পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] যুদ্ধক্ষেত্রে ভারতবর্ষীয় ব্রাহ্মণ । যুদ্ধে হত ও আহত ইংরেজ সৈনিক কর্মচারীদের স্যায় হত ও অহিত ভারতীয় মুবেদার, জমাদfর, রেসালদার প্রভূতির তালিকাও বাহির হইতেছে । ঠাহীদের মধ্যে • রাঠোর, পকুর, আদি উপাধিধারী রাজপুত ক্ষত্ৰিয় ত আছেনই, মিশ্র দুবে, চৌবে উপাধিধারী ব্ৰাহ্মণও আছেন। তাহাদের নাম তালিকার মধ্যে পাওয়া যাইতেছে । ভারতবর্ষের সৈঙ্গের ইউরোপে যুদ্ধ করিতে এই প্রথম গিয়াছেন । কিন্তু জাহাজে চড়িয়া সমুদ্র পার হইয়া যুদ্ধ করিতে র্তাহারা ইতিপূৰ্ব্বে আরও অনেকবার গিয়াছেন। এই যোদ্ধা ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দিগের ত জ।’ত যায় ন! ; এ কল্পনাও র্তাহাদের বা তাহদের আত্মীয় কুটুম্বদের মনে স্থান পায় না । কিন্তু র্যাহার। অল্পধিক ইংরাজী শিখিয়াছেন, তাহারা দেখিতে পাই, সমুদ্র অতিক্রম করাকে বিলক্ষণ ভয় করেন। ব্রাহ্মণ-পণ্ডিতেরাও শহু!দিগকে পাতিত্যের ব্যবস্থা দিয়া থাকেন । কিন্তু এই সব গ্রাম্য যোদ্ধা দুবে চৌবে মিশ্রের ত কখনও পাতি ত্য ঘটে না, ঘটিবেও না । ইংরেজীর জল বেশী করিয়া পেটে পড়িলে যে সব সময় ভালই হয় তাহ নয় । প্লীহা ফাট । বোম্বাই বন্দরে ঢোণ্ডু নামক একজন দেশী মজুর কাজ করিতেছিল। সে কাজে ভুল করিয়াছিল। তাহাতে কাজের পরিদর্শক মার্টিন ফল । তাহার পেটে আঘাত করে । তাহাতে আধ ঘণ্টার মধ্যে ঢোণ্ডু মারা যায়। ম্যাজিষ্ট্রেটের কাছে বিচার হয়। পাওএল নামে এক ডাক্তার মজুরটির মৃত দেহ পরীক্ষা করিয়া সাক্ষ্য দেয় যে আঘাত খুব মৃদুই হইয়াছিল ; কিন্তু মজুরের প্লীহার পীড়া ছিল বলিয়া তাহা ফাটিয়া তাহার মৃত্যু হইয়াছে । মাজিষ্ট্রেটের বিচারে ফব সের ২৫ টাকা জরিমান হইয়াছে। ভারতবর্ষীয় লোকদের এইরূপ প্লীহা ফাটিয়া মৃত্যু এই প্রথম হইল না; মধ্যে মধ্যে হইয়া থাকে। দেশী লোকের আঘাতে দেশী লোকের প্লীহা ফাটার কথা প্রায় শুনা যায় না; ইউরোপীয় বা ফিরিঙ্গীর ty 象 বিবিধ গ্রসঙ্গ—প্লীহা ফাট। ë • ২৩৯ তাঘাতেই এইরূপ ঘটনা ঘটার সংবাদ সাধারণতঃ পাওয়া ধায় । এইরূপ দুর্ঘটনা বহু বৎসর হইতে ঘটিতেছে। এই છન્ન છાલ કસૌઃ શોફા ૮૫ માલિજી હાજર છુંઃા, তাহা ইউরোপীয়রা জানে ন বলিয়া মনে করা উচিত নয় । সুতরাং অকস্মাং প্লীহ। ফাটিয়াছে ললিয়। আঘাত কারীকে লঘু দণ্ড দেওয়া কখনই উচিত নয় । ইহা ও ইউরোপীয়দের খুব জানা কথা যে শরীরের মধ্যে একমাত্র পেটেই সামান্ত আধাতে মানুষের মৃত্যু হইতে পারে ; শরীরের অন্ত কোথাও সামান্য আধাতে মানুষ মরে না । সুতরাং চটিয়া উঠিলে পেটটা বাদ দিয়া আঘাত করাই তাহাদের কর্তব্য। তাহদের দেশেব সুযোধুধি লাথালাথি প্রভূতি কুস্তীতে কোমরবন্ধের নীচে আঘাত করা (hitting below the belt) নিষিদ্ধ ; সেরূপ করা কাপুরুষতা ও শঠ তা বলিয়া পরিগণিত। ইঙ্গ। একট। আকস্মিক fনয়ম বলিয়া মনে হয় না । আমাদের ধারণা, পেটে আঘাত সাংঘাতিক হয় বলিয়াই এরূপ নিয়ম করা হইয়াছে। সুতরাং নানাদিক দিয়া দেখা যাইতেছে, যে, ভারতবর্ষীয় লোকদের পেটে আঘাত করিলে যে তাহ সংঘjতিক হইতে পারে, তাহা ইউরোপীয়দের জানা থাকিবারই কথ। । অতএব এ বিষয়ে তাহার। অভিযুক্ত হইলে তাহাদের অজ্ঞ তা ধরিয়া লইয়। তাই দিগকে অব্যাহতি দেওয়া বা সামান্ত দণ্ড দেওয়া কখনই উচিত নয় । মেণ সাহেব তঁtহার ভারতবর্ষীয় দণ্ডবিধি-বিষয়ক পুস্থ কে লিখিয়াছেন যে কেহ যদি জানে যে কোন জেলায় প্লীহারোগের প্রাদুর্ভাব আছে এবং জানে যে প্লীহারোগীকে আঘাত করিলে দুর্ঘটনার আশঙ্কা অাছে, এবং এরূপ জানিয়াও যদি সে কাহাকেও আঘাত করে, তাহা হইলে, আঘাতপ্রাপ্ত লোকটির প্লীহারোগ ছিল কি না, আঘাতকারী তাঁহা না জানিলেও, sista footo #swf's agosso oculpable homicide) অভিযোগ আসিতে পারে। কিন্তু বিচারকেরা দেখিতেছি কখন কখন মেনের মত গ্রহণ করেন না । ভারতবর্যের এখন প্রায় সকল প্রদেশেই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। সুতরাং বড় পিলের অভাব কোথাও নাই। বাংলা দেশে ত খুব বড় বড় পিলে দেখা যায়। এই-সব প্রদেশে চাষবাস লইয়৷ মধ্যে মধ্যে খুব দাঙ্গ মারামারি