পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংল্প সংখ্যা ? নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে. পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জলে উৰ্দ্ধ-পানে ॥ ১২ ভাদ্র, সুরুল । q এক হাতে ওর কৃপাণ আছে অার এক হাতে হার । ও যে ভেঙেছে তোর দ্বার । আসেনি ও ভিক্ষা নিতে, লড়াই করে” নেবে জিতে পরাণটি তোমার । ও যে ভেঙেছে তোর দ্বার । মরণেরে পথ দিয়ে ঐ আসচে জীবন-মাঝে, ও যে আসচে বীরের সাজে । আধেক নিয়ে ফিরবেন। রে যা আছে সব একেবারে করবে অধিকার । ও যে ভেঙেছে তোর দ্বার ॥ ১৪ ভtঞ্জ, সুরুল । @ 切 ঐ যে কালো মাটির বাস। শু্যামল সুথের ধরা— এইখানেতে আঁধার আলোয় স্বপন-মাঝে চর । এরি গোপন হৃদয়-পরে ব্যথার স্বৰ্গ বিরাজ করে দুঃখে-অালো-করা । বিরহী তোর সেইখামে যে একলা বলে থাকে – হৃদয় তাহার ক্ষণে ক্ষণে মামটি তোমার ডাকে । গীতিগুচ্ছ । 鲇 4 ه ه দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে সুধায় সুধার ভর। ॥ ১৬ ভাদ্র সন্ধ্যা, সুরুল । సె যে প{কে থাকুন দ্বারে, ধে যাবি যা ন পারে। যদি ঐ ভোরের পার্থী তোরি নাম যায়রে ডাকি, এক তুই চলে য। রে । কুঁড়ি চায় আধার রাতি শিশিরের রসে মাতি’ । ফোটা ফুল চায় না নিশা, প্রাণে তার আলোর তৃষ৷ কঁদে সে-অন্ধকারে । ১৭ শুদ্রি সকfল, ক্রুল !

... & শুধু তোমার বাণী নয় গে1. হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিয়ো । সারা পথের ক্লাত্তি আমার সর দিনের তুষা _ কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশ । এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ! মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ে৷ ৷ হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার য। কিছু সঞ্চয় ।