পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯৩ চাকর দাসী দাদাবাবুর খাবারের আয়োজন করিতে চারিদিকে ছুটাছুটি স্থাকাই কি করিতে লাগিল। পীড়ি দেf থয়৷ অভিলাষ বলিল—আমার পীড়ি চাইনে । আমি বেশ বলেছি। নিত্যকিশোরী বলিলেন–পী"fড়খান টেনে নে না, ও ত ধুয়ে গঙ্গাঙ্গল দিয়ে নিলেই শুদ্ধ হবে । —ন মা, পীড়ি থাক। তুমি চট করে থাবার দাও, আমার বড় ক্ষিদে পেয়েছে। মা দুর হইতে আলগোছে সন্তৰ্পণে খাবার দিতে লাগিলেন ; অভিলাষ আহার করিল । তারপর মাটির গেলাস ও পাতাখালি তুলিয়া বাহিরে ফেলিয়। আসিয়া বলিল—আমায় একটু গোবর দাও । নিত্যকিশোরী ব্যস্ত ইষ্টয়া বলিলেন—ন না, গোবর দিতে হবে না, ও শকড়ি থাকগে, কাল মেথরাণী ধুয়ে দিয়ে যাবে । অভিলাষ বলিল—এখানটা নোংরা হয়ে থাকূলে রাত্রে আবার খাব কোথায় ? ঘনশু্যাম বলিলেন—একবার খেলে, হল ; বার বার এই রকম করবে নাকি ? --হা৷ কাকা, জানেন ত মা কাছে বলে না খাওয়ালে আমার ধাওয়া হত না । এতকাল পরে আমি মার কাছে ফিরে এসেছি । অভিলাষের মা আবার অঞ্চলে মুখ ঢাকিয় কঁদিতে লাগিলোঁ। ঘনশ্রাম বলিলেন– এ রকম করলে লোকে বললে কি, যে, একজন ম্যাজিষ্ট্রেট রোজ গোবর ধ"iটছে। আজকে ত সময় নেই, কালই প্রায়শ্চিত্তের জোগাড় করে দেবো... • • • অভিলাষ বলিল—আমি ত কোনো পাপ করিনি কাকা যে প্রায়শ্চিত্ত করব ? ম্যাজিষ্ট্রেট গোবর ঘাটলে লোকে নিন্দে করবে, অথচ ম্যাজিষ্ট্রেট গোবর খেলে লোকে খুব ভালো বলবে, না ? গোবর খেতে আমি পারব না কাক । - তাহার মা বলিলেন—রোজ দুবেল। এই গোবর ঘাটার চেয়ে কি একদিন চোককান বুজে গোবর ধাওয়৷ প্রবাসী—মাঘ, ১৩২১

    • ・ * x * 、メ*AAA S S S S S S S S SeS SeAAS AAASASASJJAJ S S JSJSJJJSJSJSSAAAASA SSASAS SS SSL SSS JSSS SSS S
  • * * * & タ 一。ヘー、*ーヘ z x < 、 メ 、 . x *、* 、ベ * ・ *下* ダ

[ ১৪শ ভাগ, ২য় খণ্ড ভালে। নয় রে ? তুই যে গোবর দেখে সেটকাতিস ; এখন রোজ গোবর ছুবি কেমন করে বল্ ত ? তার চেয়ে প্রাচিত্তিরটা করে ফ্যাল । অভিলাষ বলিল—ম, এই ত আমার প্রায়শ্চিত্ত । আমি তোমাদের অমতে কাজ করে’ অপরাধ করেছি ; তোমাদের কাছে আমি শতেকবার খাটো হব । কিন্তু অপরের জুলুমের কাছে আমার মাথা নুইবে না মা । ...মাধি, আমায় একটু গোবর দে । মাধি সকলের মুখের দিকে একবার তাকাইল । কেহই কোনো কথা বলে না দেখিয়া অভিলাষের সম্মুখে একটু গোবর ফেলিয়া দিল । অভিলাষ সমস্ত শরীরকে সঙ্কুচিত করিয়া প্রাণপণ ইচ্ছায় গোবর তুলিয়া লইল । সে যেমন তাহা মাটিতে মাডক্সন। কfরতে যাইবে অমনি তাহার মাত উঠানে নামিয়া পড়িয়। তাড়াতাড়ি গিয়া তাহার হাত ধরিলেন। তারপর পুত্রকে বুকে টানিয়। তুলিয়া চোখের জলে ভাসিতে ভাসিতে তাহার মুখে শতচুম্বন দিয়া যেন তাহার সকল অপরাধ, সকল গ্লানি মার্জন৷ করিয়া দিতে লাগিলেন । বাড়ীর সকলে অবাক, সমস্ত বাড়ী স্তব্ধ। কৃষ্ণগোবিন্দের খড়ম খুব কড়া রকমে খটর ধটর করিয়া ডাকিয় উঠিল । তিনি খড়ম খটখট করিতে করিতে উপস্থিত হইয়। গজ্জন করিয়া বলিয়া উঠিলেন— গিন্নি ! তোমার একি মতিচ্ছন্ন হল ! তোমাকেও আমি ত্যাগ করলাম। - নিত্যকিশোরী উচ্ছ,সিত হইয়া বলিয়া উঠিলেন— তাই করে। গো, তাই করে। আমার বুক এতদিন দুঃখে ফেটে যাচ্ছিল ; তুমি ত্যাগ করে আমায়, আমি ছেলে মেয়েকে বুকে করে জুড়োবো । কৃষ্ণগোবিন্দ ডাকিলেন—ঘনশ্রাম, শিগগির ব্যবস্থা কয় গে, রাধাবিনোদকে নিয়ে এখনই আমি বৃন্দাবন যাব ! চারু বন্দ্যোপাধ্যায়।