পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোরে বুদয় মন্দিরের একটি বুদ্ধমূৰ্ত্তি । শ্ৰীযুক্ত শ্ৰী কালী ঘোষ মহাশয়ের সংগৃহীত ফটোগ্রাফ হইতে । এই প্রকোষ্ঠ নিশ্চয়ই তাহার আপাররূপে নিৰ্ম্মিত হইয়াছিল। বোরোবুদোরের মূৰ্ত্তি ও প্রাচীর-গাত্রে উৎকীর্ণ চিত্র গুলি পাশাপাশি সাজাইয়। রাখিলে তিন মাইল লম্বা হয় । ইহা চিত্রগুলির ফটোগ্রাফ তুলিতে ওলন্দাজ গভৰ্মেন্টের নাকি দুই লক্ষ টাকা খরচ হইয়াছে। মিঃ সিওয়েল বলেন, মন্দিরের বর্তমান পাদদেশ হইতে উপর দিকে চাহিলেই অলিন্দরক্ষক প্রাচীরের গাত্ৰ-ভূষণ মনুষ্যপ্রমাণ সারি সারি বুদ্ধমূৰ্ত্তি ও গোলাকৃতি বারাণ্ডার উপরিস্থিত ক্ষুদ্র আধারের দ্যায় মন্দিরগুলি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। পূৰ্ব্ব দিকের সমস্ত বড় মূৰ্ত্তিগুলি প্রাচ্য ধ্যানীবুদ্ধ অক্ষোভোর প্রতিকৃতি। তাহার দক্ষিণ হস্তে ভূমিস্পর্শ মুদ্রা অর্থাৎ তিনি দক্ষিণ জামুর সম্মুখস্থিত ভূমি স্পর্শ করিয়া বলিতেছেন, “পৃথিধী সাক্ষী, আমি বুদ্ধ হইয়াছি।” দক্ষিণ দিকের সমস্ত মুৰ্বির হস্তে বরদা মুদ্রা,—দক্ষিণ হস্ত প্রসারণ কfরয়া বুদ্ধ বলিতেছেন, “আমি তোমাকে সৰ্ব্বস্ব [ ১৪শ ভাগ, ২য় খণ্ড দিলাম।” পশ্চিম দিকের সমস্ত মূৰ্ত্তি, বাম করতলে উপর দক্ষিণ করতল দিয়া উভয় হস্ত ক্রোড়ে রাখি ধ্যানস্থের ষ্ঠায় ধ্যান কিম্বা পদ্মাসন যুদ্রায় অবস্থিত ; এই গুলি অমিতাভ মূৰ্ত্তি। উত্তর দিকের মূৰ্ত্তিগুলির হস্তে অভ মুদ্রা, বুদ্ধের এই মূৰ্ত্তির নাম অমোঘসিদ্ধি, তিনি দক্ষি হস্ত উৰ্দ্ধে উত্তোলন করিয়া করতল প্রসারণ করিয়া অভ দিতেছেন ভীত হইও না, সমস্তই মঙ্গল |’ যাভায় বোরোবুদের ভিন্ন আরও অনেক প্রসি মন্দির আছে ; ভারতবর্ষীয় পুরাতত্ত্ববিদ, ও ঐতিহাসিক গণের যাভা দর্শন করিতে যাওয়া উচিত। ঐশাস্তা চট্টোপাধ্যায় । কবরের দেশে দিন পনর সপ্তম দিবস—মিশরের দক্ষিণ-দ্বার। আজি দক্ষিণ-মিশরের শেষ সীমায় চলিয়াছি । বিয়া প্রদেশ ও উচ্চতর মিশরের সঙ্গমস্থলে যাই৩েছি এই স্থান মিশরের ইতিহাসে চির প্রসিদ্ধ। এই অঞ্চ রক্ষা করিতে পারিলেই মিশরের উধ্বরভূমি দক্ষিণ হইতে রক্ষিত হইত। আবার এইখানেই নাইল নানা শাখা বিভক্ত হইয়া নিউবিয়া ও মিশরদেশের স্বাতন্ত্র্য রক্ষ করিত। মিশরের জল সরবরাহ এবং ভূমির উর্বরতা জন্য এই স্থান মিশরের অধিকারে থাকা নিতান্তই আবশুব ছিল । অধিকন্তু, এই পথ দিয়াই সুডান নিউবিয়া ইত্যাf আফ্রিকার দক্ষিণ ও পূৰ্ব্ব জনপদসমূহে বাণিজ্য প্রবাহি হইত। প্রাচীন মিশরের রাষ্ট্র, শিল্প, কৃষি, ব্যবসায় সকল এই স্থানের দ্বারা নিয়ন্ত্রিত হইত। এই কারণে প্রাচীন তম যুগে, গ্রীক ও রোমান আমলে এবং মুসলমানকালেও নরপতিগণ এই স্থান আয়ত্ত করিতে চেষ্টিত হইতেন দক্ষিণে অন্তত এই পৰ্য্যস্ত সাম্রাজ্য বিস্তুত না হইবে র্তাহারা নিশ্চিন্ত হইতেন না। এইজন্য এই প্রদেশে মিশরীয়, গ্রীকরোমান, মুসলমান সকল যুগের পুরাত কীৰ্ত্তি কিছু কিছু বর্তমান । আমরা মিশরের সৌ দ্বারদেশ পরিদর্শন করিতে আজ অগ্রসর হইয়াছি। নিউ