পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিলেম খুলে । সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে। যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে সেখানে নয়, • যেখানে ঐ গ্রামের বধু আসে জলে সেখানে নয় । , যেখানে নীল মরণলীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরী দিলেম খুলে । এবার, বীণা, তোমায় আমায় আমরা এক1, অন্ধকারে নাইবা কারে গেল দেখ। কুঞ্জবনের শাখ হতে যে ফুল তোলে সে ফুল এ নয়, বাতায়নের লতা হতে যে ফুল দোলে সে ফুল এ নয় । দিশাহারা আকাশ ভরা সুরের ফুলে সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে ৷ গাশ্বিন, শান্তিনিকেতন । Հ8 তোমার কাছে এ বর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে । ২য় সংখ্যা ] জৈন মতে জীবভেদ ・ >o為 - ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ・ヘ・・ヘヘル・ペ*ヘヘヘペヘィいベ・・・ベ・ベいヘ ۶ × ۲ ، محب۔“ جبر ۔ ”حیہ ، "جی عمر-x_۶ ۔ جو ۔xعی-sمی জারামে যার আঘাত ঢাকা যেমনি নয়ন মেলি, যেন কলঙ্ক যার সুগন্ধ মাতার স্তম্ভমুখা-হেন নয়ন মেলে দেখল না সে নবীন জীবন দেয় গে৷ পুরে রুদ্রমুখের আনন্দ । গানের সুরে । মজল না সে নয়নজলে, সেথায় তরু তৃণ যত * পৌছল না চরণতলে, মাটির বাশি হতে ওঠে 鲁 তিলে তিলে পলে পলে • 剑 গানের भस्ट । ম’ল যেজন পালঙ্কে । আলোক সেথা দেয় গে। অানি ১৯ অধিন, শাস্তিনিকেতন । আকাশের আনন্দবাণী । ২৩ গানের সুরে ॥ এবার কুল থেকে মোর গানের তরী শাস্তিনিকে ওন । ঐরবীন্দ্রনাথ ঠাকুর । জৈন মতে জীবভেদ জৈনধৰ্ম্ম অতি প্রাচীন ধৰ্ম্ম । ইহার দর্শনবিচার অসাধারণ পাণ্ডিত্য- ও গবেষণাপুর্ণ। জৈনদিগের দর্শন, সাহিত্য, ন্যায়, অলঙ্কার আদির ঔৎকর্ষ ও সৰ্ব্বাঙ্গীনতার প্রতি বহু পাশ্চাত্য দার্শনিকগণের দৃষ্টি আকৃষ্ট হইয়াছে। কৰ্ম্মই দর্শনের প্রধান আলোচ্য বিষয় এবং জীবই কৰ্ম্মের ভোক্ত ! জৈনসুধীগণ জীবতত্ত্বের কিরূপ বিশ্লেষণ করিয়াছেন তাহাই এই ক্ষুদ্র প্রবন্ধের আলোচ্য বিষয়। অধুনা বিংশ শতাব্দীর বৈজ্ঞানিকগণ যেরূপ উদ্ভিদাদিতে c5zzin (sensation &c, 8 sfits ধাতুতে রোগাদির ( diseases &c) অস্তিত্ব ও ব্যাপকতা দশাইয়াছেন, জৈন মনীষীগণ খৃষ্ট শতাব্দীর বহুকাল পূৰ্ব্বে তক্রপ সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন। কৌতুহলী পাঠকবৃন্মের অবগতির জন্য তাহা সংক্ষেপে লিপিবদ্ধ করিবার প্রয়াস পাইতেছি । জৈন কেবলীগণ জ্ঞানমার্গে কতদূর উৎকর্ষতা লাভ করিয়াছিলেন তাহ অনায়াসে উপলব্ধি হইবে, এই জন্য জীবভেদের একটি নাম-লতা (chart) নিয়ে প্রদত্ত হইল ।