পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరి) o

      • ** * * * * * * * * * * * * T. a . * * *

গাছের গুড়ি কিম্বা বাটীর প্রাচীরেই ềgffgots . making Spider Frz. ; aề র্তাবু অত্যন্ত কৌশল দেখিতে পাওয়া যায় । যে-সকল গুয়ার (Spinarettes) সাহায্যে মাকড়সারা জাল রচনা করে—ভিন্ন ভিন্ন শ্রেণীতে উহাদের সংপ্যার তারতম্য আছে-—সাধারণতঃ চার হইতে আট পর্য্যন্তই দেখা যায় । Flapping মাকড়সার ন্যায় এক জাতীয় মাকড়সার এইরূপ ছয়টি Spinarettes আছে—ইহাদের দুইটি খুবই লম্বা ; কিন্তু ইহাতে বিশেষ কোন সুবিধা দেথা যায় না, কারণ এই সকল মাকড়সার জাল অন্যান্ত মাকড়সার জাল অপেক্ষা বিশেষ উৎকৃষ্ট কিম্বা বৃহৎ নহে ; এই জাতীয় মাকড়সা গাছের গুড়ির উপরই বাস। নিৰ্ম্মাণ করিয়া থাকে –সুতরাং ইহার খুব সাধারণ হইলেও গুড়ির রংএর সহিত ইহাদের রং মিশিয়া থাকে বলিয়। সচরাচর দৃষ্টিগোচর হয় না। থাদ্যসংগ্ৰহ করিবার জন্যই মাকড়সার প্রধানতঃ জাল রচনা করে ; কলিকাতার ইডেন গার্ডেনে একপ্রকার মাকড়স। দেখিতে পাওয়া যায়—তাহীদের জাল-রচনাপ্রণালী অতীব অদ্ভুত ; এই মাকড়সার রং কালো, হলদে, বাদামীর উপর কালে কালো রেপ আছে ; ইহার খুব সূক্ষ্ম স্থতার গোলাকার জাল বয়ন করে---কেবল মধ্যস্থানে ঢেরার আকৃতিতে মোট মোট স্থত থাকে ; মাকড়সা এই মোট স্থতার উপরই পা রাখিয়া অবস্থান করে এবং খাদ্যকে আয়ত্তের মধ্যে অনাই এই মোট সুতার মুখ্য উদ্দেশ্য । এই মাকড়সার মতোই অঙ্গ এক প্রকার মাকড়স। আছে—তাহীদের গঠন অfর ও সুন্দর ; দেহ উজ্জ্বল শু"য়ার দ্বারা আবৃত থাকাতে রৌপ্যের ন্যায় ঝকৃঝকূ করে। সণ্ট লেকে একপ্রকার ঝোপের মধ্যেই ইহার প্রায় বাস করে ; ইহাদের পুরুষ, স্ত্রী অপেক্ষা খুবই ছোট ; পুরুষ জালের এক কোণে বাসা প্রস্তুত করিয়া অবস্থান করে ; কখন কখন একই বাসাতে ৩৪টি পুরুষ নিবিরোধে একত্রে বাস করে। আর একপ্রকার মাকড়সার কার্য্য আরও চমৎকার ও আশ্চর্যজনক ; ইহারা প্রাতঃকালে জাল রচনা করে—জালের মধ্যদেশ ঠিক তাবু কিবা গম্বুজের দ্যায় দেখায়—এবং ইহার উপরে মাকড়সাটি উল্টাভাবে অবস্থান করে। ইংরেজীতে ইহাকে Tent প্রবাসী—পৌষ, ১৩২১ [১৪শ ভাগ, ২য় খণ্ড সহকারে স্বল্প ভাবে প্রস্তুত করে । এই জাতীয় মাকড়স। কলিকাতায় প্রচুর দেখিতে পাওয়া যায়। কীটের শব্দ । সচরাচর আমরা কীটের অনেক প্রকার শব্দ গুনিতে পাই –উইচিংড়ীই অধিকসংখ্যক শব্দের জন্য দায়ী— বাড়ীতে যে-সকল উইচিংড়ী দেখিতে পাওয়া যায় উহার ডানার আবরণে আবরণে ঘর্ষণ করিয়া এই কর্কশ শৰী নির্গত করে ; কেবল পুরুষ উইচিংড়ীতেই শব্দ করিবার ইন্দ্রিয় আছে। ইহা সিদ্ধান্ত হইয়াছে যে, স্ত্রীকে মুগ্ধ ও আকর্ষণ করিবার জন্যই পুরুষ এই প্রকার শব্দ ( গান ) করে । গ্রেভলি সাহেব স্বয়ং এই ধারণার সত্যতা দেখিয়াছেন—তিনি বাড়ীর প্রাচীরে এক পুরুষ উইচিংড়ী দেখিতে পান—উহ! প্রথমে সম্পূর্ণ মুক ছিল, কিছুষ্ট শব্দ করে নাই, কিন্তু তাহার সম্মুথে একটি স্বী উইচিংড়ী রাখিবামাত্রই পুরুষটি “গান” করিতে আরম্ভ করিল ; আরও দেখ। গিয়াছে যে স্ত্রীলোকদিগকে মুগ্ধ করিবার জন্য পুরুষরা একটি কোমল মধুর স্বর নির্গত করে ; সাধা রণ কর্কশ স্বর অপেক্ষা ঐ শব্দ একেবারে ভিন্ন। উইচিংড়ীর শ্রবণশক্তি খুবই প্রখর, ইহাদের শ্রবণেন্দ্রিয় মস্তকে স্থাপিত নহে, সম্মুখের পায়ের উপর অবস্থিত। যদিও কীটের মধ্যে উইচিংড়াই সৰ্ব্বাপেক্ষা অধিক শব্দ বাহির করে— অষ্ঠাষ্ঠ কীটের ও শব্দ করিবার ক্ষমতা আছে । Bectlesদের (কঠিন পক্ষবিশিষ্ট পোকা, গুবরে পোক। জাতীয় ) শব্দ বাহির করিবার ইন্দ্ৰিয় আছে ; কাহার ও কাহারও স্বর খুব তীক্ষু—কেহ কেহ আবার খুব অস্পষ্ট স্বর নির্গত করে ; দেহের ভিন্ন ভিন্ন অংশের ঘর্ষণই এই শব্দের উৎপত্তির অন্ততম কারণ । বোলতা, মৌমাছি, মাছি ডানার সাহায্যে শব্দ করে ; শব্দের জন্য ও ইহাদের বিশেষ ইন্দ্রিয় (Vibratory organ) আছে ; মৌমাছির শব্দ সাধারণতঃ ডানার সঞ্চালনেই বাহির হয়। চাকের মধ্যে মৌমাছিদের বিরক্ত করিলে যে ভয়ানক শব্দ উত্থিত হয় ঐ সম্বন্ধে বহু গবেষণার দ্বারা স্থিরীকৃত হইয়াছে যে উহাদের গলার ও ডানার দ্রুত সঞ্চালনই ঐক্লপ শব্দের উৎপত্তির কারণ।