পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য ] অভিলাষ নীরবে দাড়া ছয় দাড়াইয়। বই-পোড়া দেখিল । তারপর ধীরে ধীরে আপনার ঘরে গিয়। আড়ষ্ট আকাট হইয়া চেয়ারের উপর বসিয়া পড়িল –যেন পুত্ৰশোকাতুর পিতা প্রাণাধিক পুত্রকে চিতায় জ্বলিতে দেখিয়া ঘরে ফিরিয়া আসিয়াছে। 參

  • পরদিন প্রভাতে উঠিয়াই কৃষ্ণগোবিন্দ রাধাবিনোদের মন্দিরের সম্মুখে তুলসীমঞ্চের নিকটে গিয়া দাড়াইলেন ; তাহার হঠাৎ আদেশে রাজমিস্ত্রীরা এই তুলসীমঞ্চটি মাৰ্ব্বেল পাথরে গথিয়৷ তুলিতেছিল ! কৃষ্ণগোবিন্দ বেদনাতুর দৃষ্টিতে অনেকক্ষণ ধরিয়া তুলসীমঞ্চ গাথা দেখিতে দেখিতে এক একবার ফিরিয়া ফিরিয়া রাধাবিনোদের দিকে একদৃষ্টে চাহিয়া দেখিতেছিলেন । বেলা হইয়া উঠিল, মুখের উপর রৌদ্র আসিয়া পড়িল, কৃষ্ণগোবিন্দ ঠায় দাড়াইয়া আছেন ।

হঠাৎ রঘু খানসাম দৌড়াইতে দৌড়াইতে আসিয়৷ বলিল—ম ঠাকরুণ একবার আপনাকে ডাকছেন । কৃষ্ণগোবিন্দ বিরক্ত হইয়া বলিলেন—এথন যেতে পারব না, যা । —আজ্ঞে, দাদাবাবু কোথায় চলে গেছেন... কৃষ্ণগোবিন্দ এক মুহূৰ্ত্ত রঘুর মুপের দিকে চাহিয়৷ থাকিয়। অবিচলিত গম্ভীরভাবে বলিলেন—কি করে জামলি চলে গেছে ? কোথাও বেড়াতে যায়নি ? —অজ্ঞে না, চিঠি লিখে রেখে গেছেন । ম। ঠাকরুণ কঁদিতে লেগেছেন... কৃষ্ণগোবিন্দ একপার একদৃষ্টে রাধাবিনোদের দিকে আরবার তুলসী-গাছটির দিকে তাকাইয়া তাকাইয়৷ হঠাৎ সেখান হইতে হনহন করিয়া চলিয়া গেলেন । অন্দরে গিয়াই নিত্যকিশোরীকে বলিলেন—কৈ, অভির চিঠি দেখি । নিত্যকিশোরী চোথের জলে অভিষিক্ত অভিলাষের চিঠিখানি স্বামীর হাতে নীরবে তুলিয়া দিলেন। কৃষ্ণগোবিন্দ চোখ বুলাইয় গম্ভীর হইয়া মনে মনে পড়িলেন – 可l, মুর্থ হয়ে থাকতে আমি পারব না। আমি বিলেত চললাম । তুমি কেঁদো না। চেচিয়ে কঁদিবার হুকুম তোমার থাকবে না, মনে মনেও কেঁদে না । শিগগির আবার তোমার কোলে ফিরে আসব | —তোমার মেহের অভিলাষ ।

  • ー「* ダ * * ヘ ダ°*

বজাইত বনস্পতি \లిన్త ) • fকছুক্ষণ চুপ করিয়৷ থাকি। কৃঞ্চগোঁfপূর্ণ বললেন – রঘু, ঘনষ্ঠামকে ডাক । BB BBBB BBBSB BBSBBS KKDD ggDS KgBBBB কৃষ্ণগোবিন্দ বলিলেন আমরা এখনই কলকাত। যাব, তার ব্যবস্থা করে দাও ।...আমি অপুত্ৰক হয়েছি .. সমস্ত বিষয়সম্পত্তি ડ્રાફોબિાળક • দে বোত্তর করতে হবে ... ... ধনশ্ৰাম হাত জোড় করিয়া বলিলেণ- আঞ্জে অনেক CK5 || 5, 3 WIS 1... * কৃষ্ণগোবিন্দ বাধা দিয়া শুধু হুকুম করিলেন —যাও, পান্ধী আনতে বলগে... BBYB ggSK KB BBKJJJ BBBBB BKB বলিলেন–বীঠাকরুণ কাল থেকে উপে যা আছেন... কৃষ্ণগোবিন্ধ ক্রুদ্ধ হইয়া উঠিয়া বণিলেন—ত। আমি জানি । তোমাকে য। বলছি তাই করগে ।... যাও... আধঘণ্টার মধ্যে দুখানি পঞ্চা রাধাবিনোদপুর হষ্টতে বাহির হইয়া গেল । তখনে ধোগ জন বেহরিার হুমহুম শব্দ রুদ্ধ ক্ৰন্দনের মতো দূর হইতে গ্রামের মধ্যে ভাসিয়া আসিতে ছল ৷ নকুড় শুট্টাচাৰ্য্য দাড়াইয়া দাড়াইয়া দেখিয়৷ একগাল হাসিয়া সমবেত গ্রামবাসীদের স্নান মুখের দিকে চাহিয়া বলিয়। উঠিল-বাবা ! বামুনের মাঙ্গ যাবে কোথা, হাতে হাতে ফলে গেল ! একজন ভগবান ত মাথার ওপর আছেন, এখনো দিন রাত হচ্ছে ! তাহার কথার কেহ কোনো উত্তর দিল না। সমস্ত গ্রাম যেন আজ বাক্যহারী, অপ্রকাশ বেদনায় স্তব্ধ! Հ প্রায় তিন বৎসর পরে । অভিল]য সিভিলিয়ান হইয়৷ বিল ত হইতে ফিরিয়া হাবড়া ঃেসনে নামিল। দেখিল তাহার ভগ্নীপতি শচাদুলাল তাহাকে অভ্যর্থনা করিয়া লইতে আসিয়াছে, কিন্তু তাইার নিজের বাড়ীর একট। চাকর পর্য্যন্ত কেই তাহdকে এতকাল পরে তাহার নিজের বাড়ীতে ডাকিয় লইয়। যাইবার জন্য আসে নাই । সে দীর্ঘনিশ্বাস ফেলিয়৷ ‘শচীদুলালকে জিজ্ঞাসা করিলগোসাইঞ্জী, আমাদের বাড়ীর কেউ আসেনি ? •