পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবরের দেশে দিন পনর 8>> মিশর ও নিউবিয়ার সীমাক্ষেত্রে নাইল নদের বঁধি-ইহার ছিদ্রপথে প্রতি মিনিটে ৩১৮৮• টন জল নিৰ্গত হইয়া যায়। অন্য কোন নদীও নাই । কাজেই মিউবিয়ায় ও মিশরে আকাশ-পাতাল প্রভেদ । নিউবিয়া লোকাবাসের যোগ্য নয়—মিশর স্বর্গভূমি । হিমালয় পৰ্ব্বত ভারতবর্মের জন্য সকল মেঘ, সকল নদী, সকল জলধারা সঞ্চিত রাখিয়াছেন । তাহার ফলে তিববত জলহীন, নদীহীন, বুষ্টিহীন । হিমালয়ের দক্ষিণাংশে উৰ্ব্বর শস্তক্ষেত্ৰ—উত্তরাংশে শুষ্ক বরফযুক্ত পৰ্ব্বত প্রান্তর। নাইলনদের দক্ষিণে ও নিউবিয়াভাগে ভূমির অভাব, কৃষির অভাব, খাদ্যের অভাব, অথচ উত্তর ভাগের ভূমি এত ঐশ্বৰ্য্যযুক্ত যে এরূপ জনপদ ভূমণ্ডলে বিরল। আমরা নিউবিয়ার পাৰ্ব্বত্যদেশ এবং নাইল-ধার। দেখিতে গেলাম। আসোয়ান হইতে কিছু দক্ষিণে একট। রেলপথ বিস্তৃত। ২০২৫ মাইল পরে ষ্টেসন । গ্রানাইটপ্রস্তর ও গ্রানাইট ধূলিরাশির ভিতর দিয়া গাড়ী চলিল । অল্পক্ষণের ভিতর যথাস্থানে পৌছিলাম। নাইলের কুলে ষ্টেসন । দেখিলাম প্রকৃতি নাইলকে এখানে আষ্ট্রেপৃষ্ঠে বাধিয়া রাখিয়াছেন। যেন একটা মেজে-বাধান পৰ্ব্বত— প্রাচীরযুক্ত চৌবাচ্চার ভিতর নাইল প্রবাহিত হইতেছে । চতুর্দিকে বড় বড় শিলাখণ্ড ও উচ্চ গিরিশৃঙ্গ। একটিও ধূলিকণা কোথাও দেখা যায় না। আমরা নৌকায় চড়িয়৷ এই কুপ বা হ্রদের উপর চলিতে লাগিলাম। মধ্যস্থলে একটা দ্বীপ দেখা গেল। উহ। ইতিহাসপ্রসিদ্ধ ফাইলি দ্বীপ। গ্রীক ও রোমান আমলে এই স্থানে প্রাচীন মিশরীয় রীতিতে মন্দির, প্রাসাদ ও অট্টালিকা নিৰ্ম্মিত হইয়াছিল । টলেমির যুগের মন্দিরাদি এখনও দুষ্ট হয় । দ্বীপ ক্ষুদ্র—এক্ষণে অৰ্দ্ধভাগ জলমগ্ন—মন্দির ও অট্টালিকাসমূহের উপরিভাগ মাত্র বাহির হইয়া অাছে। এই মন্দিরে প্রাচীন আইসিস দেবীর বিগ্রহ আছে শুনিলাম। দ্বীপ এবং অট্টালিকাগুলি জলমগ্ন হইবার কারণ জানিতে ইচ্ছা হইল। প্রদর্শক বলিলেন, "দুরে যে নাইলের উপর “ড্যাম” বা প্রস্তরপ্রাচীর দেখিতে পাইতেছেম উহাই ইহার কারণ । এই"ড্যামের সাহায্যে নাইলের জল নিউবিয়াতে বন্দী করিয়. রাখা হইয়াছে । মিশরে অল্পমাত্র জল ছাড়িয়া দেওয়া হয় । আগষ্ট হইতে ডিসেম্বর মাস পর্য্যন্ত নfইলকে স্বাধীনতা দেওয়া হইয়। থাকে—তখন ড্যাম খোল থাকে । সেই সময়ে নিউ