পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२० বইতে আরস্ত হয়েছে ; ছোট ছোট সবুজ ঢেউগুলির উপর দিয়ে, যেন নবোয়ুক্ত পাতার মত স্নিগ্ধ...বাঃ! চার্তালের গোড়ায় ফুলগাছগুলোয় এখন নিশ্চয় ওরা জল দিচ্ছে, পাতার গন্ধ আর ভিজে গোলাপের গন্ধ আমাদের এখান প্রবাসী—মাঘ, ১৩২১ تحوي ه পৰ্য্যন্ত উঠছে...এখন নিশ্চয় বেল। দুপুর প্রায়, ফুলগাছ গুলোর উপর প্রাসাদের ছায় এসে পড়েছে...দুপুরই বটে ; ঘণ্ট। বাজছে শুনছি, আর ছেলেরা সমুদ্রে নাইতে নামছে...আমরা অতক্ষণ গুহাগুলোর ভিতরে ছিলাম আমি জানতেই পারিনি... গোলড আমরা প্রায় এগারটার সময় ওখানে নেমেছিলাম... পিলীয়াস আরও আগে ; নিশ্চয় আরও আগে ; আমি সাড়ে দশটা বাজতে শুনেছিলাম তখন । গোলড সাড়ে দশট না পৌনে এগারটা... পিলীয়াস ওরা প্রাসাদের সমস্ত জানালা খুলে দিয়েছে । আঙ্গ বিকালটা ভয়ানক গরম হবে...ঐ যে, ঐ উপরে একটা জানালায় আমাদের মা আর মেলিস্তাণ্ড দাড়িয়ে マびSび阪・・・ গোলড ই, ছায়ার দিকটায় ওরা আশ্রয় নিয়েছে।– মেলিস্তাণ্ডার কথা বলতে কি, তোমাদের কথাবাৰ্ত্ত। আমি সমস্ত শুনেছি, আর কাল সন্ধ্যার সময় য। কথা হয়েছে তাও শুনেছি। আমি খুব ভালই বুঝি যে এ সমস্তই তোমাদের ছেলেখেলা, কিন্তু আর ওরকম কোরো না । মেলিস্তাও এখনও ছেলেমানুষ আর তায় মনটা ভারি নরম ; শীঘ্রই তার ছেলে হবে, সেই জষ্ঠে আরো তার সঙ্গে বুঝে সুঝে চলতে হবে...ও অত্যন্ত দুৰ্ব্বল, এখন পর্য্যন্ত ঠিক গৃহিণী বলতে পারা যায় না ; মনের মধ্যে এখন সামান্য একটু উত্তেজনা হলেই কিছু বিপদ ঘটতে পারে। তোমাদের মধ্যে যে কিছু একটা থাকতে পারে তা ভাবার কারণ আমার এই প্রথম নয় তুমি তার চেয়ে বয়সে বড় ; তোমাকে বলে দিলেই যথেষ্ট.. যত পার ওর কাছ থেকে দুরে দূরে থাকবে ; তাহলেও কোনও ক্রমে ও [ ১৪শ ভাগ, ২য় খণ্ড AAAAAA AAAA AAAA SAAA AAASA SAASAASSAAAAAASJJA JAAAS *حمی x "ہم یہ عی...N"حمبر সেট যেন লক্ষ্য করতে না পারে, লক্ষ্য করতে না পা:ে ...—ঐ ওখানে রাস্তায় যাচ্ছে কি, বনের দিকে ? পিলীয়াস ও ভেড়ার গাল সহরে নিয়ে যাওয়া হচ্ছে... C引司5 হারিয়ে-যাওয়া ছেলের মত ওরা চীৎকার করছে দেখে মনে হয় যেন ওরা আগে থাকতেই কসাইয়ের গন্ধ টের পেয়েছে। এখন খেতে যাওয়ার সময় হল –দিনট আজ কি সুন্দর । ফসল সংগ্ৰহ করবার পক্ষে আজ কি চমৎকার দিন !... [ প্রস্থান } 迷 ※ 薄 পঞ্চম দৃশ্য দুর্গপ্রাসাদের সম্মুখে [ গেfলড ও ইনিয়লডের প্রবেশ । ] C?ia 5 এস, আমরা এইখানে বসি, ইনিয়লড ; আমার কোলে এসে বস ; বনে যা যা হচ্ছে সব এখান থেকে অমর। দেখতে পাব । আজকাল অfর তোমায় একটিবারও আমি দেখতে পাই না । তুমিও আমায় ত্যাগ করলে ; তুমি সব সময়েই তোমার মায়ের কাছে থাক...বtঃ আমরা ঠিক তোমার মায়ের জানালার নীচে বসে আছি –বোধ হয় তোমার ম। এতক্ষণ সন্ধ্য-উপাসনা করছে...আচ্ছ। বল দেখি, ইনিয়লড, সে আর তোমার কাকা পিলীয়াস প্রায়ই এক সঙ্গে থাকে, তাই না ? ইলিয়লণ্ড ই, হঁ। ; সমস্তক্ষণ, বাবা ; তুমি যখন ওখানে থাকনা, বাবা • • • গোলড অ ! দেখ, লণ্ঠন নিয়ে কে একজন বাগান দিয়ে যাচ্ছে ।--কিন্তু লোকে বলে যে ওরা কেউ কারুকে দেখতে পারে না...ওর প্রায়ই ঝগড়া করে মনে হয়... অ্যাঃ ? তাই কি সত্যি ? ইলিয়লড ই, হঁ ; তাই সতি্যু