পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>brbr আছে, কেহল কোথাও বেড়ার উপর বসিয়া আছে, কেইবা কাফিথানায় গল্পগুজব করিতেছে—পথে ঘাটে মাঠে সৰ্ব্বত্রই জার্মান সৈন্স পঙ্গপালের গায় ছড়ায় পড়িয়াছে। জৰ্ম্মাণ সেনানী তা ত বাড়াইয়। দেখাইতে দেথাইতে বলিতে লাগিল— যদি আমার ওপরে ভার থাকত, তা হলে আমি পারা দখল করে সব পড়িয়ে তবে ছাড়তাম ! একটি লোককে ও জ্য গু রাখতাম না । ফ্রান্সের নাম একেবারে লোপ করে দিতাম ! ইংরেজ দুজন ভব্যতার থতিরে, উত্তর না দিলে নয় বলিয়1, শুধু বলিল--ও ! বটে ! জৰ্ম্মানটা বলিতেই লাগিল---আর কুড়ি বছর পরে, দেখে নিয়ে, সমস্ত যুরোপটাই আমাদের অধীন হয়ে যাপে । জৰ্ম্মাণার জোরের কাছে আর কোনো দেশ কি দাড়াতে পারবে ? ইংরেজ দুজন অপ্রতত হইয়। চুপ করিয়া রহিল । তাহাদের লম্বা লম্ব। গোপ যেন তাহদের মুথের উপর গালা-মোহরের মতন সাটিয়া বসিল । তাহ দেখিয়। জন্মনিট। খুব হাসিত হাসিতে তেমনি ভাবে হেলিয়া १फुिग्न। भूरा ५८४८ अश् ि७ अ४१ e(*४१ दकिग्नी भां ॐ८ट লাগিল । সে ফ্রান্সকে ধরণ1পৃষ্ঠ হইতে মূছিয়া ফেলিবার বড়াহ করিয়া পরাজি ৩ শক্রর দেশের পুকে বসিয়। তাহাদের অপমান করিতে লাগিল ; বিনা যুদ্ধে সে অষ্ট্রীয় দখলু কfরতেছিল ; সে আপনাদূের গোলন্দাজি, সৈঙ্গ পরিচালনা, যুদ্ধকৌশল, বল ও শক্তির বৃথ; গৰ্ব্ব করিয়৷ fবযম অস্থাপন করতে কিছুমাত্র ক্রটি কfরল না । সে শুনাইয়। দিল সে স্বয়ং বিসমার্ক যুদ্ধে-কাড়িয়াআন কামান দাগিয়া একটা লোহার শহর চুরমার করিয়৷ ফেলিয়াছিলেন । এবং কথা বণিতে বলিতে হঠাৎ সে তাহার বুটবদ্ধ পদযুগল ম্যসিয় হুবুইয়ের বেঞ্চির উপর চাপাইয়া দিল ; ছবুই মুখ ফিরাইয়া ইহা দেখিলেন, এবং তাহার কান পৰ্য্যন্ত লাল হইয়া উঠিল । ইংরেজরা দ্বীপের বাসিন্দী, সমস্ত জগৎসংসারের সম্বন্ধ হইতে বিচ্ছিন্ন, এজন্য তাহার কাহারো সহিত যেন মিশ খায় না । তাহার। জম্মানটার ব্যবহার দেখিয়াও উদাসীনের ন্যায় চুপ করিয়া বসিয়া রহিল। প্রবাসী—তাগ্রহায়ণ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড জন্মনিট। তাহার তামাকের পাইপ বাহির করিয় ফরাশী লোকটির দিকে কটুমটু করিয়৷ তাকষ্টয়া বলিঃ —এই, তোমার কাছে তামাক অাছে ? মাসিয়া দুবুই বলিলেন—না মশায় । জন্মান বলিল-গাড়া থামলে তুমি আমায় এক তামাক কিনে এনে দেবে, বুঝলে ! তার পর সে খুব হাসিতে হাসিতে বলিল –আf তোমায় কিছু জলপানী বকশিশ দেবে। ট্রেন বাশি বাজাইয়া গতি মন্থর করিতে লাগিল একটা পোড়া ভাঙা ষ্টেসনের সামনে আসিয়া ট্রেন থামিল জৰ্ম্মানটা উঠিয়া এক হাতে গাড়ীর দরজা খুলিয় অপর হাতে ম্যসিয় দুবুইয়ের . হাত ধরিয়া টানিংে টানিতে বলিল--এস এস আমার হুকুম তামিল কর ওঠ ওঠ জল্‌দি জল্‌দি ! একদল জৰ্ম্মান ফৌজ সেই ষ্টেসন দখল করিয় দাড়াইয়া পাহারা দিতেছিল। কতকগুলি সৈন্য দাড়াইয় দাড়াইয়। কাঠের গেটের গরাদের ভিতর দিয়া উfব মারিতেছিল । এঞ্জিনের বঁশি বাজিয়া টুেন ছাড়িবার সঙ্কেত করিল। মাসিয়ু দুবুই চট করিয়া প্লাটফৰ্ম্মেং উপর লাফাষ্টয়া পড়িলেন, এবং ষ্টেসন-মাষ্টারের বাধ সত্ত্বেও তিনি পাশের কামরায় উঠিয়া পড়িলেন। কামরায় তিনি একা । ঠাহণর পুক ধড়া স ধড়াস করিতেছিল । তিনি জামার বোতাম খুলিয়। ফেলিলেণ এবং হাতের উপরে মাথা রাখিয়া হাপাইতে লাগিলেন । ট্রেন আবার এক ষ্টেসনে আসিয়া থামিল । হঠাৎ সেই জৰ্ম্মান সেনানা সেই কামরার দরজায় আসিয়া দাড়াইল এবং সেই গাড়ীতে উঠিয়। পড়িল । সঙ্গে সঙ্গে কৌতুহলাৰ্কষ্ট হইয়া ইংরেজ দুজনও আসিয়া উঠিল । জৰ্ম্মানট। ফরাশী লোকটির ঠিক সামূনে বসিয়া হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিল – আমার হুকুম শো-বার কোনো রকম গা দেখছি না তোমার। ছবুই বলিলেন—না মশায় । টুেন চলিতে আরস্ত করিল । জৰ্ম্মান বলিল—তবে তোমার গোপ জোড় ছিড়ে অামার পাইপ সাজব ।