পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা !, 을 নমুনী—১ক । ওরা বালিকার মুখপাখ । ওরাওঁদের ঐতিহ্য ‘ নমুনা—২ক । ওরাওঁ বালকের মুখ-সম্মুখ । SS الاسس الة لاة ة ওরাওঁ বালিকার মুখ-সম্মুখ । " নমুনা- শুক ওরাও পুরুষের মুখ-সম্মুখ । كس-a1يةء ওরাও পুরুষের মুখপাশ্ব । নমুনা ২ ওরাওঁ বালকের মুখপাশ্ব । ওরাওঁ চেহারার নমুনা। ংছুতেই তাহারা উত্তর ভারতের দিকে অগ্রসর হয় এবং নন্দনগড়, পিপড়িগড় প্রভৃতি স্থানে কিছুদিনের জন্য বাস করিয়া বিহারের অন্তর্গত সাহাবাদ জেলায় প্রবেশ করে । প্রবাদ, এই সময়ে করোক্ষ নামে তাঁহাদের ,কানো প্রাচীন অধিনায়ক অত্যন্ত প্রতাপশালী হইয়। উঠে তাহারই নাম অনুসারে এইখানে করোক্ষ বা *ক্য দেশের প্রতিষ্ঠা হইয়াছে। কালের আবর্তনে কোল .” তীয় চেরার যখন বিশেষ প্রবল হইয়। উঠিল, ওরাওঁব। তখন সাহাবাদ জেলা পরিত্যাগ করিয়া রেহিতাস্য বা পটিাস অধিত্যকায় আশ্রয় লয় এবং ক্রমে ক্রমে তাহ দুর্গাকারে গড়িয় তোলে। এখানকার সুখশান্তি এবং আনন্দের কথা এখনও তাহাদের ভিতর বহু গল্পে এবং কাহিনীতে বর্ণিত হইয়া এখানকার অনেকগুলি দিনের স্মৃতিকে তাহাদের ভিতর উজ্জ্বল করিয়) রাখিয়াছে। এই রোটাসগড়ে তাহারা সম্ভবতঃ অৰ্দ্ধহিন্দু চেরাদের দ্বারা আক্রান্ত হয়। কিন্তু এখানে তাহারা আটঘাট এমন করিয়াই বাধিয়া ফেলিয়াছিল, পাহাড়ের প্রাচীর তুলিয়া গড়টাকে এতই মজবুত করিয়া গাথিয়া লইয়াছিল, যে, পুনঃ পুনঃ প্রচণ্ড আক্রমণের আঘাতেও তাহ। যেমন, ছিল তেমনি রহিয়া গেল—একটুও টলিল না ।