পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo. “সত্যম শিবম্ সুন্দরম্ ।” “নায়মাত্ম। বলহীনেন লভ্যঃ ।” ১৪শ ভাগ । ২য় খণ্ড | পৌষ, ১৩২১ বিবিধ প্রসঙ্গ শীতে প্রয়াগে গঙ্গার মূৰ্ত্তি প্রয়াগে শীত পড়িতেছে। “ দ:রাগঞ্জ প্রয়াগের একটি পাড়, গঙ্গার তীরে অবস্থিত। দারগঞ্জে গঙ্গার উচু পাড়ে দাড়াইয়া দেখিলাম, গঙ্গার স্রোত দেখা যায় না ; কেবল বালী আর বাণী । অনেক দূর বালী ভাঙ্গিয়া গিয়া দেখিলাম, স্রোত মরে নাই, খর বেগে বহিয়া চলিয়াছে। মধ্যে মধ্যে পাড় ভাঙ্গিয়া নদীর গর্ভে পড়িতেছে। আজ যেখানে ডাঙ্গা, কাল সেখানে বাণীর, মটর, কোন চিহ্নই নাই । মনে পড়িল, বর্ষাকালে যখন স্রোতের জল দুই কূল ছাপিয়া উঠে, যখন ক্রোশাধিক ব্যাপিয়া কেবল জল আর জল, কেবল তরঙ্গভঙ্গ চোখে পড়ে, স্রোতের গম্ভীর মন্দ্র কানের ভিতর দিয়া মৰ্ম্ম স্পর্শ করে,—তখন পূর্ণিমার রাত্রিতে চন্দ্রালোকে কেমন দৃপ্ত হয়। তখন মনে হয় না যে এই গঙ্গার স্রোত শীতকালে শীর্ণদেহে দুস্তর বালুকারাশির মধ্য দিয়া প্রবাহিত হয় ; মনে হয় না যে শীতকালে এই গঙ্গার বুকের উপর দিয়া নৌকার সেতু বাধ হয়, এবং তাহার উপর দিয়! মানুষ গরু গtধ৷ ছাগল ভেড়া নিত্য যাতায়াত করে। বর্ষায় কিন্তু এই সেতুবন্ধের চিহ্নও থাকে না। প্রতিবৎসরই গঙ্গার এই দুই মূৰ্ত্তি দেখিতে পাই। কত কত দেশে জাতীয়জীবন-গঙ্গারও দুই মূৰ্ত্তিই দেখা গিয়াছে। কিন্তু প্রতিবৎসর সর্বত্র তাহ দেখা যায় না। হয়ত প্রতি শতাব্দীতেও নহে। কিন্তু সকল জাতির জীবনেই গঙ্গার দুই মূৰ্ত্তি আছে। কোন জাতির শীত ও বর্ষার মধ্যে কত বৎসরের ব্যবধান, তাহ; কে বলিতে পারে ? কিন্তু বিধাতা এই ব্যবধান অপরিবর্তনীয়রূপে নির্দিষ্ট করিয়া রাখেন নাই। পুরুষকার শীতের শীর্ণতা দূর করিয়া বর্ষার প্লাবন আনিতে পারে।" আবার, মনুষ্যত্ব ষতদিন থাকে, বর্ষার প্লাবনও তত দিন থাকে। শীতের শীর্ণত ও বিলাপ অমান্নুষের জন্য । যাহার মমুয্যত্ব আছে, চোখ আছে, সে ই দেখিতে পায় বর্ষার প্লাবন সকলের জন্যই রহিয়াছে । কিন্তু উহা অামিতে জান চাই । ভগীরথ কেবল একবার একটি দেশে গঙ্গা আনেন নাই, বা আনিয়া নিবৃত্ত হন নাই। গীতার “সস্তবামি যুগে যুগে” কেবল শ্রীকৃষ্ণের কথা নহে ; ভগীরথেরও বটে । তরল ইতিহাস বিদেশী লোকেরা যখন ইংলণ্ড যান, তখন অনেকে টেম্স্ নদী দেখিয়া বিস্মিত হন। ইংরেজের এই ক্ষুদ্র নদীর এত গৌরব করেন । ইহা বিদেশীদের চোখে একটা ময়লাe লের বড় নদামী বলিয়া মনে হয়। কিন্তু জন বান্স, এই টেম্স্কে “তৎল ইতিহাস" (liquid history) ¥ छन् বাঙ্গ বিলাতের বর্ধমান উদারনৈতিক মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন। জামেনীর সহিত যুদ্ধ করা অনুচিত বা অনাবশ্বক