পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] কবরের দেশে,দিন পনর. ! " , ; ; ; ; [... o ASA SSASAS SS SS SS পোট সৈয়দ সুয়েজ খালের ধারে ফরাসী এঞ্জিনীয়ার লেসেপ্রোয় প্রতিমূৰ্ত্তি । কথঞ্চিৎ উত্তর-দক্ষিণে অবস্থিত এবং তাহার উপর বাসগৃহ নিৰ্ম্মিত,--এখানেও সেইরূপ পূৰ্ব্ব-পশ্চিমে সমুদকিনারায় রাস্তা, তাহার উপর সমূদ্র হইতে অল্প দূরে সুন্দর সুন্দর গৃহ নিৰ্ম্মিত । উত্তর হইতে দক্ষিণ দিকে গুহের উপর ২৪ ঘণ্টা সমুদ্র বায়ু বহিয়। যাইতেছে, সমুদ্রের কলকলধ্বনি সৰ্ব্বক্ষণ শুনা যায় এবং কুলে তরঙ্গাঘাত দেখা যায় ! বালেশ্বরে এবং এডেনে জোয়ারের সময়ে প্রায় এক আকারেই সমুদ্রের ঢেউ আসিতে থাকে। দূর হইতে দেখা যায় অসংখ্য শ্বেত-ফেন-বিশিষ্ট জলরাশি কুলের দিকে গজ্জন করিয়া আসিতেছে। পোট সৈয়দের কুলে দাড়াইয়াও ভূমধ্যসাগরের সেই মূৰ্ত্তি দেখিয়া লইলাম। পোর্ট সৈয়দের উত্তরে ভূমধ্যসাগর, পূৰ্ব্বে সুয়েজথাল, দক্ষিণে মরুভূমি এবং পশ্চিমে ভূমধ্যসাগরের সংলগ্ন একটি হ্রদ। এই হ্রদের কোণেই ক্ষুদ্র দ্বীপের উপর বন্দর অবস্থিত । সহরের ভিতর দিয়া যাইতে যাইতে দেশীয় লোকজনকে দেখিতে লাগিলাম । পুরুষেরা সকলেই ‘গালবি’ নামক একপ্রকার পোষাক পরে ; উচ্চ নিয় সৰ্ব্বশ্রেণীর

.লোকেবই ইহা সাধারণ পোষাক। ভারতীয় মুসলমানেরা আচ কান চাপকান চোগা ইত্যাদি ব্যবহার করে ; ইহ সেরূপ নয়, ইহা গলা হইতে পা পৰ্য্যন্ত বুলিতে থাকে ; গলার নীচে বুকের সম্মুখে কিছু কাটা, গেঞ্জিফ্রকের মত পরিতে হয় ; চাপকানাদিতে কোটের মত বোতাম থাকে —এই গালাবিতে তাহ নাই। রমণীদিগের পোষাকও বিচিত্র। তাহারা সব্ব অঙ্গ আবৃত করিয়া চলা-ফের করে । কাল রঙের এক প্রকার শাল তাঁহাদের আবরণ। মুপও তাহা দের ঢাকা । ইহাদের নাক ও মুখের উপর একটা লম্বা রুমাল বুলান, তাহাতে মাত্র চোখ দুটি বাহির হইয়া থাকে। নাকের উপর দিয়া একটা সোনার নল কপাল হইতে ঝুলিতে দেখা গেল। সকলের পায়েই দেশীয় জুতা । রাস্তার স্থানে স্থানে দেখিলাম সরবৎ বিক্ৰী হইতেছে। ভারতবর্ষের যুক্ত প্রদেশে যেমন চক্রযুক্ত গাড়ীর উপর জিনিষপত্র রাখিয়া ফেরিওয়ালারা সেইটা ঠেলিয়া লইয়া যায় এবং তাহা হইতে বিক্রী করে, এখানে সরবৎ বেচিবার প্রথাও সেইরূপ। গাড়ীর মধ্যে আমরা ইহাদের জলপাত্র