পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] সম্প্রতি তিনি দেহত্যাগ করিয়াছেন । তিনি বঙ্গবাসী কলেজের অধ্যাপক ললিতকুমার বন্দ্যোপাধ্যায়ের পিতৃব্য ছিলেন। এংলোবেঙ্গলী স্কুলের তত্ত্বাবধান ও উৎকৰ্ধসাধনকার্য্য একটি কমিটির দ্বারা নির্বাহিত হয়। কমিটির সম্পাদক ঐযুক্ত দুর্গাচরণ বন্দোপাধ্যায় এবং সহকারীসম্পাদক শ্ৰীযুক্ত হরিদাস মুথোপাধ্যায় স্কুল-গৃহ, স্কুলের ক্রীড়ণক্ষেত্র, প্রভূতির অনেক উন্নতি করিয়াছেন । স্বৰ্গীয় ডাক্তার অঘোরনাথ চট্টোপাধ্যায় হায়দারাবাদের নিজামের শিক্ষণবিভাগে বহুবৎসর উচ্চপদে নিযুক্ত থাকিয়া ও তৎপরে অবসর গ্রহণ করিয়া গত কয়েক বৎসর ঐযুক্ত ডাক্তার অঘোরনাথ চট্টোপাধ্যায় কলিকাতায় বাস করিতেছিলেন। সম্প্রতি হঠাৎ হৃদূরোগে তাহার মৃত্যু হইয়াছে । আমরা যতদূর জানি ভারতবাসীদের মধ্যে তিনিই প্রথমে বিলাতী বিশ্ববিদ্যালয়ের ডি, এস্পী, অর্থাৎ বিজ্ঞানাচার্ষ্য উপাধি লাভ করেন। তাহার কন্যা শ্ৰীমতী সরোজিনী নাইডু ইংরাজী ভাযায় কাব্য রচনা করিয়া এবং বাগ্মিতার জন্য যশস্বিনী হইয়াছেন । ডাক্তার অঘোরনাথ চট্টোপাধ্যায়ের পূর্বপুরুষদের বাড়ী ছিল বৰ্দ্ধমান জেলার পাটুলীগ্রামে, তাহার পর র্তাহারা বিক্রমপুরের অন্তর্গত ব্রাহ্মণগয়ে গিয়া বসবাস করেন। তাহার। পুরুষানুক্রমে সুপণ্ডিত ছিলেন । অঘোরনাথ চারি ভ্রাতার মধ্যে কনিষ্ঠ ছিলেন। সকলেই শিক্ষাদান কার্য্যে জীবন যাপন করিয়া গিয়াছেন । তৃতীয় ভ্রাতা ঢাকায় গণিতের অধ্যাপক ছিলেন এবং পরে স্কুলসমূহের ইন্‌স্পেক্টর হইয়াছিলেন। অঘোরনাথ ১৮৬৭ খৃষ্টাব্দে খ্যাতির সহিত এনট্রেন্স পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কলিকাতার প্রেসিডেন্সী কলেজে ভৰ্ত্তি হন। এখানে তিনি ক্রযুক্ত শশিভূষণ দত্ত, ৮ রজনীনাথ রায়, শ্ৰীযুক্ত ক্ষীরোদচন্দ্র রায় চৌধুরী, শ্ৰীযুক্ত ত্রনাথ দত্ত, প্রভূতির সহপাঠী ছিলেন । ইহারা সকলেই কৃতী ছাত্র ছিলেন । চতুর্থ বার্ষিক শ্রেণী হইতে অঘোরনাথ ও শ্রীনাথ গিলক্রাইষ্ট বৃত্তি লইয়। বিলাত যান। অঘোরনাথ সিবিল সার্কিস্ পরীক্ষা এবং কুপাস হিলের এঞ্জিনীয়ারিং পরীক্ষা দেন। কিন্তু বিবিধ প্রসঙ্গ—স্বৰ্গীয় ডাক্তার অঘোরনাথ চট্টোপাধ্যায় 8ᏚᏊ প্রস্তুত হইতে কয়েকমাস মাত্র সময় পাইয়াছিলেন বলিয়া কৃতকার্যা হন নাই। তথাপি সিবিল সাধিসে সংস্কৃতে প্রথম স্থান এবং কুপার্স হিলের পরীক্ষায় গণিতে প্রথমস্থান অধিকার করেন। ইহার পর তিমি রসায়ন পড়িবার জন্ত .এডিনবরা যান। তাহার অন্ততম অধ্যাপক ক্রামু ব্রাউন এখনও বাচিয়া আছেন, এবং প্রতিভাবান ছাত্র বলিয়া ভারতীয়দের নিকট এখনও তাহার গল্প করেন। অঘোরনাথের দ্বিতীয়া কষ্টা মৃণালিনী এখন বি, এস্পী, পরীক্ষার জন্য কেন্থি জে পড়িতেছেন। তিনি যখন পিতৃশিক্ষণক্ষেত্র ও পিতৃগুরুদর্শনার্থ এডিনবরায় তীর্থযাত্র। করেন, তখন বুদ্ধ অধ্যাপক ক্রাম ব্রাউন তাহার সহিত অতিশয় সমেহ ব্যবহার করেন। ১৮৭৫ খৃষ্টাব্দে তিনি এডিনবরার বি, এস্সী পরীক্ষায় গুণাকুসারে প্রথমস্থান অধিকার করেন, এবং পদার্থবিজ্ঞানে ব্যাকুসটার বৃত্তি প্রাপ্ত হন । তাহার পর তিনি গবেষণা করেন, এবং রসায়নের এক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়া হোপ পুরস্কার ( Hope Prize) প্রাপ্ত হন। এই পরীক্ষণয় তাহার প্রতিযোগীদের মধ্যে এডিনবরা ও কেন্থি,জ বিশ্ববিদ্যালয়ের কোন কোন সহকারী অধ্যাপক ছিলেন। অতঃপর তিনি জার্মেনীতে নানা বিজ্ঞান শিক্ষা করেন এবং বেঞ্জিন যৌগিক পদার্থসমূহ সম্বন্ধে গবেষণা করেন। জার্মেণীতে আঠার মাস থাকিয়া এডিনবরা প্রত্যাবৰ্ত্তন পূর্বক ১৮৭৭ খৃষ্টাব্দে তথাকার ডি এলসী উপাধি লাভ করেন । ভারতবর্ষে ফিরিয়া আসিবার পরই তিনি হায়দরাবাদ রাজ্যের শিক্ষার উন্নতির জন্য নিযুক্ত হন । তাহার উদ্যোগে নিজাম কলেজ এবং বালক ও বালিকাদিগের নিমিত্ত অনেকগুলি স্কুল স্থাপিত হয় । তিনি পেশী দপ্তরেও ( Peshi office) কিছু দিন কাজ করিয়াছিলেন । হায়দরাবাদে কয়েক বৎসর যাপিত হইবার পর কতকগুলি লোক তাহার বিরুদ্ধে চক্রান্ত করিয়া তথা হইতে তাহার নিৰ্ব্বাসন ঘটায়। কিন্তু তিনি তাহার বিরুদ্ধে তাহtদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলিয়া প্রমাণ করিতে সমর্থ হন। ষড়যন্ত্রকারীরা হায়দরাবাদ হইতে তাড়িত হয়, এবং তিনি সাদরে নিজামের রাজধানীতে