পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* >*०२ দেখিয়া আমাদের কমণ্ডলুর কথা স্মরণ কfরলাম । এগুলি বদনার মত একেবাবেই নয়। পিত্তলের কমণ্ডলুতে কবিয়া এথানকার মুসলমান জনগণ জলপান করিতেছে দেখা গেল । সহর দেখিয়। আমরা রেলওয়ে ষ্টেশনে আসিলাম, কাষ্ঠনিৰ্ম্মিত গুহ । সতরেপ অঙ্গ।” বাড়ীণর ইট ও পাথরে প্রস্তুত । নগরে ও বন্দরে মত মিশরীয় লোক দেপিলাম সকলেরই শরীর হৃষ্টপুষ্ট, চেগারায় দ্বধ্বল তার কোন লক্ষণ নাই, ঠগ প। সাধারণতঃ দীর্ঘকায় এবং প্রায়ই পোটসৈয়দ--- মসজিদ । শ্বেতাঙ্গ। চুলের রং কিছু কাল । ইহাদের গাল টুপি না থাকিলে ইউরোপীয় জাতিপুঞ্জ হইতে পৃথকৃ করা কঠিন । এই টুপিকে ফেজ, বলে । পোর্ট সৈয়দে কলিকাতার সাধারণ পান্ধীগাড়ী বা যুক্তপ্রদেশ ও মহরাষ্ট্রের টোঙ্গা দেখিলাম না—বোম্বাই নগরের স্থায় ফিটন ও ভিক্টোরিয়া এখানকার বিশেষত্ব। কাইরে। যাইবার জন্য ডাকগাড়ীতে চড়িলাম। ঠিক দার্জিলিঙ্গ মেলের স্তায় ইহার বন্দোবস্ত । এক কামর প্রবাসী—অগ্রহায়ণ, ১৩২১ . হইতে যে-কোন কামরায়ই গাড়ীর ভিতরকার বারান্দা [ ১৪শ ভাগ, ২য় খণ্ড -- *、*ヘーダー、ヘ." へ /" ヘヘ - - w", দিয়া যাওয়া যায়, প্লাট্রফৰ্ম্মে নামিবার প্রয়োজন হয় ন। ভোজনালয়ের জন্য একটা স্বতন্ত্র বৃহৎ কামরা গাড়ীর সঙ্গেষ্ট সংলগ্ন—সেখানে যাইবার জন্য বিশেষ কষ্ট পাইতে হয় না । ফরাসী ও আরবী সংবাদপত্রের প্রাধান্য দেখিলাম । আমরা একটা ইংরেজী পত্র কিনিয়া লইলাম। এক নব-বিবাহিত ইতালীয় দম্পতি আমাদের গাড়ীতে উঠিলেন । র্তাহাদিগকে গাড়ীতে তুলিয়া দিবার জন্য বহু ইতালীয় পুরুষ ও রমণী ষ্টেসনে আসিয়াছেন । ইষ্ঠার পাশাঁদের মত উচ্চ টুপি পরিধান করেন। দেখিলাম সকলেই একটা বুলি হইতে চাউল বাহির করিয়া নববধূর উপর বর্ষণ করিতেছেন। আমাদের কামরায় একজন পাডুয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ইতালীয় এঞ্জিনীয়ার ছিলেন । তিনি কিছু কিছু ইংরেজী বলিতে পারেন। তাহাকে জিজ্ঞাসা করিলাম ব্যাপার কি । তিনি বলিলেন, "বিবাহের উৎসব-চাউল বিকিরণ মঙ্গলসুচক অনুষ্ঠান। আমি বলিলাম—“বিবাহে গুড়মাথা চাউল এবং সাধারণ মঙ্গলকম্মে খৈ ছড়ান হিন্দুরও কায়দা ।” তিনি হাসিলেন । গাড়ী চলিতে লাগিল। সুয়েজ খালের পশ্চিম কুলে কুলে রেলপথ। জাহাজ হইতেই ইহ দেখিয়াছিলাম। আমরা ভূমধ্যসাগরের দিক হইতে সোজা দক্ষিণ যাইতেছি । এজন্য থাল এখন আমাদের বামে। জাহাজ হইতে কিনারায় যে গাছপাল! দেখিতে পাইতেছিলাম এক্ষণে সেইগুলির ভিতর দিয়া আমরা যাইতেছি। আমাদের উভয় পাশ্বেই সবুজ তৃণ পএ গাছ গাছড়া । গাড়ী হইতে খালের নীল সবুজ জল সম্পূর্ণ দেখা যায়—অপর কিনারাও দেখিতে পাইতেছি—তাহার পর এশিয়ার অনন্ত মরুভূমি। আমাদের বামদিকে রেলওয়ে ষ্টেসনসমূহ খালের উপর অবস্থিত। রাণীগঞ্জের টালির দ্যায় টালি দ্বারা বাঙ্গলে গৃহের ছাদ নিৰ্ম্মিত। প্রাচীরসমূহ কাষ্ঠময়। ইংরেজী সংবাদপত্রের নাম The - Egyptian Morning News. Ritx3. Hoo go wiefs, ostests witz “in support of Egyptian interests.” Atis