পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

כאוראי দেখিয়া প্রাচীন মিশরের কৃষি, শিল্প, বাণিজ্য, সমাজ, ধৰ্ম্ম, শিক্ষা, রাষ্ট্রশাসন ইত্যাদি সকল বিষয়ই অবগত হওয়া যায়। ভারতে ও সাচিস্তুপগাত্রে খোদিত চিত্রের সাহায্যে বৌদ্ধ-ভারতের সকল বৃত্তান্তই আমরা জানতে •lif: 1 সাক্কারায় - প্রাচীন রাজকৰ্ম্মচারী ব) জমিদারগণের কয়েকট কবর আবিষ্কৃত হইয়াছে । সেই গুলিকে "মস্ত বি৷” বলে । এই মস্তাবার গাত্রে যে-সমুদয় কাহিনী চিfএত বহিয়াছে তাহার কয়েকটা নিয়ে বিপুত হইতেছে । প্রবাসী—পৌষ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড কোথায়ওবা অফিসের কৰ্ম্মচারী ও কেরাণীর বসিয় থা তাপত্রে শিখিতেছে । কোন চিত্রে গোশাল, গোদোতন লাঙ্গল-চালান, গোচারণ, মাছধরা, ইত্যাদি দেখা যায় কোথাও অনেক গভীর দলকে নদী পার করান হইতেছে কযকপত্নীর মাথায় করিয়া নানাবিধ দ্রব্যসস্তার লইয় যাইতেছে—এরূপ চিত্রও বিরল নয়। মাথার চুপড়ীগুf দেখিয়া বুঝা যায় মাছমাংস, শাকশন্সী, ফলমূল, পাখী পানীয় ইত্যাদি বণ্ড প্রকার খাদ্যদ্রব্য দেবতার জন্য অানীৰ হইতেছে । রাস্তায় বাহকদিগের সারি দেখিয়া আধুনিব র্যামন-মন্দিরের ধ্বংসাবশেষ । কোন স্থানে একটি জাহাঙ্গ সমূদ্র বাহিয়া যাইতেছে । কোথায় ওবা মিশর-রমণীর শস্ত ঋ৬িতেছে । কোন চিলে প্রাচীনকালের শষ্ঠরোপণ ও শস্যকৰ্ত্তন প্রণালী দেখিতে পাই । এক এক অংশে দেখা যায় বহু শুক্ৰধর সমবেত হস্তয়া কাঠ চিরিতেছে, এবং জাহাজ তৈয়ারী কfরতেছে । চিত্রগুলি জীবগু বোধ হয়, আমাদের সম্মুখে বসিয়া কারিগরের। হাতিয়ার চালাইতেছে । কোন স্থলে রাষ্ট্রশাসনের এক চিত্র দেখিতে পাই, সাক্ষা দিবার জন্য পল্লীব প্রবীণ ব্যক্তিরা বিচারালয়ে আসিয়াছে । মেল কলিকাতায় “বিবাহের তত্ত্ব’ পাঠাইবার শুৈ মনে আসে । বৎসর পূৰ্ব্বেও মানবজাতি তাহার আধুনিক বংশধরগণের দ্যায়ই ছিল, তাহীদের জীবন-যাত্রায় আর আজকালকার জীবন-যাত্রায় বড় বেশী প্রভেদ নাই । খাওয়া দাওয়া, চলাফেরা, লেনদেন, সকল বিষয়েই প্রাচীন মিশরবাসীরা আধুনিক লোকসমাজের সঙ্গে একশ্রেণীভুক্ত । ভারতবর্ষের আধুনিক ও প্রাচীন গোচারণ, কৃষিকৰ্ম্ম, পশুপালন, রাষ্ট্রকার্য্যপরিচালন, ইত্যাদি অনেক অনুষ্ঠানেই এই-সকল চিএ দেখিলে মনে হয়—৫ ০০ ০৬০ ০০