পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રર প্রবাসী—ক দিক, ১৩১১ রোটাসগড় । শত্রুর; তখন বাহু হইয়। দুগঞ্জয়ের অর্থ উপায় উদ্ভাবন করিতে তৎপর হইল । ওরাওঁaাজে 6ধওয়ালার পরামর্শ অনুসারে খদি বা সরহুল উৎসবের দিন পখন ওরাওঁর। মদের নেশায় একান্ত বিভোর হইয়া পড়িয়ছিল তখন তাহার। অরক্ষিত গুপ্ত পথে দুর্গে প্রবেশ করিয়া তাহ। অধিকার করিয়া বসে। তখন ওরাওঁরমণীগণ উৎসবের জঙ্গ উখলীতে করিয়া চাল কাড়াইতেছিল ; তাহারা অমনি উখলার কাষ্ঠদও শামাট গতে করিয়া দেশের স্বাধীনতার জন্য শক্রর সম্মুখে আসিয়া দাড়াইল । কিন্তু এই নারী সৈন্যকে পরাজিত করিতে চেরাদিগকে বিশেষ ৭েগ পাইতে হয় নাই । শত্রুসৈঙ্গের আগমনের সঙ্গে সঙ্গেই ওরাওঁ রাজা ও তাগর প্রজাবৰ্গ ভূগর্ভস্থ পথে দুর্গের বাহির হইয়া যায় । এক এক মণ তৈলপায়ী বড় বড় মশালের আলোকে আকাশের * দুর প্রান্ত পর্য্যস্ত আলোকিত করিয়াও চেরার ওরাওঁfদগের অনুসন্ধান করিয়া উঠিতে পারে নাই । ওরাওঁ ছাড়া আরও অনেকে ওরাওঁদের শরী:রর এই রোটাস গের প্রতিষ্ঠার দাবি করে—সুতরাং একথা নিশ্চয় করিয়া বল। কঠিন যে ওরাওঁরাই এ দুর্গের প্রতিষ্ঠাতা । o রেটাসদুর্গ পরিতাগের পর ওরাওঁfদগকে যে পথ অবলম্বন করিতে হয় তাহা দুর্ভেদ্য বনের ভিতর দিয়া । কোয়েল নদীর তীর ধরিয়া তাহার প্রথমে পেলামেী, তার পর ছোটনাগপুরে আসিয়। উপনিবেশ স্থাপন করে । ছোটনাগপুর তখন মুণ্ডাদের অধিকারে । ওরাওঁদের fবশ্বাস এই মুণ্ডাদের সংস্পশে আসিয়াই তাহারা আচারে ব্যবহারে খাদ্য খাদ্য বিচারে এতটা হীন হইয়া পড়িয়াছে নতুবা তাহার এককালে সভ্যতার উচ্চাসনেই আরূঢ় ছিল । শরীরতত্ত্ববিদদের মত কিন্তু ভিন্ন রকমের । তাহারা এই দুই জাতির ভিতর শরীরগত যথেষ্ট সামঞ্জস্য দেখিতে পাইয়াছেন । ইহাদের উভয়েরই মুখ চেপ্টা, আকার বেটে, মস্তক অপরিসর, এবং নাসা বিস্তৃত । রং গঢ় তাম্রবর্ণ, চুল কালো,