পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] fখবেন । নচেৎ" মহামান্তবক্তিগণ আবার লক্ষ লক্ষ ,'ক' [ রাজস্বের ] হানি করিবেন r" এসম্বন্ধে বাদশাহ হুকুম করিতেছেন যে—“এ বিষয়ট। আমি পরিষ্কার বুঝিতে পারিতেছি না । তুমি পুর্ণক্ষমতা: প্রাপ্ত দেওয়ান ও ফৌজুল্লার এবং [ তোমার বিরুদ্ধে ] pাহারও কথা আমি গুনি না।” আপনি আরও লিখিয়াছেন, “আমার কাৰ্য্যের অংশী ৭৭ শক্র তা করিয়া [ আমার বিরুদ্ধে ] নানা কথা লগে, এবং তস্থার শাসনকাৰ্য্য বিশৃঙ্খল করিয়া রাজকাৰ্য্য নষ্ট করে । [ অথচ ] আমি এই দেশ আবাদ করাইয়া, ক্রোর ক্রোর টাকা সংগ্ৰহ করিয়াছি । স্বার্থপর লোকেরা সখন আমার কাজ ছিন্নভিন্ন করিয়াছে, আমি আশা করি এই দাসের স্থলে] অপর কোন কৰ্ম্মচারী নিযুক্ত হউক।” বাদশাহ উত্তর দিতেছেন যে—“কেন শয়তানের সন্দেহ করিতেছ ? ঈশ্বর তাহার পাপ হইতে আমাদের রক্ষা করুন ! তোমার অংশী’ কে ? তাহাদের অতিপ্রায় কি ? তুমি বাদশাহের,অকুগ্রহ ও স্নেহের উপর দৃষ্টি নিবদ্ধ করিয়া এবং তাহার উপদেশ মানিয়া বাদশাহী রাজস্ব সংগ্রহে পুৰ্ব্বাপেক্ষাও অধিক চেষ্টা করিবে, এবং ক্রমাগত খাজন। [ সদরে ] পাঠাইতে থাকিবে । কোন ভয় করিও না।” [ টাকা। ইয়ারআলী বেগ-বাদশাহের ডাকবিভাগর প্রধান অধ্যক্ষ । সমস্ত প্রাদেশিক সংবাদলেখকগণ ঠাহীর অধীনে ছিল। যদি কোন প্রদেশের শাসনকৰ্ত্ত৷ ংবাদলেখককে ভয় দেখাইতেন বা অপমান করিতেন; ইয়ারআলী বেগ অমনি গিয়া বাদশাহের নিকট নালিস চরিতেন, “সংবাদলেখকগণ বাদশাহের গোপনীয় চক্ষুরিপ । যদি তাহাদিগের প্রতি অত্যাচার বা অপমান ইতে দেওয়া যায় তবে তাহার। সত্য কথা লিখিতে iহস পাইবে না, এবং শাসনকৰ্ত্তারা বাদশাহকে কঁকি দবে।” তখন সেই শাসনকৰ্ত্তার শাস্তির হুকুম হইত। ইরূপে ইয়ারআলী তাৎকালীন C. I. Dর প্রতিপত্তি ত্যন্ত বুদ্ধি করিয়াছিলেন বলিয়া ফাসী ইতিহাসে গথিত আছে। WİNİ Anecdožes of Aurangsih, 3০ দেখুন। ਸ੍ਰੀਯ কুলীখার वज्रे'ङ्ग २१ - میر احمر محصر حجی م, “অংশীগণ”—যুবরাজ আঞ্জীমূ-উশ-শানু, বাঙ্গলার নাজিম্ অর্থাৎ সৈন্য, বিচার ও শান্তির জন্য দায়ী শাসন-- কৰ্ত্ত ; অপর পক্ষে মুশীদ কুলীর্থ। শুধু রাজস্ববিভাগে প্রধান ছিলেন । “মহামান্য ব্যক্তিগণ”ও সেই অর্থে ব্যবহৃত । গৌরবার্থে বহুবচন । মুশীদ কুলীৰ্থার খাতিরে যুবরাজ আজীমূ-উশ-শানকে বাদশাহ আওরংজীব কেমন ধর্মকাইতেন তাহা ইয়ার্টে বর্ণিত আছে । ] ( ; ) i. ইতিপূৰ্ব্বে বাদশাহের হুকুমে এই মন্ত্রীবরকে লেখা হইয়াছে যে প্রায় নব্বই লক্ষ টাকার সরকারী খাজান যাহা বঙ্গদেশ ও উড়িষ্যায় সংগ্রহ করা হইয়াছে এবং যাহার পরিমাণ আপনি বাদশাহকে লিখিয়া জানাইয়াছেন, ও তৎসঙ্গে অন্যান্য অধিক টাকা যাহ। সংগ্ৰহ হইয়। থাকিবে, একত্রে যত দ্রুত সম্ভব এখানে পাঠাইবেন । এখন যুবরাজ [আজীমূ-উশ শান]কে আজ্ঞা দেওয়৷ হইয়াছে যে ঐ সকল টাকা প্রেরণ করিবার জন্য কড়া সজাওল নিযুক্ত করিয়া উহা এলাহাবাদ পর্য্যন্ত রিক্ষী সহ পৌছাইয়া দেন। যদি আপনি পূৰ্ব্বে প্রেরিত আজ্ঞানুসারে পূৰ্ব্বোক্ত টাক সদরে রওনা করিয়া থাকেন, ভালই ; নচেৎ এই পত্র পাইবামাত্র ঐ টাকা এবং অপর ধাহা-কিছু আদায় হইয়াছে তাহ। সমস্ত সব্বাপেক্ষা অধিক দ্রুততার সঙ্গে হুজুরে প্রেরণ কfরবেন। জানিবেন যে বিলম্ব অবৈধ, কারণ এবিষয়ে বাদ শাহ অত্যন্ত অধিক তাকি করিতেছেন , নিশ্চয়ই এই আজ্ঞ। কার্য্যে পরিণত কfরবেন। এই পত্রে আওরংজীবের শেষ কয়েক বৎসরের টাকার অভাব এবং বাঙ্গল হইতে প্রেরিত রাজস্বের আবশ্যকতা অতি স্পষ্টরুপে বুঝা যায়। of Aurimosis, p. 10 and 125 (WoR 1 | . I necdotes ( t ) বাদশাহী নিয়মানুসারে খাস্ মহাল ও অন্তাষ্ঠ পরগনাগুলি বন্দোবস্ত করা, এবং নওয়ারা ও তোপখানা সম্বন্ধে বাদশাহের হুকুমে আপনাকে যে পত্র লিখি তাহার উত্তর পাইলাম ও র্তাহাকে দেখাইলাম। আপনি যে জাহাঙ্গীরনগর পোছিয়াছেন, রাজস্বের জন্য দায়ী