পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য; ] নূতন শিক্ষালয় স্থাপন কর। কিন্তু কাহাকেও বিদ্যা হইতে বঞ্চিত করিও না এদেশে বৎসরের অধিকাংশ সময়ে খোলা জায়গায় গাছতলায় শিক্ষা দেওয়া চলে । বড় বড় ঘরবাড়ী নাই-ব হইল ? * আমরা পূৰ্ব্বে পূৰ্ব্বে জাপানের ও বিলাতের কোন কোন"শিক্ষালয়ের ছাত্রসংখ্যা দিয়া দেখাইয়াছি ষে তথায় সে বিষয়ে কোন অলঙ্ঘনীয় সীমা নির্দিষ্ট নাই। আরও কোন কোন শিক্ষালয়ের সংখ্যা দিতেছি । ইংলণ্ডে— ঈটন ১০০০এর উপর,বেড ফোর্ড গ্রামার স্কুল ৭৪০, চার্টারহাউস স্কুল ৫৮০, চেণ্টেনহাম ৫৭৫, ক্লিফ টন ৬০০, ডালউইচ ৬৬০, মালবোর ৬৩০, সেণ্টপলুস ৬০০, বার্মিংহামু কিং এডওয়ার্ডস স্কুল প্রায় ২৮০০, লণ্ডনের কিংস কলেজ আমেরিকায়—টাস্কেঙ্গী ইন্সটিটিউটু ১৫২৭, ওয়াশিংটন কলার্ড হাই স্কুল ১৫০ • । ২৬৬৪ | সাহিত্যসম্বন্ধীয় বার্ষিক পুস্তক বিলাতে ও অন্যান্য বিদ্যোৎসাহী দেশে ভিন্ন ভিন্ন ব্যবসায়ে ও কার্য্যে নিযুক্ত লোকদের সুবিধার জন্য প্রতিবৎসর নানাবিধ বার্ষিক পুস্তক বাহির হয় । কোনটিতে জীবিত প্রধান প্রধান লোকের ঠিকান ও সংক্ষিপ্ত জীবনচরিত থাকে, কোনটিতে সমুদয় দেশের লোকসংখ্যা, শাসনব্যবস্থা, শিক্ষা বৃত্তান্ত, জন্মমৃত্যুর হার, বাণিজ্য, যুদ্ধের আয়োজন, ইত্যাদি থাকে, কোনটিতে গতবৎসরে চিত্রাদি কলার উন্নতি অবনতির বৃত্তান্ত থাকে, কোনটিতে বা সমুদয় সংবাদপত্র ও সাময়িকপত্রের ঠিকানা মূল্য আলোচ্য বিষয় প্রবন্ধাদির দৈর্ঘ্য ও দক্ষিণার হার গ্রন্থকারদের নাম ও ঠিকান প্রকাশকদের নাম ও ঠিকানা ইত্যাদি থাকে। আমাদের দেশে এরূপ বহি প্রায় বাহির হয় না বলিলেও চলে। এলাহাবাদের পাণিনি আফিস নানাবিধ শাস্ত্র ও অপরাপর গ্রন্থ প্রকাশ করিয়া দেশের উপকার করিতেছেন। তাহার এবৎসর একখানি সাহিত্যিক বর্ষপুস্তক বাহির করিতে সঙ্কল্প করিয়াছেন। উহা ইংরেজীতে ছাপা হইবে । উহাতে ভারতবর্ষের সকলপ্রদেশের যে সকল গ্রন্থকার কোন দেশভাষায় বা ইংরেজীতে পুস্তক লিথিয়াছেন, তাহদের সংক্ষিপ্ত পরিচয় ও ঠিকান এবং বিবিধ প্রসঙ্গ—গবর্ণরের কংগ্রেস দর্শন Wobr& র্তাহীদের লেখা বহিগুলির তালিকা থাকিবে ; ভারতবর্যের সমুদয় পুস্তক প্রকাশকদের নাম ও ঠিকানা থাকিবে, ভারতবর্ষের সমুদয় সংবাদপত্র ও সাময়িক পত্রের নাম ও ঠিকানা, সম্পাদকের নাম, কোন ভাষায় লেখা ইত্যাদি • থাকিবে । বলা বাহুলা, এরূপ একখানি বুহির দরকার আছে । গ্রন্থকার, পুস্তকপ্রকাশক, সংবাদপত্র ও সাময়িক পত্র সম্পাদক, এক কথায় যে কোন প্রকারে যিনি সাহিত্যসেবা করেন, তিনি পাণিনি আফিসে অবিলম্বে জ্ঞাতব্যবিষয় লিখিয়া পাঠাইলে বহি থানি প্রকাশ করিতে বিশেষ সাহায্য করা হইবে । ঠিকানা—পাণিনি আফিস, বাহাদুরগঞ্জ, এলাহাবাদ । গবর্ণরের কংগ্রেস দর্শন এবার মাস্ট্রীজে কংগ্রেসের অধিবেশনের সময় তথ}কার গবর্ণর একদিন কংগ্রেস মণ্ডপে উপস্থিত ছিলেন । ইহাতে ভারতীয় সংবাদপত্রমহলে ভারী উল্লাসের ধুম পড়িয়া গিয়াছে । আমরা ইহাতে উল্লসিত হইবার কারণ দেখিতেছি না । আজকাল সরকারী কর্মচারীরা যে কংগ্রেসের তেমন প্রতিকুলত করেন না, তাহার কারণ, এখন কংগ্রেস গবর্ণমেণ্টের সঙ্গে খুব রফা করিয়া চলেন এবং কংগ্রেসের নেতারাও তথাকথিত “চরমপন্থী’ নেতাদিগকে বর্জন করিয়াছেন। গবর্ণরের মত উচ্চপদস্থ রাজপুরুষের কংগ্রেসে আগমন ও কংগ্রেসের প্রতিনিধিদিগকে উদ্যানসম্মিলনে নিমন্ত্রণ র্তাহার পক্ষে সৌজন্য ও রাজনীতিজ্ঞ তার পরিচায়ক । কিন্তু ইহাতে নেতৃবর্গের কল্যাণ হইবে না বলিয়া আশঙ্কা হয় । নানাপ্রকার কড়া আই নের ফলে নেতাদের এবং অন্ত সমুদয় দেশসেবকদের কার্য্যক্ষমতা কমিয়া গিয়াছে । তাহাতে র্তাহাদের দোষ নাই । কিন্তু রাজপুরুষদের পিঠ-থবিড়ানর জন্য লোলুপ হওয়াটা দোষের বিযয় এবং বুদ্ধির অল্পতার লক্ষণ। কারণ, এ পর্য্যন্ত আমরা দেশের একজন নেতাও দেখিলাম না যিনি এই পিঠ-থাবড়ান হজম করিতে পারিয়াছেন। ইহা যিনি যিনি লাভ করিয়াছেন তাহারই বাক্যে, লেখায় এবং অন্যবিধ আচরণে পরিবর্তন ঘটিয়াছে। অতএব আমাদের মেরুদণ্ড যখন যথেষ্ট দৃঢ় নয়, যখন ইহা সৃামান্য