পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४० [ ১৪শ ভাগ, ২য় খণ্ড কার্লাকের ধ্বংসস্তু,প। —দেখিতেও ইহ.সেইরূপ। নিয়ে প্রশস্ত, শিরোভাগ সঙ্কীর্ণতর । ফটকের দুইপাশ্ব হয়েরোগ্লিফিক লিপিদ্বার। উৎকীর্ণ। গাত্রে টলেমির চিত্র । নানা থীবস-দেবতার নিকট তিনি প্রার্থনা করিতেছেন। দক্ষিণ ও উত্তর উভয়দিকেই একপ্রকার শিল্প ও চিত্র । উত্তরে ও দক্ষিণে ফটকের উপরিভাগে পক্ষযুক্ত স্বর্যামূৰ্ত্তি। এই ফটকে টলেমি তাহার স্বদেশীয় গ্রীকো-রোমান পোষার্কে ভূষিত । এই ফটক হইতে ধ্বংস প্রাপ্ত স্ফিঙ্কসের গলির ভিতৰ দিয়া প্রাচীনতর মন্দিরে প্রবেশ করিতে হয় । এই মন্দির উত্তরে দক্ষিণে অবস্থিত। দক্ষিণদিকে প্রবেশদ্বার । এই দ্বারের গাত্রে সম্রাটু রামসেস নানাভাবে চিত্রিত । ‘রা এবং অষ্টাঙ্গ মিশরীয় দেবগণের উদ্দেশ্যে তিনি লতাপাতা, পদ্ম এবং অন্যান্য উপহারদ্রব্য প্রদান করিতেছেন । এই প্রবেশদ্বারের পপ উত্তরদিকে প্রাঙ্গণ ৷ প্রাঙ্গণের উভয়দিকে স্তস্তশ্রেণী । একদিকে ১২টা স্তস্ত । স্তস্তগুলি ‘প্যাপিরাস" নামক নল তরুর চিত্রসংযুক্ত। গুস্তগাত্রে এবং প্রাচীরে ও ছাদে নানা প্রকার লিপি ও চিত্র। রামসেস দেবতাগণকে পূজা করিতেছেন—এইরূপ تية إلى প্রাঙ্গণের পাশ্বে কয়েকট ক্ষুদ্র ক্ষুদ্র দরজা সমীপবৰ্ত্তী সরোবরে বুঝা যায়। —এইগুলি দিয়া পুরোহিতেব। স্বান করিতে যাইতেন । প্রাঙ্গণ হইতে একটি ক্ষুদ্রতর গৃহে প্রবেশ করা গেল । ইহাতেও সৰ্ব্বসমেত ১২টা স্তন্ত । তাহার পর আর একটা গৃহ—তাহাতে দুই পাশ্বে দুইটা করিয়া স্তস্ত এবং তাহার পাশ্বে কিছু কম উচ্চ স্তন্তদ্বয়। সব্বসমেত ৮টা স্তস্ত । স্তম্ভগুলি দেখিতে একপ্রকার। স্তন্তের শিরোভাগে চতুষ্কোণ প্রস্তরখণ্ড । এই গৃহের পর মন্দিরের প্রধান অংশ । উত্তরপাশ্বে কয়েকটা অন্ধকারময় ক্ষুদ্র গুহ । মন্দির সর্বাংশে প্রস্তর-নিৰ্ম্মিত—সাধারণ লাইমষ্টোন প্রস্তর আরব্য মকাওম পৰ্ব্বত হইতে আনীত হইত। মন্দিরের ছাদে কোন শিখর বা গম্বুজাদি কিছুই নাই । সাধারণ গৃহছাদের ন্যায় সমতল । কোন খিলান কোথাও নাই । আগাগোড়া সুচিত্রিত । মিশরীয় ধৰ্ম্মতত্ত্বের নানা কথা এই চিত্রে বুঝান হইয়াছে। যে রাজা মন্দির নির্মাণ করিয়াছেন তাহার নাম এবং মূৰ্ত্তি খোদিত রহিয়াছে। তাহার