয়া আসিল, অবাক হইয়া খানি কক্ষণ তাহার দিকে চাহিয়া রহিল, বগিল—মনে করে যে এলি এতকাল পরে ?--ত ও’পাড়ায় দিয়ে উঠলি কেন ? গাজুলীরা আপনার লোক হ’ল তোর ?-- পরে লীলাদির মত সেও কাদিয়া ফেলিল । কি অদ্ভুত পরিবর্তন ! অপুও অবাক হইয়। দেখিতেছিল, চোদ্দ বছরের সে বালিকা রাণুদি কোথায় ! বিধবার বেশ, বাল্যের সে লাবণ্যের কোনো চিহ্ন না থাকিলেও রাণী এখনও স্থনরী—কিন্তু এ যেন সম্পূর্ণ অপরিচিত, শৈশব-সঙ্গিনী রাণুদির সঙ্গে ইহার মিল, কোথায় ?---এই সেই রাণুদি -“সে কিন্তু সকলের অপেক্ষ, অশ্চিয় হইল ইহাদের বাড়ীটার পরিবর্তন দেখিয়া । ভুবন মুখুয্যের ছিলেন অবস্থাপন্ন গৃহস্থ, ছেলেবেলার সে আট দশটা গোল, প্রকাগু চণ্ডীমণ্ডপ, গঙ্কবাছুর, লোকজনের কিছুই নাই । চণ্ডীমণ্ডপের ভিট। মাত্র পড়িয়া আছে, পশ্চিমের কোঠা ভাঙিয়া কাহারা ইট লইয়া গিয়াছে—বাড়ীটার ভাঙা, ধলা, ছন্নছাড়া চেহারা, এ কি অদ্ভুত পরিবর্ভন ! রাণী সজাঁচোখে বলিল—দেখচিল কি, কিছু নেই श्राद्र ! भी बांदा भाब्रl cश:णन, प्लेष्ठ, भूफ़ौम ७ब्राe. গেলেন, সতুর মা-ও মারা গেল, সতু মাছৰ হ’ল না তো, এতদিন বিষয় ধেচে বেচে চালাচ্চে । আমারওঁ—