M"_众 o に、 o ভারতবর্ষ ভারতবর্ষে ধঙ্গি বাণিজ্য ( ১৯৩০ )— ১৯৩০ সনের ভারতবর্মের বহির্বাণিজ্যের হিসাব সম্প্রতি বাছির হইয়াছে। ১৯২৯ সনের তুলনায় এ বৎসর আমদানী চৌধটি কোটি টাকা এবং রপ্তানি সত্তর কোটি টাঞ্চা হ্রাস হইয়াছে । ১৯৩৯ সালে বিদেশী বস্ত্র আমদানী হুইয়াছে ১২৫-৪ কোটি গজ, মুলা ২৯৯৩ কোটি টাকা পূৰ্ব্ব বৎসরের তুলনায় ৬৬ কোটি গঞ্জ এবং ২১ ৫৩ কোটি টাকা কম। কলিকাতা ইণ্ডিয়ান চেম্বার অফ কমনস-এর সেক্রেটারি খ্ৰীযুক্ত এমৃ-পি, গান্ধীর হিসাবমতে ভারতবর্ষে ১৯২৯-৩০ সনে দেশী ও বিদেশী কাপড়ের কাটুতি হইয়াছিল ৫৪৮ ৬ কোটি গজ । এই হিসাব সম্পূর্ণ সত্য হইলে, বাৎসরিক প্রয়োজনীয় বস্ত্রের তিন-চতুর্থাংশষ্ট ভারতবর্ষে প্রস্তুত হইয়াঙ্কে বলিতে হুইবে । এ বৎসরে বিদেশী সুতাও ২.৮৭,৪৯.৯৪১ টাকা কম আমদানী হুইয়াছে । নিম্নলিখিত জিনিষগুলিও কম আমদানী হইয়াছে। মোটর গাড়ীর আমদানী হ্রাস ১.৪৪.৯৮.২৭৯ টাকার, লেছযন্ত্রাদি ১.১৪,৮৫,৫৩ টাকার, কাচ এবং কাচের দ্রব্যাদি ৭২,৪৩,৬৮ টাকার, ইস্পাত ১.৬,২৯,৪৮• টাকার, কাগজ as,৭৪,৮৯ টাকার, সিগারেট ৫৪.৪৬,৬৩২ টাকার এবং সাবান ৩১,৫৭,৪৪৬ টাকার । এ-বৎসর বিদেশ হইতে छूलांब जानशानो मष tन्नग्न cदली श्ब्राप्क : —"দি লীডার’ জামনগর রাজ্যে বিলাতী বস্ত্র বিক্রয় বন্ধ— ‘ষ্টেটসম্যান” পত্রে আমেদাবাদ হইতে জনৈক সংবাদদাতা জানাইয়াছেন যে, জামনগর রাজ্যের অধিপতি জামসাহেব এই মৰ্ম্মে এক জাদেশ জাপ্পী করিয়াছেন যে, তাহার রাজ্যে কেহ বিলাতী কাপড় বিক্রয় করিতে পাপ্লিবে না। এই আদেশের কারণ উল্লেখ করিয়া মহারাজা বলেন যে, উপহার প্রজাদের মধ্যে অধিকাংশ লোক তাহার রাঞ্জো বিলাতী কাপড় বিক্রয়ের বিরোধী । এমন কি রাজ্যের ব্যবসায়িअ५ -ाख ७३ अठारनशे । বর্তমানে তিন মাসের জন্য এই আদেশ জারী হইয়াছে। কেহ এই আদেশ অমান্ত করিলে তাছাকে শান্তি দেওয়ার ব্যবস্থা হইয়াছে । -छांनब्लवोक्कांद्भ চবৃথা প্রতিযোগি৬:-- মহাত্মা গান্ধী সৰ্ব্বোৎকৃষ্ট চরুথার গুপ্ত সম্প্রতি একলঙ্ক টাকা পুরস্কার ঘোষণা করিয়াছেন। গুজরাট বিদ্যাপীঠ, সবরমতী আশ্রম, আহমদাবাদ- এই ঠিকানায় চরথা প্রেরণ করিতে হুইবে । শেঠ অমৃতज्ञाल, बैंग्नुख व्चोझाम नृद्रप्रुाख्भ श्ाम यवः बैंग्नुख्। अषाडाई भूलझैान মেহতা বিচারক নিযুক্ত হইয়াছেন । এ-যাবৎ বিশটি নমুনার চরখ DDDBB DBB DBB S DDDD DD BBB BBDDDD না হওয়ায় পরিচালকগণ প্রতিযোগিতার সময় আরও বাড়াইয়t দিয়াছেন। যাহারা চরখা-প্রতিযোগিতায় যোগদান করিতে ইচ্ছুক তাহারা গুজরাট বিদ্যাপীঠ স্ব স্ব চরথার নমুনা প্রেরণ করিতে পারেন । স্বরাজের মূল নীতি— নিখিল ভারত জাতীয় কংগ্রেসের ৪৫তম করাচী অধিবেশনে অস্কাপ্ত প্রস্তাবের সঙ্গে নিম্নলিখিত প্রস্তাবটিও পাস হুইয়াছে। এই প্রস্তাবে স্বরাঞ্জের মূল নীতি বিঘোষিত হইতেছে — “এই কংগ্রেসের অভিমত এই যে, জনসাধারণের শোষণ বন্ধ করার জন্ত রাজনৈতিক স্বাধীনতার মধ্যে বুভূক্ষু জনসাধারণের প্রকৃত আধিক স্বাধীনতা থাকা চাই । কংগ্রেস স্বরাজ বলিতে যাহা বুঝে, জনসাধারণ যাহাতে তাহার মৰ্ম্মোপলব্ধি করিতে পারে, তজ্জন্ত তাঁহাদের বোধগম্য করিয়া কংগ্রেসের কথা স্পষ্ট করিয়া নির্দেশ করা বাঞ্ছনীয় । সুতরাং কংগ্রেস ঘোষণা করিতেছে যে, কংগ্রেসের তরফ হইতে যদি কোন রাষ্ট্রব্যবস্থা স্বীকুত হয়, তবে তাহাতে শিমুলিখিত ব্যবস্থাগুলি থাক চাই, অথবা স্বরাজ গবর্ণমেণ্টকে সে সমস্তু ব্যবস্থা করার ক্ষমতা দেওয়া চাই -- (১) সৰ্ব্বসাধারণের কতকগুলি অবিসম্বাদী অধিকার ঘোষণা : (ক) সমিতিবদ্ধ হওয়া । (খ) স্বাধীন মত ব্যক্ত করা এবং সংবাদপত্রের স্বাধীনতা । (গ) সাধারণের স্বনীতি ও শাস্তি নষ্ট না করিয়া যাহার যেরূপ অভিরুচি তাহাকে সেরূপ মত পোষণ করিতে এবং ধর্মের অনুসরণ করিতে দেওয়া। (ঘ) জাতি, বর্ণ বা ধর্শ্বের জন্ত কেহ কোন সরকারী চাকুরি' অধিকার বা সন্মান অথবা কোন ব্যবসায় বা বৃত্তির অনুসরণ করার অনধিকারী বিবেচিত হইবে না। (ঙ) পুরুষ-স্ত্রী নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও বাধ্যবাধকতা স্বীকার করা । (চ) সাধারণ রাস্ত কুপ এবং সাধারণের ব্যবহারযোগ্য সকল স্থান ব্যবহার কল্পিতে সকল লোকের সমানাধিকার । , (ছ) সাধারণের শাস্তিরক্ষার্থ গঠিত কতকগুলি নিয়মাধীনে সকলকে অস্ত্র রাখার ও ব্যবহার করার অধিকার দেওয়া । (২) ধৰ্ম্ম সম্পর্কে রাষ্ট্রের নিরপেক্ষত। ও শ্রমিকদিকে জীবনধারণোপযোগী মজুরী দেওয়া, সীমাবদ্ধ সময় খাটান, কৰ্ম্মস্থলের পবিত্রকা রক্ষা, মালিকের লোকসানে শ্রমিককে ক্ষতিগ্রস্ত হওয়া হইতে রক্ষা করা ; বাৰ্দ্ধক্য, রোগ এবং বেকার অবস্থায় জীবিকার ব্যবস্থা কশ । (8) लागझ बl &थाग्न मांग८फ़्ब्र अदइ! इ३८ठ अभिकप्रिं★क ক্ষা করা । (s) নারী শ্রমিকদিগকে রক্ষা করা এবং গর্ভাবস্থায় তাহাজের গুপ্ত যথোচিত ছুটির ব্যবস্থা করা।
পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।