পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০২ ছাদের তলভাগ নানা রঙে চিত্রিত। সোনালি কাজের প্রভাবে সমস্ত কিব লা উদ্ভাসিত। কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মৰ্ম্মরপ্রস্তর কিবলার গাত্রে সন্নিবেশিত রহিয়াছে । এষ্টসমুদয় ইহার একটা বিশেষত্ব । এই কিব লা সম্বন্ধে একটা গল্প শুনিলাম । যাহার। সকল জিনিব পীত দেখে, অথবা যাহাদের মাথা ঘুরার ব্যারাম, তাহারা ডাহিনদিকের প্রস্তর তিনটিকে জিহব। দ্বারা চাটিয়া অৰ্দ্ধগোলাকার অংশে প্রবেশ করিত। তাহার মধ্যে তাহার। লাটিমের মত ঘুরিতে ঘুরিতে বামদিকের গ্রানাইট স্তস্তগুলির নিকট আসিত , সেই

    • -***

སྙི༽ ་་་་་་་་་་་་༈་ཕི་ প্রবাসী—অগ্রহায়ণ ১৩২১ পাগলের নিদ্রা বেশী হইত না তাহাদিগকে ঘুম পাড়াইবার [ ১৪শ ভাগ, ২য় খণ্ড জন্য ইনি বিশেষ ব্যবস্থা করিতেন। তাহাদের শয্যাপার্শ্বে উৎকৃষ্ট গল্পকথকের কথা বা কাহিনী শুনাইত। অথবা নিকটবৰ্ত্তী কোন গুতে বসিয়া বাদক ও গায়কের সঙ্গীত চর্চা করিত । এইসকল গল্প ও গান শুনিতে শুনিতে রোগীরা ঘুমাইয়া পড়িত। তিনি আরও একটা উপায় অবলম্বন করিয়াছিলেন । রোগীদিগকে বিছানায় শোয়াইয়। তাহাদের পায়ের তলা মালিস করিবার ব্যবস্থা করিতেন । তাহাতেও সহজেই ইহাদের নিদ্রা আসিত । "...o. _. - مة مع من حيح: ا، مرچیمپیہمہ پہنچ - ব্যাবিলনের কপ্টগির্জ|--যীশুজননীর আশ্রয়স্থান । তিনটিকে আবার চাটিয়া তাহার। কাষ্ঠীবেষ্টনের মধ্যে কবরের নিকট যাইত। সেখানে একটা লাল প্রস্তরফলকে লৌহময় পদাৰ্থ জলে ঘষিয় তাহাদিগকে লালধাতুমিশ্ৰিত জল পান করান হইত। শুনা যায় এই ঔষধে মাথাযুর পীত দেখা ইত্যাদি অসুখ দূরীভূত হইত । সুলতান কলাবন এই চিকিৎসার উদ্ভাবন করিয়াছিলেন। তাহার চিকিৎসা প্রণালীর আরও কয়েকটা তথ্য গাইড মহাশয়ের নিকট শুনিলাম। যে-সকল এই মসজিদের নানাস্থানে নানাপ্রকার স্তস্ত দেথ) গেল । এইগুলি অন্ত স্থান হইতে আনা হইয়াছে । কোন কোন স্তস্ত প্রাচীন মিশরীয় যুগেব ধরণে প্রস্তুত। সেগুলির উপরে কোরিস্থীয় রীতির শিরোভাগ সন্নিবেশিত করা হইয়াছে। কতকগুলি নূতন প্রকার অলঙ্কারও দেখা গেল । মোচার মত ত্রিকোণ অলঙ্কার প্রাচীরগাত্রে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তর দ্বারা রচিত। দুই এক স্থলে সরু পাথরের স্বত্রের স্বাব দেওয়ালের উপব জ্ঞালেব চিত্র লিখিত হইয়াছে ।