পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vురిy さヘヘヘヘヘヘヘ、ヘノ* ・いヘベ・ア、・ヘッい。ヘヘヘヘヘー、ペ・ মূৰ্বিকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহাতে বিলীন হইলেন । পুরবাসীগণ মন্দিরদ্বার উদঘাটন করিয়া রাজকুমারীকৈ আর দেখিতে পাইলেন না । তদবধি তাহার পাষাণমূৰ্ত্তি গোবিন্দজীর পাশ্বে স্থান পাইয়াছে । জয়পুরে গোবিন্দজী অনীত হইবার পর গোস্বামী হরেকৃষ্ণের শিষ্য রামশরণ গোস্বামী মগরাজের অনুরোধে বিবাহ করিতে বাধ্য হন । তখন হইতে শিষ্যাভূশিখ; ক্রমে গদি অধিকারের প্রথার পরিবস্তে ইহা বংশ19গ ত মদনমোহন হয় এবং উত্তরাধিকারী পুত্র বা ভ্রাতুপুত্র অথবা অঙ্গ কোন বংশধর শিয্যরূপে গৃহীত হইতে থাকেন। রামশরণ গোস্বামীর পর নীলাম্বর, বলরাম, কৃষ্ণশরণ, রামনারায়ণ, গোবিন্দনারায়ণ, হরেকৃষ্ণশরণ, রামগোস্বামী, শু্যামসুন্দর, এবং খৰ্ত্তমানে শ্ৰীকৃষ্ণচন্দ্ৰ গোস্বামী ক্রমান্বয়ে গদির অধিকারী হন। বৃন্দাবনে গোপীনাথের মন্দির কুশাবৎ রাজপুতদিগের শেখাবৎ বংশীয় রায়শীল নামক জনৈক ভক্ত প্রবাসী—পৌষ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড রাজপুত কর্তৃক নিৰ্ম্মিত হয় । * রায়শীল প্রতাপসিংহের বিরুদ্ধে রাজা মানসিংহের সহায়তা করিয়াছিলেন এবং সম্রাট আকবর কর্তৃক প্রেরিত হইয়। কাবুলের বিরুদ্ধে অভিযান করিয়াছিলেন । শেখাবৎ রাজপুতগণের আবাসভূমি শেখাবতা প্রদেশ জয়পুররাজের রাজ্যভুক্ত। উক্ত প্রদেশের অধিকাংশ রাজপুতই গোপীনাথের বাঙ্গালী গোস্বামীদিগের শিষ্য । গোপীনাথের বিগ্রহও গোবিন্দজীর সহিত অধরের সন্নিহি৩ ঘাটি নামক স্থানে রক্ষিত হয় । এক্ষণে গোপীনাথের মন্দির জয়পুর সহরের পশ্চিমভাগে অবস্থিত । জয়পুরের মদনমোহনের মূৰ্ত্তিও বৃন্দাবন হইতে আনীত হইয়াছিল। কিন্তু আসলমূৰ্ত্তিটি এখন জয়পুরে নাই। কেরেীলীর মহারাঙ্গার সহিত জয়পুরের এক রাজকুমারীর বিবাহ হইলে জয়পুরের মহারাজ। জামাতাকে মদনমোহনের পরম ভক্ত জানিয়া বিগ্রহটি যৌতুকস্বরূপ তাহাকে প্রদান করেন । এবং ঐ বিগ্রহের অন্য প্রতিমুক্তি গঠন করাষ্টয়া পুরাতন মন্দিরে স্থাপন করেন । মদণমোহনের সহিত তাহার সেবাধিকারী বাঙ্গালী গোস্বামীগণও সেইসূত্রে কেরেীণীতে গিয়া উপনিবিষ্ট হন ৷ f জয়পুরের মন্দিরে যে মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠিত তাহার পূজারী বাঙ্গালী গোস্বামীগণ । শীলাদেবীর শী ৫ পুরোহিতগণের হায় ইহঁয়াও বাঙ্গালীত্ব হারাইতে মুসলমান-অত্যাচারে এই সকল মন্দির ধ্বংসপ্রাপ্ত হইলে gDK KBBB BBBB BggDD DDBBBSBBBB BBBBBBBS রাজা গোপাল সিংহ মদনমোহনের একটি নুতন মন্দির স্থাপন করেন ও মুর্শিদাবাদ হইতে গোসাই রামকিশোর নামক একজন বাঙ্গালীকে আনা ইয়া তত্ত্বাবধানের ভার দেন । গোস্বামী বtৎসরিক ২৭ সহস্র টাক। আয়ের এ কথাপি জমিদ।রী প্রাপ্ত হন । + এরূপও কিম্বদন্তী আছে সে একবার এক যুদ্ধে কেরোগীর রাজা জয়পুর পতিকে সাহায্যদান করিলে বন্ধুত্বের পুরস্কারস্বরূপ জয়পুরাধিপতি ঠfহাকে তাহার অভীষ্ট বস্তু দান করিতে চাহিলে তিনি গোবিন্দজীর মুঠি চাহিয়া ছিলেন । কিন্তু গোবিন্দজী জয়পুরের অধিদেবতা । এদিকে প্রতিজ্ঞা ভঙ্গ করাও অসম্ভব । সুতরাং অম্বররাজ কৌশল অবলম্বন করিয়া বলিলেন কেরোঁলীয়াজের চক্ষু বস্ত্রীবুত করিয়া উপহার সম্মুখে গোবিন্দজী, মদনমোহনঞ্জী ও গোপীনাথজীর মূৰ্ত্তি রক্ষিত হইবে । প্রথমে তিনি যে মূৰ্ত্তিকে স্পর্শ করিবেন তাহাই কেরোঁলীরাজের হইবে । কেরোঁলীর রাজা এই প্রস্তাবে সম্মত হইয়। যেমন হস্তপ্রসারণ করিলেন অমনি তাহার হস্ত মদনমোহনমূৰ্ত্তিকে স্পর্শ করিল। তখন মদনমোহন বিগ্রহ কেরোঁলীতে আনীত হন এবং তৎসঙ্গে পুজারী বাঙ্গালী গোস্বামীগণ কেরেীলীতে উপনিবিষ্ট इन !