পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

..] করিল ; কিছু নিম্নে শুভ্রকেশ তিনটি বুদ্ধ ভিক্ষুক পাশাপাশি বসিয়া একখণ্ড প্রস্তুর হেলাল দিয়া ও পরস্পরকে অবলম্বন করিয়া ঘুমাইতেছিল । ] মেলিস্তাণ্ড! আঃ ! পিলীয়াস কি হয়েছে ? ' মেলিহ্যtণ্ড৷ ॐ ७१I८म... [ তিনটি ভিক্ষুককে দেখাইয়া দিলেন । ] পিলীয়াস ই, হঁ। ; আমিও ওদের দেখেছি... মেলিস্তাও। চল আমরা যাই !...চল আমরা যাই !... পিলীয়াস চম...তিনটি বৃদ্ধ ভিক্ষুক, ওরা ঘুমিয়ে পড়েছে...দেশে এখন দুর্ভিক্ষ...এখানে ওরা ঘুমোতে এসেছে কেন ?... মেলিহা গুণ চল আমরা যাই !...এস, এস...চল যাই !... পিলীয়াস সাবধান ; অত চেচিয়ে কথা বলে মা.. ওদের যেন জাগিয়ে না ফেলি...এখনও ওরা খুব ঘুমোচ্ছে...এস । মেলিস্যাণ্ডা তুমি যাও, তুমি যাও ; আমি বরং একলাই যাই... পিলীয়াস আর একদিন আমরা আবার আসব এখন... [প্ৰস্থান ।] চতুর্থ দৃশ্য দুর্গপ্রাসাদের একটি কক্ষ । [ আর্কেল ও পিলীয়াস উপস্থিত । ] আর্কেল দেখলে, সমস্তই তোমাকে এখানে এখন আটকে রাখবার জন্তে পরামর্শ এ টেছে, আর সমস্ত তোমার এ নিষ্ফল যাত্রা বারণ করছে । তোমার বাবার অমুখের প্রবাসা-—শোধ, ১৩২১ e [ ১১শ ভাগ, ২য় খণ্ড সঠিক খবর এ পর্য্যন্ত তোমার কাছে লুকান হয়েছে ; কিন্তু তার আর বোধ হয় জীবনের আশা নেই ; তোমাকে আটকাবার পক্ষে এই যথেষ্ট মনে হওয়া উচিত। কিন্তু তা ছাড়া আরও এত কারণ রয়েছে...আর যখন আমাদের শত্রুর জেগে উঠেছে, যখন চারিদিকে প্রজারা : ক্ষুধার জালায় মারা যাচ্ছে আর অসন্তুষ্ট হয়ে রয়েছে, তখন আমাদের ত্যাগ করে চলে যাবার তোমার কোনই অধিকার নেই। আর কিসের জন্তে যাবে ? মার্সেলাস মারা গেছে ; মৃতের কবর-সমস্ত দেখে ঘুরে বেড়ােনর চেয়ে জীবনে আরও অনেক বড় বড় কর্তব্য রয়েছে । তুমি বলছ, তোমার কৰ্ম্মহীন জীবনে এইবার ক্লান্তি এসেছে ; কিন্তু কৰ্ম্ম আর কর্তব্য পথের ধারে ত কুড়িয়ে পাওয়া যায় না । দুয়ারের উপর দাড়িয়ে তাদের জন্যে অপেক্ষা করতে হবে, যখনি তারা সামনের পথ দিয়ে যাবে অমনি তাদের অভ্যর্থন করবার জন্যে প্রস্তুত হতে হবে ; আর তার প্রতিদিনই যেয়ে থাকে। তুমি তাদের কখনও দেখ নি ? আমি নিজেই প্রায় অন্ধ, তবুও কিন্তু আমিই তোমাকে দেখতে শেখাব ; যেদিন তুমি তাদের ঘরে আনতে রাজী হবে, সেইদিনই আমি তোমায় তাদের চিনিয়ে দেব । যা হোক, আমার কথা শোন ; যদি তুমি মনে কর যে, তোমার জীবনের অন্তস্তল হতে এই যাএার শাসন আসছে, তা হলে আমি তাতে বারণ করব না ; কারণ, তোমার সত্তার কাছে আর তোমার ভাগ্যদেবতার কাছে ঘটনাবলীর কোন অর্ঘ্য সাজিয়ে দেওয়া উচিত তা আমার চেয়ে তুমিই ভাল জান । যে ব্যাপারটা প্রায় আরম্ভ হয়েছে সেইটে জানা পর্য্যস্ত কেবল আমি তোমায় অপেক্ষ করতে বলি... পিলীয়াস কতদিন আমায় অপেক্ষা করতে হবে ? আর্কেল এই কয়েক সপ্তাহ ; হতে পারে কয়েক দিন মাত্র... পিলীয়াস আমি অপেক্ষা করব... সনৎকুমার মুখোপাধ্যায় । -مستصجسمح حبعد مصعبے نیچے۔