পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] কেবল বিলাতের লোকে হইতে পারে । ভুপেন্দ্র বাবুর আদর্শ অনুসারে ভারতবাসীরও ঐরূপ উচ্চ উচ্চ পদ পাইবার সুযোগ থাকা চাই। ব্রিটিশ সাম্রাজ্যের যুবরাজ বিবাহ করেন, কোনও ইউরোপীয় রাজকুমারীকে । সাম্য স্থাপিত হইলে ভবিষ্যৎ কোন যুবরাজ হয় ত ভারতীয় কোন রাজনন্দিনীকে বিবাহ করিতে পারেন ; যেমন মোগল বাদশাহদের আমলে কোন কোন স্থলে হইয়াছিল। অন্যদিকে, পুৰ্ব্বে যেমন ইংলণ্ডের কোন কোন রাণী ও রাজকুমারীর স্পেন, হল্যাণ্ড, জাৰ্ম্মেনী বা অন্য দেশের রাজবংশীয় কাহারও কাহারও সহিত বিবাহ হইয়াছিল, তেমনি ভারতীয় কোন কোন রাজপরিবারেও হইতে পারে । আমাদের “কল্পনার দৌড়" দেখিয়া কেহ কেহ হয়ত হাসিবেন । কিন্তু এ সব ঘটিবে কি ঘটিবে না, তৎসম্বন্ধে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা আমাদের নাই, তাহা আমাদের কাজও নয়। আমরা কেবল সাম্যের অর্থ কি তাহাই বুঝিতে চেষ্টা করিতেছি। কারণ মুখে বলিব সাম্য, অথচ মনের মধ্যে “কিন্তু" রাখিয়া অধিকাংশ বিষয়েই ঘাড়টা নীচু করিয়া থাকিব, তাহাতে তে সাহচর্ষ্য বা সমান অধিকার হইতে পারে না । আপাততঃ কি চাই যাহা হউক, ভবিষ্যতে ভারতবর্ষের অবস্থা কিরূপ দাড়াইবে, উহার সর্বাঙ্গীন উন্নতির জন্য ভবিষ্যদ্বংশীয়ের। কিরূপ রাষ্ট্রীয় ব্যবস্থা আবশ্যক মনে করিবেন, তাহ পঙ্ককেশ আমরা বলিতে পারি না। ভূপেন্দ্র বাবুর সাম্যের আদর্শ বাস্তবে পরিণত হইবার সস্তাবনা থাকিলে আমাদের তাহাতে আপত্তি নাই। কিন্তু ঐ বাস্তবও তো আসিতে অনেক সময় লাগিবে। আপাততঃ আমরা সৰ্ব্বত্র যথেষ্ট খাদ্য ও বিশুদ্ধ জল, সৰ্ব্বত্র স্বাস্থ্য রক্ষার বন্দোবস্ত, সকল বালকবালিকার শিক্ষার ব্যবস্থা, কেবলমাত্র উকীল ব্যারিষ্টার শ্রেণী হইতে নিযুক্ত বিচারকসমূহপূর্ণ স্বাধীন বিচারবিভাগ, সিবিল সাবিস উঠাইয়া দিয়৷ বিজ্ঞাপন দিয়া যোগ্যতম ম্যাজিষ্ট্রেট আদি কৰ্ম্মচারী নিয়োগ, গবর্ণমেণ্টকে জানাইয়। সকলের অন্ত্র রাখিবার ও বিবিধ প্রসঙ্গ—ভবিষ্যৎ রাষ্ট্রীয় আদর্শ ۹۹ (م ব্যৱহার করিবার অধিকার, স্থলযুদ্ধ ও রৌসেনা বিভাগে কৰ্ম্মচারী ( officer ) হইবার অধিকার, সকল প্রকার সরকারী কার্য্যে জাতি বর্ণ ধৰ্ম্ম নির্বিশেষে যোগ্যতমের নিয়োগ, ব্যবস্থাপক সভাগুলির অনুনি দুই তৃতীয়াংশ সভোর ভারতবাসীদিগের দ্বারা নিৰ্ব্বাচন, ইত্যাদি ব্যবস্থা হইলেই সস্তুষ্ট হইব । * ভবিষ্যৎ রাষ্ট্রীয় আদর্শ নানা জনের রাষ্ট্রীয় আদর্শ নানাবিধ। স্বাধীনতাৰ অর্থও সকলে এক রকম বুঝেন না ; আমরা যথন বালক ছিলাম, তখন আমাদের একজন সঙ্গী বলিয়াছিল, “দেশটা স্বাধীন হইলে বেশ হয় ; তাহা হইলে আমার যাহা দরকার সবই পাই, কাহাকেও টেক্স দিভে হয় না।” স্বাধীন দেশের লোককে ট্যাক্স দিতে হয় না, এরূপ ধারণা কোন প্রাপ্তবয়স্ক লোকের আছে কি না, জানি না ; কিন্তু স্বাধীনতার মানে যে অনেকে নিজের ইচ্ছামত ও সুবিধামত আচরণ বুঝে তাহাতে সন্দেহ নাই । কিন্তু লাস্তবিক যাহার। স্বাধীন তাহাদিগকেও নানা রকমের নিয়মের বাধা বাধির মধ্যে বাস করিতে হয়। অনেক সময় পরাধীন লোকদের চেয়ে স্বাধীন লোকদের অর্থব্যয়, এবং যুদ্ধে প্রাণসংশয় ও প্রাণহানি বেশী হয়। বর্তমান ইউরোপীয় যুদ্ধে ভারতবর্যকে কেবলমাত্র দেড় কোটি টাকা দিতে হইয়াছে। কিন্তু একজন বিশেবজ্ঞ "ইসেব মতে ইংলণ্ডকে প্রত্যহ দেড় কোটি, জাৰ্ম্মেনীও রুশিয়ার প্রত্যেককে প্রত্যহ ৪॥• কোটি, ফ্রান্স ও অষ্ট্ৰীয়ার প্রত্যেককে প্রত্যহ তিন কোটি টাকা করিয়া খরচ করিতে হইতেছে। অষ্ট্রিয়। রুশিয়া জাৰ্ম্মেনী ফ্রান্স প্রভূতিকে যুদ্ধক্ষেত্রে যত সৈন্য পাঠাইতে হইয়াছে, তারতবর্ষকে তত পাঠাইতে হয় নাই। অবশু যাহারা স্বাধীনতার স্বথ ও অধিকার ভোগ করে, যুদ্ধের সময় তাহার। উৎসাহের সহিত তাছার মূল্য দিতেও প্রস্তুত থাকে । -> ভারতবর্ষের ভবিষ্যৎ রাষ্ট্রীয় অবস্থা কিরূপ হইবে, উহার মধ্যে স্বাধীনতা কতটুকু থাকিবে, কেহ বলিতে পারে না। স্বদেশী রাজার অধীন হইলেই যে দেশের