পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] সমস্ত প্রাসাদটাই এই গুহাগুলোর উপর তৈয়ারী করা হয়েছে। কি সাজঘাতিক গন্ধ এখানে ঘুরে বেড়াচ্ছে তা টের পাছ-?—তাই আমি তোমাকে দেখাতে এনেছি। এই যে এখুনি তোমাকে এখানের একটা ছোট হ্রদ দেখাব, আমার বিশ্বাস গন্ধট। সেখান থেকেই ওঠে । সাবধান ; সামনে চল আমার, আমার লণ্ঠনের আলোতে । যখন সেখানে পৌঁছব তখন তোমায় বলব। [ নিঃশব্দে ডাহার চলিতে লাগিলেন । ] হে ! হে: ! পিলীয়াস ! থাম ! থাম । [ পিলায়াসের বাহু ধরিলেন । ] সৰ্ব্বনাশ - দেখতে পাছ না ?—অার এক প। এগুলেই অতল খাদে পড়ে যেতে !... পিলীয়াস আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না !...আমার দিকে লণ্ঠনটা কিছুই আলো দিচ্ছিল না... গোলড আমার প। ফস্কে গেছল...কিন্তু তোমায় যদি আমি না ধরতাম...বেশ, এই দেখ পচা জল, যার কথা তোমাকে বলছিলাম...এখান থেকে নরকের দুর্গন্ধ উঠছে টের পাচ্ছ ?—ঐ পাথরটা ঝুলে রয়েছে, ঐটের ধারে এসে একটু ঝুকে দেখ। গন্ধটা উঠে তোমার মুখে ধাক্কা মারবে ; পিলীয়াস আমি এখনই টের পাচ্ছি...বলতে গেলে যেন এ মৃতের কবরের গন্ধ । C히 3 আরও আগে, আরও আগে...কোনও কোণও দিন এই গন্ধ উঠে প্রাসাদের চারিদিক ভরে যায়। রাজা বিশ্বাস করেন না যে এটা এখান থেকে ওঠে।—এই পচা বদ্ধ জলের গৰ্ত্তট। দেওয়াল দিয়ে গেথে দিলে ভাল হয়। আর, তার উপর, পিলেনগুলো একবার ভাল করে দেখার দরকার। খিলানগুলোর গায়ে আর থামে সব ফাট ধরেছে লক্ষ্য করেছ ? আমাদের চোখের আড়ালে এখানে কি একটা হচ্ছে আমাদের ছ সই নেই ; আর যদি কোন মত্ব নেওয়া না হয় তা হলে একদিন হঠাৎ সমস্ত প্রাসাদটাই এ গ্রাস করে ফেলবে। কিন্তু করা যায় কি ? কেউ এখানে নামতে চায় না...অনেক পিলীয়াস ও মেলিস্তাণ্ডা 8)ని দেওয়ালে আশ্চৰ্য্য সব ফাটল আছে . 3: . এখানে... নরকের গন্ধ উঠছে টের পাচ্ছি ? 参 পিলীয়াস ই ; আমাদের চারিদিকে মৃত্যুর গন্ধ ধীরে ধীরে . উঠছে... C ... • বুকে দেখ ; কিছু ভয় নেই...আমি তোমায় ধরছি... আমায় তোমার...না, নী, তোমার হাত না... ও ছেড়ে যেতে পারে...তোমার বাহু ধরতে দাও, তোমার বাছ দাও...খাদটা দেখতে পাচ্ছ ? [ ব্যাকুলভাবে । ]– পিলীয়াস ? পিণীয়াস ?... পিলীয়াস ই ; মনে হচ্ছে আমি খাদের একেবারে শেষ পর্য্যন্ত দেখতে পাচ্ছি...ও রকম করে কঁপিছে কেন আলোটা ?... তুমি... [ সোজা হইয়া দাড়াইয়া ঘুরিয়া গোলডকে দেখিতে লাগিলেন । ] গোলড [ কম্পিত কণ্ঠে ] ই ; লণ্ঠনের আলোই বটে...এই দেখ, পাশগুলোতে আলো দেবার জন্তে আমি এটাকে দোলাচ্ছিলাম... পিলীয়াস আমার দম আটকে যাচ্ছে এখানে ..চল আমরা ষাই... গোলড হা ; চল যাই... g [ নিস্তব্ধভাবে প্রস্থান । ] 囊 鬍 চতুর্থ দৃশ্য খিলান-ঘরের প্রবেশ-পথে চত্বর | [ গোলর্ড ও পিলীয়াসের প্রবেশ । ] পিলীয়াস আঃ ! এতক্ষণে আমি দম নিতে পারছি ! ঐ মস্ত মস্ত গুহাগুলোর মধ্যে এক এক সময় মনে হচ্ছিল যেন মূৰ্ছা যাচ্ছি। আমি প্রায় পুড়ে যাচ্ছিলাম...ওখানকার ভিজে বাতাসটা সীসার শিশিরের মত ভারি, আর অন্ধকারটা হচ্ছে বিষ-ফলের শণসের মত ঘন...আর এই এখানে, সমস্ত সমুদ্রের সমস্ত বাতাস দেখ, স্নিগ্ধ বাতাস