পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 ο 8 সমাবেশে মিশরের দক্ষিণ প্রাস্ত অতিশয় নয়নরঞ্জক ও চিত্তবিমোচনকারী রূপে বিরাজ করিতেছে । আর-কোন একখণ্ড অল্পবিস্তুত স্থানে স্বাভাবিক রংএর খেলা এত সুন্দর দেখিতে পাইব কিনা সন্দেহ । প্রকৃতি দেবী যেন র্তাহার ঐশ্বম্যের পরিচয় দিবার জন্যই আসোয়ানের এই * রম্য স্থান বাছিয়া লইয়াছেন । আমাদের আবাসের জানালায় দাড়াইয়া উত্তর-পশ্চিম ও দক্ষিণ দিকে দৃষ্টিপাত করিলে আবেষ্টনের বর্ণ-বৈচিত্র্যে ও গঠন-গরিমায় মুগ্ধ হইতে হয় । সন্ধ্যাকালে মাইল নদ | এখানে আমাদের হোটেলের স্বত্বাধিকারী একজন সুইস। কাইরোর গেটেলের স্বত্বাধিকারী একজন জাৰ্ম্মান। লুক্সরে যে হোটেগে ছিলাম তাহার স্বত্বাধিকারী একটা কোম্পানী-ফরাসী ও ইংরেজ বণিকগণের সমবায়ে ঐ হোটেল পরিচালিত । মৃতরাং এ কয়দিনে ইউরোপের নানাজাতির সঙ্গে বসবাস করিয়া লইলাম। কিন্তু সৰ্ব্বত্রই লক্ষ্য করিতেছি—রান্নাঘরের কাজকর্মের জন্য সুইসের প্রবাসী-মাঘ, ১৩১১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড নিযুক্ত। সুইসেরাই নাকি ইউরোপে শ্রেষ্ঠ রাধুনি ইহাদের হাতে কোন জিনিস নষ্ট হয় না। প্রত্যেক হোটেলে জনপ্রতি দৈনিক খরচ ১২ হইত্তে ১৫< লাগিছেছে। গাড়ী ভাড়া করিয়া নগর দর্শন এব: পুরাতনকীৰ্ত্তিপূর্ণ ধ্বংসরাশির ভিতর গমনাগমন করিতেও রোজ ১০ এ টাকার কম খরচ হয় না । তাহার উপর মিশরের এক প্রদেশ হইতে অন্স প্রদেশে যাইতে রেলভাড়া অল্প নয়। এতদ্ব্যতীত প্রতোক উঠাবসায় বকৃশিসের যন্ত্রণায় অস্থির হইতে হয়। রেলওয়ে-কুলীদের মজুরী আমাদের দেশের মুটে-খরচ অপেক্ষ চারিগুণ। এই-সকল দেখিয়া শুনিয়া মনে হইতেছে মিশরভ্রমণ ইউরোপীয় ও আমেরিকান ধনীদিগেরই সাঞ্জে । মিশর ভারতবর্ষের এত নিকটে বটে, ভারতবর্ষের বছলোক মিশরের পথ দিয়াই ইউরোপ ও আমেরিকায় প্রতিবৎসর যাতায়াত করিতেছেন সত্য, কিন্তু মিশরে পদার্পণ করিয়া কয়েক দিন পাস করা সাধারণ ভারতবাসীর পক্ষে একপ্রকার আসস্তব । এই জন্যই বুঝিতেছি—কেন ভারতবর্ষের লোকেরা ইউরোপীয় ও আমেরিকান স্বধীগণের ন্যায় নাম স্থান পর্যটন করিয়া ঐতিহাসিক ও বৈজ্ঞানিক অনুসন্ধানে প্রবৃত্ত হইতে অসমর্থ। উহাদের বিদ্যাবুদ্ধি বা নৈতিকবল বা চরিত্রশক্তি ভারতীয় শিক্ষিত লোকগণের অপেক্ষা বেশ এরূপ ত মনে হয় না । তাহণদের পয়সা আছে— আমাদের পয়সা নাই । তাহাদের নিজ তহবিলে পয়সা না থাকিলে তাহাদিগকে অর্থ-সাহায্য করিবার ব্যবস্থা আছে। আমাদের নিজ তহবিলে পয়সা ত নাইই— আর.:1অর্থসাহায্য দ্বারা আমাদিগকে দেশ-বিদেশে সুপাঠাইয়। বৈজ্ঞানিক গবেষণার বা ঐতিহাসিক অনুসন্ধানে ব্রিতী করিতে পারে এরূপ প্রতিষ্ঠানও নাই । পাশ্চাত্যসমাজের দুইশ্রেণীর লোক সাধারণত মিশরাদি দেশভ্রমণে বহির্গত হন । প্রথমত লক্ষপতির। —র্যহাদের নিকট টাকাকড়ি খেলার সামগ্রীমাত্র। এরূপ ধনবান লোক ভারতবর্ষে দুইচারিজন আছেন কি না সন্দেহ । দ্বিতীয়ত, প্রধান অধ্যাপকগণ এবং তাহীদের সাহায্যকারী নবীন অধ্যাপক বা বিশ্ববিদ্যা