পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিলেন। একজন প্রতীহার আসিয়া নিবেদন করিল যে মহাপ্ৰতীহার বাউক বৌদ্ধাচাৰ্য্য নাগসেনের সহিত তোরণে অপেক্ষা করিতেছেন। তাহা ওনিয়া বাহুকধবল তদণ্ডে , সভামণ্ডপ পরিত্যাগ করিলেন। পরক্ষণেই নাগসেন ও বাউক অপর’তোরণ দিয়া সভামণ্ডপে প্রবেশ করিলেন । সিংহাসনের সম্মুথে দাড়াইয়। নাগভট্টকে অভিবাদন করিয়া মহাপ্রতীহার বাউক বলিলেন, “মহারাজাধিরাজ দাসাসুদাসের অপরাধ মার্জন করুন । আচাৰ্য্য নাগসেনকে বন্দী করিবার আদেশ পাইয়। আমি অশ্বারোহণে সৰ্ব্বাস্তিবাদীর বিহারে যাইতেছিলাম, পথে আচাৰ্য্য নাগসেনের সহিত সাক্ষাৎ হইল, তিনি কহিলেন, যে, তিনি স্বয়ং রাঙ্গদর্শনে আসিতেছেন, সেজন্যই তাহাকে বন্দী করি নাই।” নাগভট্ট তাহার কথায় কর্ণপাত না করিয়া নাগসেনকে জিজ্ঞাসা করিলেন, “আচাৰ্য্য, আপনি রাজসভায় আসিতেছিলেন কেন ?” নাগসেন –রাজদ্বারে নগরপালের বিরুদ্ধে অভিযোগ করিব বলিয়া । o নাগভট্ট —fক অভিযোগ ? নাগসেন –কল্য রাত্রিতে দুইজন ভিক্ষু নগরপালের আদেশে নগরে প্রবেশ করিতে পারেন নাই। নাগভট্ট —র্তাহারা কোথায় গিয়াছিলেন ? নাগসেন —গ্রামে গ্রামে ভিক্ষা করিতে । নাগভট্ট।—উত্তম, সে বিচার পরে হইবে, সম্প্রতি আমার নিকটে বৌদ্ধসঙ্ঘের বিরূদ্ধে একটি গুরুতর অভিযোগ আসিয়াছে । নাগসেন ।—কি অভিযোগ, মহারাজ ? নাগভট্ট। —কল্য মধ্যাহ্নে কান্যকুজরাজদূত মহারাজাধিরাজ ইন্দ্রায়ুধের নিকট হইতে পত্র লইয়। আমার নিকটে আসিতেছিলেন, নগরপ্রাস্তুে আপনি অথবা আপনার দলভূক্ত কোন ব্যক্তি রাজদূতকে মাদকমিশ্রিত পানীয় সেবন করাইয় তাহাকে জ্ঞানশূন্য করিয়া গোপনে সেই পত্র পাঠ করিয়াছেন। নাগলেন।—মহারাজ, ধৰ্ম্ম সৰ্ব্বত্র বিদ্যমান, সাক্ষী করিয়া কহিতেছি, অভিযোগ সম্পূর্ণ অসত্য। ধৰ্ম্ম ধৰ্ম্মপাল শৰ্ম্ম দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া পুনরায় আসন গ্রহণ • )అ) নাগভট্ট।--আপনারা নিরপরাধ তাহা প্রমাণ করুন । নাগসেন ।—ধিনি অভিযোগ করিতেছেন, তিনিই প্রথমে অপরাধ প্রমাণ করুন। • নাগভট্ট —উত্তম, কিন্তু প্রমাণ সংগ্ৰহ করিতে সময় লাগিবে। যতদিন বিচার শেষ না হয়, তুতদিন • আপনাদিগকে অবরুদ্ধ থাকিতে হইবে। • নাগসেন —আমাকে ? নাগভট্ট —কেবল আপনাকে নহে, গুজররাজ্যবাসী সমস্ত বৌদ্ধ ভিক্ষুকে । নাগসেন - প্রভূর ইচ্ছা পূর্ণ হউক । দশম পরিচ্ছেদ মণিদত্তের দান । শ্রাদ্ধান্তে মহারাঞ্জাধিরাজ ধৰ্ম্মপালদেব অলিন্দে বিশ্রাম করিতেছেন, গর্গদেব সমবেত ব্রাহ্মণগণকে যথোপযুক্ত দানে সন্মানিত করিয়াছেন। প্রাসাদের অপরপ্রান্তে মহাকুমার বাকৃপাল ও প্রধান রাজপুরুষগণ লক্ষ ব্রাহ্মণ- , ভোজনের আয়োজন করিতেছেন। . এই সুময়ে সন্ন্যাসী বিশ্বানন্দ ধীরে ধীরে অলিন্দে প্রবেশ করিলেন । ধৰ্ম্মপাল মুখাসনে বসিয়া করতলে কপোল ন্যস্ত করিয়া চিন্তা করিতেছিলেন । তিনি বিশ্বানন্দকে দেখিয় আসন ত্যাগ করিয়া দাড়াইলেন । বিশ্বানন্দ ধৰ্ম্মপালের নিকটে আসিয়া অফুটম্বরে কহিলেন, “ধৰ্ম্ম, তুমি অল্প সন্ধার পরে অন্তঃপুরে যাইও না ।” সম্রাট বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “কেন, প্রভু ?” o “অদ্য সন্ধ্যার পরে তোমাকে একস্থানে লইয়। যাইব ।” “কোথায় প্রভু ? অদ্য শ্রীদ্ধের দিন, অঙ্গ গ্রামান্তরে যাওয়া নিষেধ, নদীপার হওয়া ও নিষেধ ।” "গ্রামান্তরে যাইতে হইবৈ না, নদীও পার হইতে হইবে না।” “তবে কোথায় লইয়ু যাইবেন, প্ৰভু ?” “এই নগরে ৷” “এই নগরে ?”