পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

’’..... جمہ x- اب _x- یا x ۶بر ی_x ه দশম দিবস—বিচারব্যবস্থা অাসোয়ান হইতে কাইরোতে ফিরিয়! আসিলাম । প্রায় ২৪ ঘণ্ট। লাগিল। দিবাভাগে লুক্সার পর্য্যন্ত গাড়ী আইস । এই পথে কৃষিক্ষেত্র বিরল—চারিদিকে পৰ্ব্বত ও মরুভূমি। কাজেই ধূলা ও ঝালুকার রাজ্য । তাহার উপর গ্রীষ্মকালের গরম । বাঙ্গালীর গরম সহ কর। অভ্যাস । তথাপি এই অঞ্চলের তাপ অসহ্য হইয়া উঠিয়াছিল। রেলে ৫ম সংখ্যা ] কবরের দেশে দিন পনর কবরের দেশে দিন পনর ৬০৭ রক্রিমবর্ণে স্বরঞ্জিত-পশ্চিমগগনের মৰ্দ্ধভাগ যেন অগ্নিশিখায় আলোকিত—অথচ পৰ্ব্বতের পূৰ্ব্বভাগ এবং মিশরের উপত্যক ঘোরতর অন্ধকারে নিমগ্ন। আকাশে দুইএকটি তারা মাত্র বিরাজ করিতেছে—এবং মিশরের পশ্চিম-আকাশে প্রতিপদ ব! দ্বিতীয়ার চন্দ্রকলা দেখা যাইতেছে। এই আবেষ্টনের মধ্যে গাড়ী দার্জিলিঙ্গ মেলের বেগে চলিতে লাগিল । @ রাত্রি বাড়িবার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়িয়া চলিল । বাঙ্গালাদেশে মাঘমাসেও এত শীত পড়ে না। দিনে যেরূপ গরম, রাত্রে তেমনষ্ট শীত । ইহাই মরুস্থলীর দ্বিতীয় পরামিডের সমীপস্থ স্ফিংক্স্। প্রকৃতি । অবশু মিশরীয়েরাও বলাবলি করিতে লাগিল— লুক্সারে সন্ধ্যা হইল। তখন হইতে শস্যামল ক্ষেত্রসমূহ আমাদের দুই ধারে দেখা দিল । এ অঞ্চলে বিহার ও মহারাষ্ট্রপ্রদেশের স্তায় শক্ত কৃষ্ণমৃত্তিকা আমাদের চারিদিকে চাষের জমিতে রহিয়াছে দেখিলাম। কাজেই বালুকার হাত এড়াইয়াছি । এদিকে পশ্চিম-আকাশকে • গোলাপীরঙ্গে উদ্ভাসিত করিয়া মিশর-তপন সীরিয়া পৰ্ব্বতের অপর পারে অস্ত যাইতেছে । মনে হইল সাহtয়ায় আগুন লাগিয়াছে। পৰ্ব্বতমালার শিরোদেশ ওীষ্মকালে এত শীত মিশরে সাধারণতঃ দেখা যায় না । আমরা সৌভাগ্যক্রমে লোহিতসাগর হইতেই ঠাণ্ড পাইতে পাইতে আসিয়াছি। . মিশরের দক্ষিণসীমা পর্য্যন্ত যে কয়টা পল্লী ও নগর দেখিলাম সৰ্ব্বত্রই পাশ্চাত্যের প্রভাব ও আধিপত্য লক্ষ্য করিয়াছি । “নিজবুiসভূমে পরবাসী”—এ কথা আধুনিক মিশরে যতটা খাটে দেখিতেছি, যথার্থ পরাধীন