পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] o ছত্রটি ঠিক স্মরণ নাই )—আমি জানি যে যাহাকে বাহ বলি তাহারও একটি বাহির আছে, যাহাকে অন্তর বলি তাহারও একটি মুস্তর আছে। সমস্ত বিশ্বতত্ত্ব জানার সঙ্গে সঙ্গে সেই অসীমের তত্ত্ব আরও স্ফুটতর হইবে । যেমন অধুনা বিজ্ঞানের দ্বারা হইতেছে। আত্মতত্ত্ব জানার ' সঙ্গে সঙ্গে সেই পরমাত্মতত্ত্ব" আরও বাক্ততর হইবে । “এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেন” এ ( t ) অনেক দিন হইতেই আমাদের দেশে দুইটি সাধনায় বিরোধ চলিতেছে—এক নিরাকার চৈতষ্ঠস্বরূপ ব্রহ্মের সাধনা, আর একটি বৈষ্ণব সাধনা অর্থাৎ রূপরসের নিবিড় উপলব্ধির ভিতর দিয়া অতীন্দ্রিয় রসস্বরূপের লীলাকে প্রত্যক্ষ করিবার সাধনা । কেবল তত্ত্বমাত্রসার সাধনায় শুষ্কতা আনে, কেবলমাত্র ভক্তি রসবিহবল সাধনায় মাদকতা আনে। এ দুয়ের মিলন চাই। কিন্তু সে মিলন তত্ত্বে হইলে চলিবে না । * জীবনে হওয়া চাই। রবীন্দ্রনাথের মধ্যে সেই দ্বন্দ্বের সমাধান আমরা দেখিবার জন্য প্রতীক্ষা করিয়া আছি । গীতিমাল্যের শেষ গান গুলিতে তাহার আভাস পাই । ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু । তোমার নামে বাজায় যার বেণু । পাষাণ দিয়ে বাধা বাটে এই যে কোলাহলের হাটে কেন আমি কিসের লেন্ডে এমু । কি ডাক ডাকে বসের পাতাগুলি কার ইসার তুণের অঙ্গুলি । প্রাগেশ অীমায় লীলাভরে থেলেন প্রাণের থেলাঘরে পাখীর মুখে এই যে খবর পেম । এ গান কোন ভক্ত বৈষ্ণবের রচনা হইতে পারিত । কিন্তু ইহার সঙ্গে সঙ্গে আর একটি গানের কয়েক ছত্র উদ্ধত করি। সে গানটি কোন মতেই কোন বৈষ্ণবের স্বারা রচিত হইতে পারিত না । 龜 ép তার জন্ত নাই গে। যে জাননো গড়া আমার অঙ্গ তার অণু পরমাণু গেল কত আলোয় সঙ্গ। ७ छांद्र जम्ल नोरें cशृ1 नांदें । ಇಳ್ದ! な") 薄路 聯 纜 囊 সে যে প্রাণ পেয়েছে পান করে যুগযুগান্তরের স্তন্য ভুবন কত তীর্থঙ্গলের ধারায় করেছে তায় ধন্ত । ও তার অন্ত নাই গে৷ নাই । এই নরদেহ গড়িয়া উঠিবার অভিধ্যক্তির ইতিহাসের স্তরে স্তরে ধে ভগবানের আনন্দলীলা বিরাঞ্জিত তাহ। উপলব্ধি করা এ কালের কুবিভিন্ন আর কোন কালের কবির দ্বারা সম্ভাবনীয় ছিলন। ভগবানের অসীম আনন্দকে সীমারূপের মধ্যে • নিবিড় করিয়া উপলব্ধি বৈষ্ণব কবির মধ্যে আমরা দেখিয়ছি। আবার সেই সীমারূপকে অসীম দেশে ও অসীম কালে ব্যাপ্ত করিয়া সীমার মধ্যে অসীমতাকে প্রত্যক্ষরূপে উপলব্ধি একালের ভক্তকবিদের মধ্যে দেখিতেছি । ব্রাউনিংএর .Saul, cöffino Flower in the crannied wall, ব্লেকের “To see a world in a grain of sand’—4: শেষোক্ত উপলব্ধির কাব্যের নমুনা । ‘তার অন্ত নাই গে। যে আনন্দে গড় আমার অঙ্গ’ এই শ্রেণীর কবিতা । ইহা হুইটম্যান বা এডওয়ার্ড কাপেন্টার লিখিতে, পারিতেন। এ কাব্য এভোলুশনে, জীবলীলার কাব্য। গীতিমল্যের সম্বন্ধে আমার আলোচনা শেষ করিলাম। গীতিমালোর পরে আমরা আর কি গুলিব ? কিন্তু কবির প্রার্থনা তো আমরা জানি ঃ– সুরে সুরে বঁাশি পুরে cश्वicझ ७५f८ब्री श्रt८ब्रॉ ख{{cग्न प्रj७ उiन । BBBB BBBB BBB SKYK BBBS BB BSB BBBBB রহিলাম । শ্ৰী অজিতকুমার চক্রবর্তী ।

  • ধৰ্ম্মপাল

ষষ্ঠ পরিচ্ছেদ নগরে প্রবেশ করিয়া পুরুষোত্তম ও নন্দলাল কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া দাড়াইয়া ছিলেন, তাহার। চক্রায়ুদ্ধকে লইয়া কোথায় যাইবেন তাহ স্থির করিতে পারিতেছিলেন না । নগরবাসী তখনও স্বযুপ্তিময়, স্বর্য্যোদয়ের তখনও বিলম্ব আছে, চির প্রথানুসারে স্বর্ধ্যোদয়ের পূৰ্ব্বে প্রাসাদের