পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবরের দেশে দিন পনর লুকারের মন্দির । চষিতেছে। অদূরে গীজ। পল্লীর তিনটি পিরামিড । দুরবীণ দিয়া দেখিলাম দ্বিতীয় ও তৃতীয় পিরামিডের মধ্যে ফিঙ্কস্ বিরাজিত । মধ্যে মধ্যে তাল ও খেজুর বুক্ষের সারি। এই গাঁজার দক্ষিণ দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম—-লীবিয়া পৰ্ব্বতের পাদদেশে প্রথম তিনটি পিরামিডের প্রায় একই সরলরেখার মাপে অন্যান্স fপরামিড অবস্থিত। প্রথমে আবুসিরের তিনটি পিরামিড, পরে সাক্কার। পল্লীর পিরামিড শ্রেণী । কাইরে হইতে প্রায় ২০ মাইল দক্ষিণে আমরা প্রাচীন মেমফিস নগরের ক্ষেত্র অতিক্রম করিলাম । এই স্থানেই আবুfসর ও সাঙ্কার । ভগ্ন গ্রানাইট প্রস্তরের বিক্ষিপ্ত টুকরা, ক্ষুদ্র ক্ষুদ্র কাদা-মটির পাত্র ইত্যাদি এক্ষণে প্রাচীন জনপদের সাক্ষ্য দিতেছে । এই জনপদ মিশরীয় সভ্যতার সর্বপ্রধান ও সৰ্ব্বপুরাতন কেন্দ্র । উত্তর ও দক্ষিণ মিশরের সঙ্গমস্থলে মেমফিস-নগর অবস্থিত ছিল । মিশরের প্রথম ১১ রাজবংশের রাষ্ট্রকেন্দ্র এই অঞ্চলেই প্রতিষ্ঠিত হইয়াছিল । সত্ত্ববতঃ রাজ মিনিস উত্তর ও দক্ষিণ মিশরকে এক রাজ্যের অন্তর্গত করিয়৷ এই সঙ্গমস্থলে রাজধানী স্থাপন করিয়াছিলেন । মেমূফিস্ নগর দক্ষিণদিক হঠতে ক্রমশঃ উত্তরে বিস্তৃত হইয়াছে । সাঙ্কার, আবুসির, গীজ', কাইরে, হেলিয়োপোলিস ইত্যাদি জনপদসমূহ একই নগরের ভিন্ন ভিন্ন অংশস্বরূপ বিবেচনা করা যাইতে পারে । এষ্টরূপে মিশরের প্রাচীনতম রাজধানী প্রায় ৪০ মাইল উত্তরে দক্ষিণে বিস্তারলাভ করিতেছিল । মধ্যযুগের মুসলমানী কাইরে-নগর ব্যাবিলনপল্লীর সীমা হইতে উত্তরে বিস্তুত হইয়াছিল । উনবিংশ শতাব্দীর প্রথমভাগে মহম্মদ আলির আমলে আধুনিক পাশ্চাত্য ফ্যাশনের নগর নিৰ্ম্মাণ আরস্ত হইয়াছে । তাহার ফলে আধুনিক নগর মুসলমানা সহরেব উওরাংশ হইতে নবগঠিত হেলিয়োপোলিস-নগর পর্য্যপ্ত অবস্থিত। এই হেলিয়োপোলিস নগর প্রাচীন হেলিয়োপোলিসের কিঞ্চিৎ দক্ষিণে । বর্তমান খেদিভের কুচ্চ বা প্রাসাদ ও উদ্যান এই নবনিৰ্ম্মিত নগরেরই এক অংশে বিপ্লাঞ্জিত। গাড়া হইতে উত্তরদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া কাইরোনগরের পরিমাণ ও বিস্তুতি এবং প্রাচীন ও আধুনিক