পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ケ○ সেীমান্য বা অনুগ্রহের ভরেই কুইয়া যায়, যখন আমাদের চরিত্র এখনও যথেষ্ট দৃঢ় হয় নাই, তখন রাজপুরুষদিগের হইতে দূরে দূরে থাকা মন্দ নয়। আমরা কাহাকেও অশিষ্ট বা রূঢ়ভাষী হইতে বলি না। কিন্তু রাজপুরুষদের সৌজন্য বা অকুগ্রহের কঙাল হওয়া কংগ্রেসের পক্ষে । শোভা পায় না । ' লঘুরামায়ণ ভারতের মানুষকে রামায়ণ যেমন করিয়া গড়িয়াছে, আর কোন একখানি বহি বোধ হয় তেমন কবিয়া গড়ে নাই। অথচ মূল বাল্মীকির রামায়ণ সমগ পড়া অনেকেরই ভাগ্যে ঘটিয় উঠে না । সংস্কৃত মৃত ভাষা ন হইলেও উহা এখন আর চলিত ভাষা নয়। উহার ব্যাকরণ কঠিন বলিয়া অনেকে উহ। শিখে না। স্কুলের ছাত্রের সংস্কৃত রামায়ণের এক আধ সর্গ মাত্র পড়ে । সমস্ত বহিটিতে পচিশ হাজার শ্লোক আছে। তাহ অধ্যয়ন কর। সময়সাপেক্ষ । অথচ রামায়ণের মূল কাহিনীটি বলিবার জন্য পচিশ হাজার শ্লোকের প্রয়োজন হয় না। বাবু গোবিন্দনাথ গুহ অবাস্থর কথা পুনরুক্তি আদি বাদ দিয়া মহর্ষি বাল্মীকিরই রচিত তিনহাজার শ্লোকে গ্রথিত রামায়ণের মূল আখ্যায়িকাটি লঘুরামায়ণ নাম দিয়া প্রকাশিত করিয়াছেন । ইহার মধ্যে একটি বর্ণও র্তাহার স্বরচিত নহে । এখন মূল রামায়ণের আনন্দ উপভোগ ও তাহ হইতে উপকারলভ মুসাধ্য হইল । শিক্ষাবিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক এই গ্রন্থ বিশেষ ভাবে আদৃত হওয়া উচিত । গোবিন্দপাবু সংস্কৃতেই একটি ভূমিকা লিখিয়াছেন। তাহাতে বাল্মীকির কাল, অধুনা-প্রচলিত রামায়ণে প্রক্ষিপ্ত কিছু আছে কি না, রামায়ণের সহিত হোমুরের ইলিয়াডের তুলনা, প্রভৃতি বিষয় সাতিশয় পাণ্ডিত্যসহকারে বিন্যস্ত হইয়াছে। কিছু টীকাও আছে । গোবিন্দবাবু এই গ্রন্থ প্রকাশ করিয়া ভারতবাসীদের কৃতজ্ঞতাভাঙ্গন হইয়াছে। মিতব্যয়িতা ধৰ্ম্ম মিতব্যয়ী লোকের কৃপণ বলিয়া (নন্দা রটে, খরচী লোকের খুলনাম হয়। কিন্তু মিতব্যয়িত। যদি কেবল প্রবাসী—মাঘ, ১৩২১ [ »8" डॉगं, २ग्न १७ টাকার নেশা জনিত না হয়, তাহা হইলে উহ। একটি সদুগুণ । দেশে যখনই কোন কারণে দুর্ভিক্ষ হয়, যথনই কোন সৎকাজের জন্য বহু অর্থের প্রয়োজন হয়, তখন যাহাদের সাহায্য করি বার ইচ্ছা আছে, অথচ সঙ্গতি নাই, তাহারা বুঝিতে পারে যে মিতব্যয়ী হইলে এখন সাহায্য না করা রূপ অপরাধে অপরাধী হইতে হইত না । যাহার এত দরিদ্র যে একটি পয়সাও বিলাসদ্রব্যে বা ব্যসনে খরচ করিবার সাধ্য নাই, তাহাদের কথা ছাড়িয়া দিলে দেখা যায়, যে আমরা সকলেই মিতব্যয়ী হইলে সৎকার্য্যের জন্য কিছু কিছু অর্থ সঞ্চয় করিয়া রাখিতে পারি। এই যে পূৰ্ব্ববঙ্গে নানাস্থানে ভীষণ অন্নকষ্ট ও বস্ত্রকষ্ট উপস্থিত হইয়াছে, ইহা দুর করিবার জন্য এখন প্রত্যেকেরই সাহায্য করা কৰ্ত্তব্য। কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য যথাস্থানে পৌছিতেছে না এই জন্য যে আমরা নিজে, বাধ্য হইয়া উপবাসী থাকার ও বtধ্য হইয় অৰ্দ্ধ নগ্ন থাকার কষ্ট যে কি, তাহা উপলব্ধি করিতে পারিতেছি না। আমরা বুঝিতে পারিতেছি না, চোখের সম্মুখে স্নেহের পুত্তলী ছেলেমেয়েগুলিকে দিন দিন অস্থিচৰ্ম্মসার হইতে দেখিলে কি নিদারুণ যন্ত্রণা হয়, অন্নাভাবে ও বস্ত্রাভাবে তাহীদের কাতর ত্র নদন কেমন শুনায়, তাহার। নিজীব হইয়া যখন আর র্কাদিতেও পারে না, তখন মাবাপের মনের অবস্থা কিরূপ হয় । নিম্নশ্রেণীর শিক্ষাদানকার্য্যে ব্ৰতী শ্ৰীযুক্ত হেমেন্দ্রনাথ দত্ত দীঘিরপাড় গ্রামের গরীবলোকদের অন্ন ও বস্ত্রের ক্লেশ দূর করিতে চেষ্টা করিতেছেন । তাহার ঠিকানা, উয়ারী, ঢাকা । তাহাকে সকলে সাহায্য করুন। যুদ্ধে ভারতবর্ষের ব্যয় যুদ্ধে ভারতবর্ষের সরকারী তহবিল হইতে এক কোটি টাকা মাত্র দেওয়া হইয়াছে বলিয়া ষ্টেট্স্ম্যান উপহাস করিয়া লিখিয়াছেন, ভারতবাসীরা চীন স্বায়ত্তশাসন, কিন্তু দিয়াছেন যুদ্ধের একদিনের ব্যয়ের দুইতৃতীয়াংশ মাত্র। দরিদ্রকে এই বিদ্রুপ না করিলে ভাল হইত। ইংলণ্ড স্কটলণ্ড আয়লণ্ডের মোট লোকসংখ্যা সাড়ে চারি কোটির কিছু বেশী, ভারতসাম্রাজ্যের লোকসংখ্যা সাড়ে একত্রিশ কোটির কিছু বেশী। সাড়ে চারি কোটি