পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] নাট্যশাস্ত্রের আদর যে বহু প্রাচীন সময় হইতে চলিয়। আসিতেছে তদ্বিষয়ে সন্দেহ নাই । নাট্যকারগণের প্রভাব । মনুর সময়ে নাট্যকারগণের প্রভাব অত্যন্ত অধিক হইয়াছিল ও সমাজে বোধ হয় কোনরূপ অনিষ্ট হইতেছিল । সেইজন্য নাট্যব্যবসায়ীদের জঙ্গ সামাজিক দণ্ডের ব্যবস্থা করিতে মকু বাধ্য হইয়াছিলেন। মকুর ব্যবস্থায় ( তৃতীয় অধ্যায় ৫৫ শ্লোক ) কুশীলব ( নাটকীয় পাত্র ) অপাংক্তেয় ; শ্রাদ্ধাদি কার্য্যে ইহাদের নিমন্ত্রণ করা হইবে না । ( ৪র্থ অধ্যায় ২১৪ শ্লোক )—শৈলুষ ( নট )প্রদত্ত অল্প ব্রাহ্মণ গ্রহণ করিবেন না । ( ৪র্থ অধ্যায় ২১৫ শ্লোক )—রঙ্গাবতারকপ্রদত্ত অন্ন ব্রাহ্মণ গ্রহণ কfরবেন না । [ রঙ্গাবতারকস্ত ‘নটগায়নব্যতিরিক্তস্ত রঙ্গাবতারণ জীবিনঃ’–কুলুকভট্ট ; , অভিনয় করা যাহাদের পেশা তাহারা রঙ্গাবতারক ] (৮ম অধ্যায় ৬৫ শ্লোক)- কুশীলবের সাক্ষ্য অগ্রাহা । ৮ম অধ্যায়ের ৩৬২ শ্লোকে মকু আরও কঠিন শাস্তির ব্যবস্থা করিয়াছেন। মন্থসংহিত। অপেক্ষাও প্রাচীনতর গ্রন্থে [ কোটিল্যের অর্থশাস্ত্র-৩০০ খৃঃপূ] রঙ্গালয়ের উল্লেখ দেখিতে পাওয়া যায়। কৌটিল্যের সময়ে কুশীলবগণ এক প্রবল জাতি হইয়াছিল। তিনি ইহাদিগকে শূদ্ৰশ্রেণীভুক্ত করিয়াছেন। ইহার সময়েও “রঙ্গোপজীবী”. পুরুষ ও রঙ্গোপজীবিনী “গণিকা’র অস্তিত্ব ছিল * । ইহাদের সম্বন্ধেও কৌটিল্য iবশেষ ব্যবস্থা করিয়াছেন। অর্থশাস্ত্রের একটি প্রকরণের নাম "গণিকাধ্যক্ষ।” প্রাচীনকালে নাটক সমাজের উপর কিরূপ প্রভাব বিস্তার করিয়াছিল তাহার নিদর্শন অন্যান্য গ্রন্থেও প্রাপ্ত হওয়া যায় । ভরতের নাট্যশাস্ত্ররচনার কাল ; প্রায় ৬৫ বৎসর পূৰ্ব্বে কর্ণেল আউসলি সরগুজায় রামগড় পৰ্ব্বতে দুইটি বিচিত্র গুহার আবিষ্কার করেন। দুইটিতেই শিলালিপি উৎকীর্ণ ছিল । এ লিপি অশোকপ্রচারিত অক্ষরে লিখিত। শিলালিপি পাঠে জান৷ যায় যে ইহা কোন ঐতিহাসিক বা ধৰ্ম্মসম্বন্ধীয় “শাসন” » cựstmi–westig sanı sa-» Pittstă Asiatie Society* Journalএর “অক্টোবর” সংখ্যা দ্রষ্টব্য । সংস্কৃত নাটকের উৎপত্তি ও পরিণতি ১২১ নহে । ডাক্তার ব্লক্ (Dr. Bloch) এই গুহ্যদ্বয় দেখিতে যান ও শিলালিপি দেখিয়া ইহা নাট্যসম্বন্ধীয় বলিয়৷ মত প্রকাশ করেন । 哆 শিলালিপির লুপদখে’ শব্দ তিনি “অভিনয়-কুশল” বলিয়া ব্যাখ্যা করেন। একটি গুহার, মধ্যে তিনি একটি রঙ্গালয় দেখিতে পান । চিত্রারলী অস্পষ্টভাবে দেখা যাইতেছে ; প্রেক্ষকগণের উপবেশনের আসন সোপানাকৃতিভাবে গঠিত ; দৃশ্যপট ঝুলাইবার জন্য বংশদণ্ড রক্ষা করিবার গৰ্ত্ত প্রাচীরগাত্রে এখনও দেখা যায়। এইরূপ সৰ্ব্বাঙ্গসম্পূর্ণ রঙ্গালয় Dr. Bloch দেখিতে পান। • Dr. Bloch বলেন অন্ততঃ খৃঃ পূঃ দ্বিতীয় শতাব্দীতে উক্ত রঙ্গলয় নিৰ্ম্মিত ও শিলালিপি উৎকীর্ণ হইয়াছিল। f নাট্যশাস্ত্রের ২১ অধ্যায়ের ৮৮৮৯ গ্লোকে লিখিত. আছে— কিরাতবর্বরান্ধ শ্চি দ্রবুিড়া: কাশিকোশলাঃ। পুলিন দাক্ষিণাত্যাশ্চ প্রায়েণ ত্বসিতা: স্মৃতা: | শকাশ্চ যবনাশ্চৈব পাইবা বাহিলকাভ্রয়াঃ . প্রায়েণ গেীরা: কৰ্ত্তব্যt:– 象 . يلتقييپ কিরাত ও দক্ষিণাত্য জাতি প্রভৃতি যখন রঙ্গমঞ্চে প্রবেশ করিবে তখন তাহার কৃষ্ণবর্ণেরঞ্জিত হইবে । শক, যবন, . পাইব ও বাহলীকগণ গৌরবর্ণে রঞ্জিত হইবে । শক = Scythians ; WKR = Ionians ; of:{= Parthians ; বাহলীক = Bactrians । মকুসংহিতার দশম অধ্যায়ের ৪৪ শ্লোক

  • পুণ্ড,কাশ্চোণ্ড দ্রবিড়া: কাম্বোজ যবনা: শকা ।

পারদt: পহলবাশচীনা: কিরণত দরদাস্তথা | ইহার পূৰ্ব্বে ক্ষত্রিয় ছিল, ক্রিয়ালোপহেতু বৃষলত্ব &lig &#xico; I våde Pahlav ( Iranian Rix ) * = Parthava >{"? 5 = l’arthians. Nejjoț¢ Noldeke বলেন খৃষ্টীয় প্রথম শতাব্দীর পূৰ্ব্বে পালব শব্দের

  • Archaeologic it Annual Vol 2. Dr. Bloch of food ડiછેઃ ।

এই সঙ্গে শ্ৰীযুক্ত অসিতকুমার হালদারের মতও (প্রবাসী কাৰ্বিক, ১৩২১) বিচাৰ্য্য —প্রবাসীর সম্পাদক । † Asiatic Societf3 Journal Vol V. No. 9, 1909 মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের “নাটক" সম্বন্ধীয় প্রবন্ধ দ্রষ্টব্য ।