888 JAAAS AAAA SSS JSSS JSAAAA SAS A SAS SSAS SSAS অপেক্ষা করিতে লাগিলেন । দ্বিতীয় প্রহর অতীত হইলে, বারাণসীর শত শত মন্দিরে আরত্রিকের শখ ঘণ্টা-নিনাদ যখন থামিয়া গেল, তখন চক্ৰধ্বজ-হস্তে ধৰ্ম্মপাল বরুণীর জলে অবতরণ করিলেন। র্তাহার পশ্চাতে কমলসিংহ, বীরদেব, চক্রায়ুধ ও বিমলনন্দী, র্তাহাদিগের পশ্চাতে দ্বিসহস্ৰ গৌড়ীয়ুসেনা । কান্যকুঞ্জের সেনা রাত্রিকালে বিপক্ষপক্ষের আগমনের জন্য প্রস্তুত হইয়াছিল। প্রাচীরে শত শত উল্ক। জুলিয়া উঠিল, সহস্ৰ সহস্ৰ অস্ত্ৰধারী পুরুষে ধূসরবর্ণ নগরপ্রাকার আচ্ছন্ন হইয়া গেল । সম্রাট নিরাপদে নদী পার হইয়া প্রাকারতলে উপস্থিত হইলেন, মুষলধারে শিলা ও অস্ত্র বৃষ্টি হইতেছিল, কটাহ কটাহ উত্তপ্ত তৈল ও গলিত সীসক দুর্গপ্রাকার হইতে নিক্ষিপ্ত হইতে লাগিল, কিন্তু তথাপি প্রাচীরে শত শত অবরোহনী লগ্ন হইল। নক্ষত্ৰবেগে গৌড়ীয় সেনা বারাণসীর প্রাচীরে আরোহণ করিল, অপরিমিত লোকসংখ্যা সত্ত্বেও কান্যকুঞ্জের সেনা হাটতে লাগিল। তাহাদিগের অগ্রভাগে একজন বর্ষীয়ান যোদ্ধা যুদ্ধ করিতেছিল, সে বিমলনন্দী কর্তৃক নিরস্ত্র হইল, কিন্তু আত্মসমর্পণ করিল না ; তাহ দেখিয়া বিমলনন্দী তাহাকে সংহার করিবার জন্য খড়গ উত্তোলন করিলেন । কিন্তু উত্তোলিত অসি শূন্তমাগে রহিয়া গেল, এক লম্ফে চক্রায়ুধ তাহাদিগের মধ্যবত্তী হইয়া কহিলেন, “বিমল, জয়সিংই আমার বন্দী, ইহাকে রক্ষা কর।” ধৰ্ম্মপাল ও কমলসিংহ, চক্রায়ুধের আচরণে বিস্মিত হইয়া তাহাকে কারণ জিজ্ঞাস করিতে যাইতেছিলেন, এমন সময়ে নগরের অন্তস্থানে অগ্নি জলিয়; উঠিল এবং গৌড়ীয় সেনা জয়ধ্বনি করিয়া উঠিল । তাহ শুনিয় । কান্যকুজের সেনা প্রাকার ত্যাগ করিয়া পলায়ন করিল। সম্রাট প্রাকার হইতে অবতরণ করিয়া নগরে প্রবেশ করিতেছেন, এমন সময়ে রক্তাক্তকলেবর জনৈক যোদ্ধ। তাহাকে অভিবাদন করিল ; তাহার হস্তে গৌড়ীয় চক্ৰধ্বজ দেখিয়া ধৰ্ম্মপাল বুঝিতে পারিলেন, যে, সে ব্যক্তি স্বপক্ষীয়। সম্রাট বিক্ষিত হইয়া জিজ্ঞাসা কৰিলেন, “কে তুমি ?” সৈনিক হাসিয়া উত্তর করিল, প্রবাসী—মাঘ, ১৩২১ উল্কাধারী লইয়। শিবির রক্ষার জন্য বরণানদীর পূর্বকূলে [ ১৪শ ভাগ, ২য় খ
- ダ \_** メ* メ* ダ \ ダ * ダ & يرrvبي. ダ^ x * x
“মহারাজ ! ইহারই মধ্যে ভুলিয়া গেলেন, আমি জয় বৰ্দ্ধন।” তখন সম্রাট, কমলসিংহ, বীরদেব ও বিমলনন্দ র্তাহাকে অলিঙ্গনপাশে বদ্ধ করিলেন। " জয়বৰ্দ্ধন নীেকার অনুসন্ধানে চরণাদ্রি অভিমুখে অগ্র সর হইতেছিলেন, কিন্তু পথে কতকগুলি নৌকা পাইয় নদী পার হইয়াছিলেন । তিনি অসিসঙ্গমে আসিয়া শুনিয়াছিলেন যে, গৌড়ীয়সেনা বরণসঙ্গম আক্রমণ করিয়াছে। নগরপ্রাকারের অন্য কোন স্থান আক্রান্ত হয় নাই দেখিয়া অধিকাংশ নগররক্ষীসেন। বরণাসঙ্গমে আসিয়াছিল ; তিনি সেই অবসরে অসিসঙ্গমের নিকটে মুষ্টিমেয় শক্রসৈন্ত পরাজিত করিয়া নগরে প্রবেশ ত্বরিয়াছিলেন। পরাজিত, ভীত, নেতৃহীন কান্যকুঞ্জের সেন। অনতিবিলম্বে আত্মসমপণ করিল, তখন প্রমথসিংহ নগরে প্রবেশ করিয়া প্রাকাল রক্ষার ব্যবস্থা করিতে লাগিলেন । প্রভাতে ধৰ্ম্মপাল ও প্রমথসিংহ বিস্মিত হইয়া দেখিলেন, যে, সহস্ৰ সহস্ৰ অশ্ব সস্তরণে নদী পার হইতেছে ; র্তাহারা আশ্চর্য্যান্বিত হইয়। তাহাদিগকে বাধা দিবার জন্য প্রস্তুত হইলেন । অশ্বগুলি নিকটবৰ্ত্তী হইলে প্রমথসিংহ কহিলেন, “মহারাজ ! ইহারা গৌড়ীয়সেনা, দেখুন বহু অশ্বপৃষ্ঠে চক্ৰধ্বজ স্থাপিত আছে।” অৰ্দ্ধদণ্ডপরে দেখা গেল অশ্বের বল্ল। দন্তে লইয়া বৃদ্ধ ভীষ্মদেব মণিকর্ণিকীর পায়ণনিৰ্ম্মিত সোপানে আরোহণ করিতেছেন ; সম্রাট সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, “ভীষ্মদেব কি হইয়াছে ?” ভীষ্ম।— মহারাজ দ্বিসহস্র সেনা লইয়া চক্ৰধ্বজহস্তে বারাণসী আক্রমণ করিয়াছেন শুনিয়া সমগ্র গৌড়ীয়বাহিনী সন্তরণে নদীপার হইয়া আসিয়াছে। মহারাজ অসাধ্যসাধনের উদাহরণ জগতে দুলভ, আপনার দুষ্টান্ত দেখিয়া, আপনার সেনাদল রণেন্মত্ত হইয়াছে। ক্লাস্ত, শীতাৰ্ত্ত, সিক্ত, অনশনক্লিষ্ট গৌড়ীয়ুসেন এখনই প্রতিষ্ঠান যাত্রা করিতে প্রস্তুত । ভীষ্মদেবের কথা শুনিয়া প্রমথসিংহ বাপরুদ্ধকণ্ঠে কহিলেন, “মহারাজ ! আমি ভুল বুঝিয়াছিলাম। গৌড়ীয়সেনা দীর্ঘভিযানে অনভ্যস্ত হইলেও দুর্জেয় । কান্তকুজযুদ্ধ শেষ হইয়া গিয়াছে। বারাণসীর যুদ্ধের ফল শ্রবণ করিয়া ইন্দ্রীয়ুধের সেনা আমাদিগের সম্মুখীন হইবে না।