পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] লোকটা বোধ হয় ফিরে এসেছে ঐ—ঐ শুকুন তারা কথা কচ্ছে । আরও কিছুক্ষণ কাটিয়া গেল। লোকটা একাকী গৃহে প্রবেশ কবিয়া বলিল,—“আমার • গোক প্রাণপদ বাবুর দেখা পেয়েছে ; আর তিনিও বলেছেন যে আজ সকলে দেবেন বাবুর সঙ্গে তার দেখা হয়েছিল। কিন্তু তাতে কি ? আপনাদের মধ্যে কে একজন দেবেন বাবু তা আমি কি করে বুঝব ? প্রাণপদ বাবু তার মেয়েকে গল্প বলছেন— এখন আসতে পারবেন না। কি হবে আর এখানে দেরী কবে মিছে—থানীয় চলুন।” \-عہ নিরাশ-ব্যথিত প্রাণে আমি বলিয়া উঠিলাম—“হ ভগবান " সত্য কথা বলিতে কি তখন নিরাশায় আমার সারা প্রাণ ভরিয়া উঠিয়াছিল । আমাদের শেষ আশ। নিষ্ফল হইল ! অস্থির ভাবে আমি গৃহমধ্যে পদ-চারণা করিতে লাগিলাম ;—“প্রাণপদ কি বল্পে, বদমায়েসটা বল্লে কি শুনি ?” “আমার লোকের মুখে শুনলুম তিনি বলেছেন— দেবেন বাবু বোধ হয় আমার নামই মনে রাখতে পারেন নি। আর তিনি যখন আমার প্রাণ রক্ষার কোন উপায় করলেন না, তখন আমিই বা কেন তার ব্যাগার খাটতে যাই ?” আমি বসিয়া পড়িলাম। বিশ্বসংসার আমার চক্ষে ক্রমে অন্ধকার হইয়া আসিতেছিল । শরীর ঝিমঝিম করিতেছিল। লোকট। আমার অবস্থা দেখিয়া কিঞ্চিৎ বিব্রত হইয়া উঠিল । বলিল—“বোধ হয় একখানা চিঠি লিথে দিলে উপকার হতে পারে। আপনি চিঠি লিখতে চান ত আমি অপেক্ষা করতে পারি ।” আমি টেবিল হইতে কাগজ কলম লইয়া পত্র লিখিতে বসিলাম। লোকট। বাধা দিয়া বলিল—উহু তা হবে না, আপনি হয় ত কোন কথা শিখিয়ে দেবেন, তা হলে আর কি হল ? তার চেয়ে আমি বলে যাই আর আপনি লিখুন।” উপায়ান্তর না দেখিয়া বলিলাম,—“বেশ, কি লিখতে হবে বলুন ।” ಸ್ತ್ರತ ፰õ©

  • -- ~ ** -* * .علام ASA SSASAS SSAS SSAS SSAS SSS JSSS JSSS SSS SSSS AAAA S

, সে বলিল,—“ঐযুক্ত প্রাণপদ পান মহাশয় সমীপেষু— মহাশয়,-- ?? @ “স্থা লিখেছি—তারপর ?—তারপর ?” সে বলিতে লাগিল,--“আমি” এ তক্ষণে বেশ বুঝুিয়াছি • যে আপনার অভিনয় করিবার ক্ষমত। অদ্বিতীয়। তাহা জানিয়া অদ্য হইতে আপনাকে মাসিক একশত টাকা বেতনে আমার থিয়েটারে অভিনেতার পদে নিযুক্ত করিলাম । আমি যতদিন থিয়েটারে থাকিব ততদিন আপনাকে পদচ্যুত করিব না !" নিৰ্ব্বাক বিস্ময়ে আমি তাহার মুখের দিকে চাহিয়৷ রহিলাম। কতক্ষণ পরে বাকশক্তি ফিরিয়া আসিলে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম,—“কে মশায় আপনি ?” লোকটা “ম তমুখে বলিল,—“কেন, আপনার তাবেদীর প্রাণপদ পান—এইমাত্র যাকে একশ’ টাকা মাইনের কাজে নিযুক্ত করেছেন ! এখন সই করুন।” - প্রাণপদর অভিনব অভিনয়-দক্ষতায় আমার আর কিছুমাত্রও সন্দেহ রহিল না। কাজেই আমি বিনা.বাক্য ব্যয়ে পত্ৰখানিতে সহি করিয়া দিলাম। স্মি তমুখে প্রাণপদ বলিল,—“নমস্কার মশায় আসি তবে !—" T • শ্ৰীহরপ্রসাদ বন্দোপাধ্যায়। উদ্ভান্ত পথচিহ্নহীন কোন শূন্ত বায়ুপথে স্বপন আমারে লয়ে আপনার মতে অনাদি অজানা দেশে চলে বার বার ? ভ্রান্ত নহে চিত্ত তবু, শান্তি নাহি তার ! কিন্তু হায় সীমাময়ী ধরিত্রীর পরে যেথা গৃহ গ্রাম পথ নাম গোত্র ধরে, সীমান্তে সঙ্কীর্ণ দেশ,নিয়ত সেথায় অক্ষম অন্ধের মত চলেছি দ্বিধায় । இ. ঐপ্রিয়ম্বদা দেবী। + একটি ইংরেজী গল্পের অনুসরণে—লেখক । இ.