পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ । প্রবাসী—পৌষ, ১৩২১ • [ ১৪শ ভাগ, ২য় খণ্ড SAAAAAA AAAA AAAA SAAAAA SAAAAA SAAAAASA SAAA SS S SAAAAAA SAAAA SAS S S S S S S S S S S S S S S S SAAAAAA S AAAAA SAAAA SAS A SAS SSAS SSAS S S S S S S S S S S S S S S SAAAAA S AAAA SAAAAA SAAAAA SAAAAA AAAA AAAA SAAAAA SAAAAA SAAAA SAS SSAS SSAS SSAS SSAS S S S S S S S S S S S S S S S S S S sť" নী মণ্ডি বিপাশা নদীর তীরে অবস্থিত । মুণ্ডিরাজ শ্ৰীমন্মহারাজ বিজয়সেন দেববাহাদুর বলেন যে র্তাহীদের বংশ গৌড়ের সেনরাজগণ হইতে সযুৎপন্ন দ্বাদশ শতাব্দীর প্রথমাংশে গৌড়াধিপ বল্লালসেনের পুত্র লক্ষ্মণসেন দিল্লীতে দশবৎসর রাজত্ব করেন এবং বারাণসী প্রয়াগ ও ঐক্ষেত্রে বিজয়স্তম্ভ স্থাপন করেন। তিনি ১১৬৯ খৃষ্টাব্দে বঙ্গরাজ্যের সিংহাসলৈ অভিষিক্ত হন । ত্রয়োদশ শতাব্দীতে বঙ্গে মুসলমানের আবির্ভাব হুইয়াছে । দিল্লীশ্বর বালবনের পুত্র নদীরউদ্দীন ত্রয়োদশ শতাব্দীতে বঙ্গদেশ হইতে কয়েকঘর গৌড়-কায়স্থ লইয়। গিয়া তথায় এবং এলাহাবাদ মুবার অন্তর্গত নিজামাবাদ, ভাদোইকোলি প্রভূতি স্থানে কানুনগোর পদে নিযুক্ত করিয়াছিলেন । সেই-সকল বঙ্গসত্তান আর দেশে প্রত্যাবর্তন করেন নাই । তাহার এক্ষণে নিজামাবাদী বলিয়। প্রসিদ্ধ । ১৪৪৫ খৃষ্টাব্দে অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর প্রথমার্দ্ধে রাজা শিবসিংহ মিথিলারাজ্যের সিংহাসনে অধিরূঢ় হন । বঙ্গের আদিকবি বসন্তরায় বিদ্যাপতি র্তাহার সভাসদ ছিলেন। একবার কোন কারণে দিল্লীর বাদসহ শিবসিংহকে করারুদ্ধ করেন । বিদ্যাপতি র্তাহার উদ্ধারার্থ দিল্লীষত্রে করিয়াছিলেন এবং দরবারে তাহার অসাধারণ কবিত্বশক্তির পরিচয় দিয়া দিল্লীশ্বরকে সস্তুষ্ট করিয়াছিলেন । তাহার ফলে রাজা শিবসিংহ কারামুক্ত হন এবং বিদ্যাপতি সম্রাটের নিকট হইতে বেহারের অন্তর্গত বিস্পী নামক্স একখানি বৃহৎ গ্রাম প্রাপ্ত হন । বিদ্যাপতির বংশধরগণ অদ্যপি ঐ গ্রামে বাস করিতেছেন । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যানসেলার মাননীয় ডাঃ দেবপ্রসাদ সৰ্ব্বাধিকারী সি, আই, ঈ, মহোদয়ের পূর্ব পুরুষ এবং সৰ্ব্বাধিকারী বংশের স্থাপয়িতা বাবু সুরেশ্বর বসু * ওড়িষ্যার দেওয়ান বা গবর্ণর ছিলেন । র্তাহার কনিষ্ঠ সহোদর স্বৰ্গীয় ঈশানেশ্বর সর্বাধিকারী সেই সময় (১৪০৯ ?) দিল্লীর বাদসহি মহম্মদ সাহের উজীর ছিলেন । f

  • বঙ্গদর্শন ৪র্থ খণ্ড । (২) "প্রাচীন কাব্যসংগ্রহ, শ্ৰীযুক্ত অক্ষয়চন্দ্র সরকার মহাশয়ের লিখিত ভুমিক।।

+ ডাক্তার মেজর ওয়ালস্ প্রণীত মুর্শিদাবাদ জেলার ইতিহাস । (২) বঙ্গবাসী ২৪ ডিসেম্বর ১৯০৪ । ভারতসাম্রাজ্যশাসনে তাহারও প্রভাব বড় সামান্য ছিs না। এই বংশীয় রাজা ভুবনমোহন সম্রাট সাহ আলমের মন্ত্রীপদে অধিষ্ঠিত ছিলেন । ষোড়শ শতাব্দীর মধ্যভাগে মহামতি আকবর দিল্লীর সম্রাট হন । তিনি ১৫৫২ অন্ধ হইতে ১৬০৫ অদ পর্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন তাহার সময়ে অনেক প্রসিদ্ধ বাঙ্গালী দিল্লীপ্রবাসী হইয়াছিলেন । বঙ্গের বিখ্যাত পণ্ডিত পুরন্দর আচার্য্যের পুত্ৰ মধুসূদন সরস্বতীর পণ্ডিত্য এবং অধ্যাত্মশক্তির খ্যাতি দিল্লী পর্য্যন্ত পৌছিয়ছিল । সম্রাট আকবর র্তাহার গৌরববৰ্দ্ধনার্থ তাহাকে স্বীয় দরবারে আহবান করিয়া ছিলেন। স্বনামপ্রসিদ্ধ প্রতাপাদিত্য যৌবনে বড়ই উদ্ধতপ্রকৃতি ছিলেন এবং সৰ্ব্বদাই মোগলরাজের অধী নতাপাশ ছিন্ন করিবার ইচ্ছা প্রকাশ করিতেন । র্তাহার পিতা বিক্রমাদিত্য তাহাতে ভীত হইয়া মোগলসম্রাটের ঐশ্বৰ্য্য ও সামরিক শক্তি প্রত্যক্ষ করিয়া সাবধান হইবার জন্য প্রতাপকে দিল্লী পাঠাইয়া দেন। র্তাহার সহিত তাহার দুইজন বন্ধুও ছিলেন, তাহীদের নাম স্থৰ্য্যকাত্ত গুহ এবং প্রতাপসিংহ দত্ত । আকবরের রাজস্ব-সচিব তোড়লমল্লের সহিত র্তাহারা দিল্লী যান। এখানে কিছু দিন বাস করিবার পর যুবরাজ সেলিমের সহিত র্তাহার পরিচিত হন। একদা একটি সমস্তার পূরণ করিয় প্রতাপাদিত্য সম্রাট আকবরের অনুগ্রহভাজন হন এব। মোগল রাজদরবারে রাজনীতি শিক্ষা করিতে থাকেন পাচ বৎসর সম্রাট-সভায় অতিবাহিত করিয়া ১৫৮২ অবে ১৯ বৎসর বয়সে রাজা উপাধি ও রাজসনদ লইয়া তিনি দেশে প্রত্যাবৰ্ত্তন করেন । কিন্তু পাঁচ বৎসর মোগল রাজনীতি অধ্যয়ন করিয়া সম্রাটের সামরিক শক্তি ও ক্রটিসমুহ বিশেষভাবে পর্য্যবেক্ষণ করিয়া প্রতাপ অধিক সাহসান্বিত হইলেন এবং পিতার মৃত্যুর পর আপনাকে স্বাধীন বলিয়া ঘোষণা করিলেন । ইহাই অণকবর বাদসাহের সেনাপতি মানসিংহকে প্রতাপদমনের জন্তু বঙ্গদেশে প্রেরণের মূল কারণ। পরে সপ্তদশ শতাব্দীর প্রারস্তে প্রতাপ তাহার পিতৃব্য বসন্তরায়ের প্রতি কোন সময় ক্রুদ্ধ হইয় তাহার প্রাণসংহার করেন। কচুরা তখন প্রতাপমহিষীর কৃপায় পলায়ন করিয়া দিল্লীতে