পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S S S S S S S S S S S S S SAAAAAA S AAAA S S SAAAS C J S S JSAAAA S SAAAAA কি বলেন, জানিতে ইচ্ছা করে । ষাহী হউক, রুশিয়া যদি কন্‌ষ্টাণ্টিনোপল দখল করিতে সমর্থ হয়, ও উহার নাম বদলাইয়। জার-গ্রাড, রাখে, তাহা হইলে বাংলাভাষায় উহার অনুবাদ জারগ্রাস করা চলিবে। যুদ্ধের সংবাদ ইণ্ডিয়ান ভেলী নিউস বলেন, ফ্রান্সে যে ২৫০ মাইল লম্বা ভূখণ্ডে যুদ্ধ হইতেছে, তাহার মধ্যে কেবলমাত্র ২৫ মাইল যে আমরা শত্রুর বিরুদ্ধে দথল করিয়া অাছি, তাহা উপলব্ধি করা কঠিন । * ফ্রান্স ২২৫ মাইল আগ ল। ইয়। আছে, এবং হয় জার্মেনীকে হট হয় দিতেছে বা অগ্রসর হইতে দিতেছে না। রয়টার তারে ২৫ মাইলের খবর যে পরিমাণে পাঠাইতেছেন, ২২৫ মাইলের সেরূপ পাঠাইতেছেন না। - বোধ হয় তাহার মত এই যে ভারতবর্ষের লোকদের ব্রিটিশসাম্রাজ্যের সৈন্তসকলের বীরত্বকাহিনী জানা যতটা দরকার, ফ্রান্সের বীরত্বকাহিনী জানা ততটা দরকার নয় । পশ্চিমে জার্মেনী, ফ্রান্স বেলজিয়ম ও ইংলণ্ডের সহিত লড়িতেছে, পূৰ্ব্বদিকে রুশিয়ার সহিত লড়িতেছে। এই পূৰ্ব্বদিকের যুদ্ধক্ষেত্রেই অতীতের বড় বড় যুদ্ধের মত ভীষণ জয়পরাজয় চলিতেছে। পশ্চিমদিকে উভয়পক্ষের অগ্রগতি বা পশ্চাৎগতি ঘদি গজ হিসাবে মাপা হইতেছে বলিয়। বলা যায়, তাহ হইলে কুশিয়ার অগ্রগতি বা হটিয়া যাওয়৷ মাইল হিসাবে হইতেছে বলিতে হইবে । অযুত অযুত সৈন্তের মৃত্যু, অযুত অযুত সৈন্তের বন্দী হওয়া, বড় বড় সহর দুর্গ অধিকার, বড় বড় নদী অতিক্রম, এসকল পূৰ্ব্বদিকের মুদ্ধক্ষেত্রেই বেশ ঘটতেছে । অথচ পুৰ্ব্বদিকে এক রুবিয়া জার্মেনী, তুরস্ক ও অষ্ট্রিয়ার সহিত লড়িতেছে। ইহাতে মনে হয় যে রুশিয়ার যুদ্ধের আয়োজন যেমন বিশাল, ইংলণ্ড, ফ্রান্স ও বেলজিয়মের সম্মিলিত আয়োজন তেমন বিরাট এখনও হয় নাই। কিন্তু ইংলণ্ডের

  • “It is difficult to realise hat we only hold about 25 miles of the line of 250 miles in France against the

Germans.” বিবিধ প্রসঙ্গ-প্রাচ্য ও পাশ্চাত্যের সত্যবাদিত g מילס\ সৈন্ত রঙ্গভূমিতে অবতীর্ণ হইবে। বৰ্ব্বরতার গল্প স্বষ্টি রয়টার লণ্ডন হইতে তারে থবর পাঠাইয়াছেন ষে কেটু হিউম নামে একজন স্ত্রীলোক এইরূপ চিঠি জাল করিয়া প্রকাশ করিত যে জার্মেনর, তাহীর ভগ্নী নাসূর্ণ ( শুশ্রাযাকারিণী ) হিউমের অঙ্গচ্ছেদ করিয়াছে। বিচারে জুরী তাহার উপর দয়া করিয়া এই সুপারিস করেন যে তাহাকে পরীক্ষাধীনভাবে ছাড়িয়া দেওয়া হউক। তদকুসারে তাহাকে থালাস দেওয়া হইয়াছে । সে ইতিমধ্যেই তিনমাস জেল খাটিয়াছে। এমন গুণবতী নারীকে এলাহাবাদ, মন্দ্রিাজ, প্রভূতি সহরের কোন কোন সম্পাদক সম্পাদিকণকে র্তাহাদের কার্য্যে সাহায্য করিবার জন্য ভারতবর্যে পাঠাইয়া দিলে মন্দ হয় না। ইহার পুৰ্ব্বেও শক্রপক্ষের বর্বরতার অনেক গল্প মিথ্যা বলিয়া বিলাতে প্রমাণিত হইয়াছে। যুদ্ধটাই তো একে নিষ্ঠুর ব্যাপার, মানুষের অতীত অসভ্য অবস্থার পরিচায়ক লক্ষণ । তাহার উপর আবার পৈশাচিক বৰ্ব্বরতার কথা, সত্য হইলে মানবজাতির কিছুমাত্র উন্নতি হয় নাই মনে করিয়া প্রত্যেক মাকুযকেই লজ্জিত হইতে হয়। আমেরিকার বেশীর ভাগ কাগজ যে জার্মেনীর বন্ধু তাহ নয়। অথচ আমেরিকাতেও এখন সম্পাদকগণ র্তাহjদের যুদ্ধক্ষেত্রস্থ সংবাদদাতাদের পত্র হইতে বুঝিতে পারিতেছেন যে উভয়পক্ষে পরস্পরকে যে সব বর্বরতার জন্য অভিযুক্ত করিতেছে, তাহার অধিকাংশই মিথ্যা । প্রাচ্য ও পাশ্চাত্যের সত্যবাদিত। লর্ড কর্জন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিবিতরণ সভায় বক্তৃত। করিতে করিতে বলিয়াছিলেন, যে, সত্যবাদিতা বিশেষ করিয়া পাশ্চাত্যজাতিদের গুণ, তাহ। পাশ্চাত্য দেশসকলেই বিশেভাবে বিকাশলাভ করিয়াছে ; প্রাচ্য মহাদেশে তাহা তেমন বিকশিত হয় নাই। বর্তমান যুদ্ধে দেখা যাইতেছে, উতর পক্ষই পরস্পরকে মিথ্যাবাদী প্রমাণ করিবার চেষ্টা করিতেছেন। কেহ বলিতেছেন,