পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eశ్రీ হাতখানি ঐ বাড়িয়ে আন, দাও গে। অামার হাতে, ধরব.তারে, ভরব তারে, রাখব তারে সাথে,— একলা পথের চল্পী। অামার । করব রমণীয় । মাঝে মাঝে প্রাণে তোমার পরশথানি দিয়ে ॥ ১৮ ভাদ্র, শাস্তিনিকেতন । -

  • Y

মোর মরণে তোমার হবে জয় | যোর জীবনে তোমার পরিচয় । মোর দুঃখ যে রাঙা শতদল আজ বিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাধা রয়। মের ত্যাগে যে তোমার হবে জয়. aমার প্রেমে যে তোমার পরিচয়। মোর ধৈর্য্য তোমার রাজপথ সে যে লজিঘবে বন পৰ্ব্বত, মোর বীর্য্য তোমার জয়রথ তোমার পতাকা শিরে বয় ॥ ২২ ভাদ্র, সুরুল । శి না বঁIচাবে আমায় যদি মারবে কেন তবে ? কিসের তরে এই আয়োজন d এমন কলরবে ? অগ্নিবাণে তুণ যে ভরা, চরণভরে কাপে ধরা, জীবন-দণ তা মেতেছ যে মকুণ-মহোৎসবে । বক্ষ আমার এমন করে? বিদীর্ণ যে কর, উৎস যদি না বাহিরায় হবে কেমনতর ? প্রবাসী—জগ্রহায়ণ, ১৩২১ _ JJMMAJAMMMJJJAMMMJJAJJAAJ AMMJJJAAA AAAA AAAA AAAA BAAJAAJJAJAA AJJA AAJSJSSSJSJSS x_* ( [ :४* उाथ, ९झ १७ له هم خمسة ميج" بي ه- - এই যে আমার ব্যথার খলি জোগাবে ঐ মুকুটমণি— মরণ-দুখে জাগাব মোর জীবন-বল্পতে ॥ সুরুল হইতে শাস্তিনিকেতনের পথে ২৬ ভtট্র । f S) মালা-হতে-খসে-পড়া ফুলের একটি দল মাথায় আমার ধরতে দাওগো ধরতে দাও, ঐ মাধুরী সরোবরের নাই যে কোথাও তল হোথায় আমায় ডুবতে দাওগে মরতে দাও ! দাওগো মুছে আমার ভালে অপমানের লিখা, নিভৃতে অজ বন্ধু তোমার আপন হাতের টীকা ললাটে মোর পরতে দাওগো পরতে দাও । বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবণে, শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও । পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে দীও গে। তাদের সরতে দাওগো সরতে দাও ! তোমার মহাভাণ্ডারেতে অাছে অনেক ধন, কুড়িয়ে বেড়াই মুঠ ভরে’, ভরে না তায় মন, অন্তরেতে জীবন আমার ভরতে দাও ॥ २१ ভাদ্র, সুরুল । ン 8 সামনে এর চায় ণ যেতে ফিরে ফিরে চায়, এদের সাথে পথে চলl छ्छ ठाiभlज्ञ 7ोंध्र । দুয়ার ধরে দাড়িয়ে থাকে, দেয় না সাড়া তোমার ডাকে, বাধন এদের সাধন-ধন ছিড়ত্বে যে ভয় পায় ।