পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\gやり كم به وية "كو بي প্রবাসী ঘরের কোণে দড়িতে বাহ।ছরের একটা পুরাণে পাইঞ্জাম স্থার নানীর একটা কোর্তা ও একট। লালরঙ্গের ওড়ন। বুলে। কতদিন হইতে ঝুলিতেছে তাহ বলা যায় না, তাহার উপর বেশ ধূলা জমিয়াছে। কাঠের দেওয়ালে দুইটা বড় বড় লোহার কাটা মারা আছে। তাহার একটাতে একখানা প্রকাণ্ড কুকরী সমস্ত দিন রাত্রি বুলিত ; অপরটায় বাহাদুর বাড়ী আসিয়া তাহার নিজের কুকরীখানা ঝুলাইয়া রাখিত। যে দিকে রাধিবার আয়োজন তাহার অপর দিকে এক থান৷ বঁাশের খাটিয়া পড়িয়া থাকিত। এগুলি তাহার ঘরের মধ্যে বেশ গুছানো থাকিত— সে ভার নানীর উপর । সকাল বেলায় বাহাদুর যখন ভুট্টা খাইয়া কাজে বাহির হইয়া যাইত তখন “নানী” খানিক দূর তাহার সঙ্গে বাইত এবং পাহাড়ের আঁক৷ বাকা রাস্তায় যখন বুড়া অদৃপ্ত হইয়া যাইত তখন স্ েতাহার শূন্ত কুটারখানিতে শুষ্ক মুখে ফিরিয়া অাসিত, আবার যতক্ষণ সে বুড়াকে লু। দেখিত ততক্ষণ তাহার মুখে হাসি ফুটিত না। স্নান মুখে বাটতে ফিরিয়া আসিয়া সে কাজে লাগিত— পাহাড়িয়ার সাত বৎসরের মেয়ে বলিয়া সে বালিকা ছিল ন।--তাহার শারীরিক ক্ষমতা তাহার বয়সের অপেক্ষা ঢের বেশী—সে সংসারের সমস্ত কাজ করিত—সে সমস্ত ঠিকঠাকু করিয়া ছুপুর বেলার আহারের জন্য ভুট্ট। গুছাইয়। রাখিত । বাহাদুর তাহাকে রণধিতে দিত না, কি জানি বিপদ ঘটিতে পারে। কাজেই সে সমস্ত জায়োজন করিয়া বসিয়া থাকিত, বাহাদুর কৰ্ম্মক্লান্ত হইয়া ঘথন ফিরিয়া কুটার অভিমুখে আসিত তখন দেখিত তাম্বার “নানী” জৰ্দ্ধেক পথে আসিয়৷ ই করিয়া তাহার অপেক্ষায় দাড়াইয়া রহিয়াছে । তাহীকে দেখিলেই সে তাহার ক্ষুদ্র শিশুহৃদয় খুলিয়া দিয়া ছুটিয়া আসিত । বাহাদুর তাহাকে তাহার বিশাল বক্ষে তুলিয়া কী অপূৰ্ব্ব শান্তিলাভ করিত কে জানে তাহাকে কোলে করিয়া সে কুটার পর্য্যন্ত লইয়া আসিত । দুপুর বেলায় আহারাদি করিয়া যখন বাহাদুর পুনরায় কাজে যাইত তখন নানীর বড় ভাল লাগিত না ; সকাল বেলার প্রফুল্লত মুছিয়া চারিদিকে মধ্যাচুের নীরব ع ی_s۔ . . ۹ ج N"جم .x —কাৰ্ত্তিক, ১৩২১ { ১৪শ ভাগ, ২য় খণ্ড গাম্ভীৰ্য্য যখন তাহদের সেই পাৰ্ব্বত্য প্রদেশটিকে ছাইয়৷ ফেলিত তথন নানীর বড় কষ্ট হইত। সে কোন কোন দিন তাহার বাপের সহিত বাবুর বাড়ী যাইত, কিন্তু অধিকাংশ সময়ই সে একলা থাকিত। কারণ তাহার কুটারটি ক্ষুদ্র বলিয়া কি গৃহ নহে। সে উহা অরক্ষিত রাখিয়া কোথাও যাইতে রাজি ছিল না । কাজেই সে অধিকাংশ সময়ই একাই থাকিত। দুপুর বেলায় অবশিষ্ট কাজ কৰ্ম্ম শেষ করিয়া নানী একা একা বসিয়া প্রায়ই ঘুমাইয়। পড়িত । ( o ) বাঙ্গালা দেশে অসংখ্য-কেরানীকুল-তারণ রেলি ব্ৰাদাস থাকিতে নীরদ বাবু যে কোন লোভে এই পাহাড়ের মধ্যে আসিয়া ৪০ টাকায় পড়িয়া আছেন তাহা নির্ণয় করা দুঃসাধ্য। তিনি মুধু চা আফিসের কেরানী নহেন, সরকার ম্যানেজার খাজাঞ্চী ইত্যাদি সমস্ত নামেরই তিনি অধিকারী। বাগানের চl পাতা উঠান হইতে আরম্ভ করিয়া চা প্যাক করিয়া চালান দেওয়া, কুলির হিসাব রাখা, মাহিন দেওয়া, খরচপত্র টাকা কড়ি আদায় ইত্যাদি যাবতীয় কাজ সমস্তই নীরদ বাবুকে করিতে হয়। তবে বাঙ্গালী ষেখানেই থাকুক বাঙ্গালী মানে “বাবু”, “বাবু” মানে "কেরানী’, কেরানী মানে ১৫ হইতে উৰ্দ্ধতম ৫০ টাকা বেতনভোগী এক প্রকার জীব। কাজেই সকলে জানিত নীরদ বাবু কেরানী । সাহেব তাঁহাকে কখনও বাঙ্গালী ভদ্রলোক বলিয়া মানিয়া লইতে রাজি হইত না । তাহার কাছে নীরদ বাবু হুকুম অমুসারে কাজ করিবার সজীব যন্ত্র মাত্র । কাজের ভিড়ে নীরদ বাবু সকাল হইতে সন্ধ্যা পর্য্যন্ত কোন দিন এক ঘণ্টাও বিশ্রাম করিবার সময় পাইতেন না। আহারাদি করিবার সামান্ত অবকাশ থাকিত ; তাহাও এত অল্প যে যেদিন স্বান করিতেন সেদিন আর পেট ভরিয়া খাওয়া হইত না । বাহাদুর তাছার প্রভুর দুর্দশা দেখিত এবং নিজের পূর্ব অভিজ্ঞতার সাহায্যে সমস্তই বেশ বুঝিতে পারিত। বাড়ীতে নানীকে ছাড়িয়া আসিয়া তামার হৃদয়ের সমস্ত একাগ্রতা দিয়াই সে প্রভুর সেবা করিত । নীরদ বাবু যখনই তাহাকে ডাকিতেন তখনই