পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমান কাথলিকদিগকে করুণাময় পরমেশ্বরের নিকট প্রার্থনা করিতে বলিয়া গিয়াছেন । সভ্যতা ও সংগ্রাম.। পৃথিবীর সকল দেশ ও জাতির মধ্যে মৈত্রী যে সভ্যতার একটি চরম আদর্শ, তাহ অনেকেই স্বীকার করেন । অথচ, ইহাও সত্য যে জাপানীরা যুদ্ধ করিতে পারে দেখিস্থ। তবে ইউরোপের খৃষ্টধৰ্ম্মাবলম্বী লোকের তাহাদিগকে সভ্য জাতি বলিয়া স্বীকার করিয়াছে। বাস্তবিক যুদ্ধপ্রিয়তায় সত্য ও অসত্যে, খুষ্টিয়ান ও অখুষ্টিয়ানে কাৰ্য্যত তফাং দেখা যাইতেছে না। তাই পাশ্চাত্য একখানি কাগজে একটি ব্যঙ্গচিত্র বাহির হইয়াছে, যে, পৃথিবীর অসভ্য ও অখুষ্টীয় লোকেরা ইউরোপের রঙ্গমঞ্চে সভ্য খৃষ্টীয় লোকদের দ্বারা যুদ্ধের অভিনয় দেখিয়া আনন্দে বাহবা দিতেছে।